Allu Arjun Pushpa the rise মুভির আয় কত ? শুনলে আবাক হবেন

তামিল সুপারস্টার Allu Arjun ও Rashmika Mandanna অভিনীত Pushpa The Rise Part 1 সিনেমাটি তামিল, হিন্দি সহ মোট পাঁচটি ভাষায় ভারত ও বিশ্বের অন্যান্য মুক্তি পেয়েছেন । আর মুক্তির পর এই বক্সঅফিস কাপাতে শুরু করেছে সিনেমাটি । আলু অর্জুন অভিনীত Pushpa (পুষ্পা) The Rise Part 1 মুভিটি মাত্র ২ দিনে আয় করেছে ১০০ কোটি রুপি

গত ১৭ ডিসেম্বর ২০২১ ভারত সহ বিশ্বব্যাপী বড়দিন উপলক্ষে মোট পাঁচটি ভাষায় পুষ্পা দ্যা রাইজ-১ মুক্তি পায়। বক্স অফিসে তাক লাগিয়ে মুক্তির দিনেই সিনেমাটি শুধুমাত্র ভারতে একদিনে আয় করে ৬৪.৮০ কোটি রুপি ।

বিশ্বব্যাপী সিনেমাটির প্রথম দিনে সংগ্রহ মোট ১৩.২০ কোটি রুপি । সব মিলিয়ে ভারত ও বিশ্বব্যাপী সিনেমাটির প্রথম দিনে সংগ্রহ ছিল ৭৮ কোটি রুপি ।

Allu Arjun Pushpa the rise মুভির আয় কত ? শুনলে আবাক হবেন 1

পুষ্পা সিনেমাটির হিন্দি ভার্সন প্রথম দুই দিনে মোট ৭.২৫ কোটি রুপি আয় করেছে । এর আগে দক্ষিণের কেবলমাত্র Baahubali ও Robot 2.0 সিনেমা ছাড়া তামিলের কোন মুভি হিন্দি ভার্সনে ৭ দিনে সাত কোটির ঘরে পৌঁছাতে পারেনি । রবিবারের দিনেই আয় আরো বৃদ্ধি পাবে বলে ধারণা করছে সিনেমা বিশ্লেষকরা ।

ভারতের বিশিষ্ট জার্নালিস্ট ও মুভি বিশ্লেষক Ramesh Bala – Pushpa The Rise সিনেমাটির আয় দুই  দিনেই   ১০০ কোটি রুপি ছুঁয়েছে বলে নিশ্চিত করেছেন ‌।

Pushpa: The Rise Part 1 সিনেমাটি মোট দুটি ভাগে বিভক্ত । যার প্রথম ভাগ Pushpa: The Rise Part 1 গত ১৭ ডিসেম্বর ২০২১ একইসাথে পাঁচটি ভাষায় ও বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। পুষ্পা মুভিটি কাহিনী ভারতে চন্দনকাঠের চোরাচালান এর পটভূমিতে নির্মিত একশন,রোমান্স, ড্রামা 

24livenewsbd

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ