ICO কি?

অনলাইনে যারা আয় করেন তারা কম বেশি কয়েন মার্কেট সম্পর্কে জানেন। বিটকয়েন সারা দুনিয়ায় ঝড় তোলার পর একের পর এক নতুন কয়েন আসছে আর বেশিরভাগ কয়েনই কম বেশি ঝড় তুলছে। মার্কেটে কয়েন আসার আগে প্রিসেল করে বা ফান্ড রেইজ করে। তখন খুব কম দামে কয়েন দেয়া হয়। এটাকে বলা হয় আই সি ও  ICO (Initial Coin Offering) . যারা সেই সময় কয়েন কিনে রাখে তারা পরবর্তীতে খুবই লাভবান হয় যখন সেই কয়েন টা এক্সচেঞ্জারে আসে।ICO কি? 2

এই বছরের জানুয়ারীতে বিটকানেক্টের মুল্য ছিল ১৩ সেন্ট। এখন সেটার মুল্য ৩০০ ডলার । এক বছরও যায়নি কত পরিবর্তন। সেই সময় যে ১৩০ ডলার দিয়ে বিটকানেক্ট কিনে রেখছিল সে এখন সেটা বিক্রি করবে ৩,০০,০০০ ডলার।  আফসোস করার মতো অংক।

এইতো দুই মাস আগের কথা হেক্সট্রা কয়েন ১ ডলার করে ICO  বিক্রি হলো । দুই মাস পরেই এক্সচেঞ্জারে আসার পরপরই মুল্য হয়ে গেল ৩০ ডলার। যার ১০০ ডলার ইনভেস্ট ছিল তার মূলধন হয়ে গেল ৩০০০ ডলার। মাথা খারাপ অবস্থা।

হয়তো সেইরকম অনেক সুযোগ আমার আপনার নাকের ডগা দিয়ে চলে যাচ্ছে।  অনেকেই কিন্তু সুযোগ টাকে খুব রকম কাজে লাগাচ্ছে। চুপি চুপি কামিয়ে নিচ্ছে প্রচুর বৈদেশিক মুদ্রা।

তবে ভয়েরও কারন আছে। ICO তে এখন যেসব কয়েন আসছে তার বেশিরভাগই কিন্তু হয় ফেইক নাহয় এমন কয়েন যা মার্কেটে টিকবেনা বা যার দ্বারা আপনি লাভবান হতে পারবেন না। তাই ICO থেকে লাভবান হতে হলে আপনাকে কয়েন মার্কেট সম্পর্কে খুবরকম খোজ খবর রাখতে হবে।

 

ফ্রীতে নিয়ে নিন ২ টি NeoConnect

এক ঘন্টা পর পর 200$ পর্যন্ত আয়

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ