আপনি বিটকয়েন সম্পর্কে নিশ্চয়ই শুনেছেন? বিটকয়েন নতুন ধরনের মুদ্রা ব্যবস্থা। আমাদের দেশের মুদ্রা যেমন টাকা এবং এই টাকা আমরা বিভিন্ন ব্যাংকে একাউন্ট করে জমা রাখতে পারি। ঠিক তেমনি বিটকয়েনও আমরা বিভিন্ন অনলাইন ব্যাংকে জমা রাখতে পারি। তেমনি একটা ব্যাংক হচ্ছে Coinbase.
কয়েনবেজের কিছু সুবিধা আছে। যেখানে ব্লকচেইন টু ব্লকচেইনে বিটকয়েন ট্রান্সফার ফি বর্তমানে ৩ ডলার থেকে ২০ ডলার পর্যন্ত সেখানে কয়েনবেজ টু কয়েনবেজ বিটকয়েন ট্রান্সফার প্রায় ফ্রী।
কয়েনবেজে বিটকয়েন ছাড়াও বর্তমানে ইথেরিয়াম ও লাইটকয়েন রাখা যায়। লেনদেন করা যায়।
কয়েনবেজে কাউকে ইনভাইট করে ১০ ডলার ইনকামেরও সুযোগ আছে। আপনার রেফারেল লিংক দিয়ে আপনার বন্ধুকে ইনভাইট করলে আপনিও ১০ ডলার পাবেন যাকে ইনভাইট করেছেন সেও ১০ ডলার পাবে। তবে এটার জন্য একটা শর্ত আছে আর তাহলো যাকে ইনভাইট করেছেন তাকে প্রথমবার একসাথে ১০০ ডলার পরিমান বিটকয়েন তার কয়েনবেজ একাউন্টে ডিপোজিট করতে হবে।
কয়েনবেজে একাউন্ট করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। নিচের লিংক থেকে একটা কয়েনবেজ একাউন্ট করে ১০০ ডলার ডিপোজিট করুন। ১০০ ডলারের সাথে ১০ ডলার অতিরিক্ত বোনাস পাবেন। তবে বোনাসটা আসবে ১ দিন পরে।
Open a Coinbase Account
[divide color=”#008ab5″]
Comments (No)