কত কোটি টাকার মালিক সালমান খান , জানেন কি কত টাকার বাংলোতে থাকেন বলিউড ভাইজান?

দেখতে দেখতে ৫৫ বছর বয়স হয়ে গেলো বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের। তবুও এখনো বিয়ের পিঁড়িতে বসেননি সালমান খান । সালমান ভক্তরা অপেক্ষায় আছেন কবে তাদের প্রিয় অভিনেতা সালমান খান বিয়ের পিঁড়িতে বসবেন। আর এর মাঝেই উঠে এলো সালমান খান কেরিয়ারে কতটা সম্পত্তি আয় করেছেন। এই অভিনেতার জন্মদিনে রইলো সেই তথ্য।

জানা গিয়েছে, বলিউড অভিনেতা সালমান খানের মোট সম্পত্তির পরিমান হলো ৩৬০ মিলিয়ন ডলার।যেটা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ২৩০৪ কোটি টাকা।

২০২০-তে সেই আয় বেড়ে দাঁড়িয়েছে ২০০ কোটি টাকা।এমনকি সালমান খানের মাসে আয়২০ কোটির বেশি সলমন খানের বাৎসরিক আয় ১৬৫ কোটি সলমন খানের বাৎসরিক আয় ১৬৫ কোটি টাকা গড়ে।

কত কোটি টাকার মালিক সালমান খান , জানেন কি? কত টাকার বাংলোতে থাকেন বলিউড ভাইজান?
কত কোটি টাকার মালিক সালমান খান , জানেন কি? কত টাকার বাংলোতে থাকেন বলিউড ভাইজান?

শুধু তাই নয়, বলিউডের এই ভাইজানের গ্যালাক্সির দাম ১৫০ কোটি টাকারও ওপরে।

বাইক হোক কিংবা গাড়ি সবই রয়েছে অভিনেতার গ্যারেজে।

তবে জানা গিয়েছে, সালমান খানের আয়ের এই বেশিরভাগটাই নাকি চলতি বছরের বিগ বসের থেকে এসেছে। আর সেই সঙ্গে তো টুকটাক বিজ্ঞাপন লেগেই আছে ।

asianetnews.com

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ