WBCS অফিসারদের বেতন কত

পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (WBCS) পরীক্ষা দিয়ে বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ সরকারি অফিসার হিসাবে নিযুক্ত হওয়া যায়। পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (WBCS) পশ্চিমবঙ্গের সর্বাপেক্ষা জনপ্রিয় চাকরি। এর জনপ্রিয়তার কারণ হিসাবে চোখধাঁধানো বেতন ও বলা যেতে পারে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন প্রতিবছর WBCS পরীক্ষার নোটিশে WBCS অফিসারদের বেতন উল্লেখ করে দেয়। WBCS অফিসারদের বেতন কত

WBCS অফিসারদের বেতন কত 1

পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি চাকরির মধ্যে WBCS-এর গ্রুপ-A অফিসারদের বেতন সবথেকে বেশি। গ্রুপ-B, C ও D অফিসারদের বেতন গ্রুপ-A এর থেকে তুলনামূলক কম। এছাড়াও অনেক সুবিধা দেওয়া হয় WBCS অফিসারদের। ৬ষ্ঠ তম Pay Commission-এর পরে WBCS অফিসারদের বেতন অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

WBCS Group-A Salary

১) WBCS এক্সিকিউটিভ অফিসার

PAY LEVEL : ১৬ 

বেতন – (৫৬,১০০ – ১,৪৪,৩০০), + এছাড়া D.A(১৬৮৩ টাকা) , H.R.A(৬৭৩২ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৬৫,০১৫

২) পশ্চিমবঙ্গ কমার্শিয়াল টেক্স সার্ভিস

PAY LEVEL : ১৬ 

বেতন – (৫৬,১০০ – ১,৪৪,৩০০), + এছাড়া D.A(১৬৮৩ টাকা) , H.R.A(৬৭৩২ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৬৫,০১৫

৩) পশ্চিমবঙ্গ এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স সার্ভিস

PAY LEVEL : ১৬ 

বেতন – (৫৬,১০০ – ১,৪৪,৩০০), + এছাড়া D.A(১৬৮৩ টাকা) , H.R.A(৬৭৩২ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৬৫,০১৫

৪) পশ্চিমবঙ্গ এক্সাইজ সার্ভিস

PAY LEVEL : ১৬ 

বেতন – (৫৬,১০০ – ১,৪৪,৩০০), + এছাড়া D.A(১৬৮৩ টাকা) , H.R.A(৬৭৩২ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৬৫,০১৫

৫) পশ্চিমবঙ্গ CO-OPERATIVE সার্ভিস

PAY LEVEL : ১৬ 

বেতন – (৫৬,১০০ – ১,৪৪,৩০০), + এছাড়া D.A(১৬৮৩ টাকা) , H.R.A(৬৭৩২ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৬৫,০১৫

৬) পশ্চিমবঙ্গ লেবার সার্ভিস

PAY LEVEL : ১৬ 

বেতন – (৫৬,১০০ – ১,৪৪,৩০০), + এছাড়া D.A(১৬৮৩ টাকা) , H.R.A(৬৭৩২ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৬৫,০১৫

৭) পশ্চিমবঙ্গ ফুড & সাপ্লাই সার্ভিস

PAY LEVEL : ১৬ 

বেতন – (৫৬,১০০ – ১,৪৪,৩০০), + এছাড়া D.A(১৬৮৩ টাকা) , H.R.A(৬৭৩২ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৬৫,০১৫

৮) পশ্চিমবঙ্গ এম্প্লয়মেন্ট সার্ভিস

PAY LEVEL : ১৬ 

বেতন – (৫৬,১০০ – ১,৪৪,৩০০), + এছাড়া D.A(১৬৮৩ টাকা) , H.R.A(৬৭৩২ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৬৫,০১৫

৯) পশ্চিমবঙ্গ রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প রেভেনিউ সার্ভিস

PAY LEVEL : ১৬ 

বেতন – (৫৬,১০০ – ১,৪৪,৩০০), + এছাড়া D.A(১৬৮৩ টাকা) , H.R.A(৬৭৩২ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৬৫,০১৫

WBCS Group B Salary

পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস

PAY LEVEL : ১৬ 

বেতন – (৫৬,১০০ – ১,৪৪,৩০০), + এছাড়া D.A(১৬৮৩ টাকা) , H.R.A(৬৭৩২ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৬৫,০১৫

WBCS Group C Salary

১) ডেপুটি সুপারিনটেনডেন্ট

PAY LEVEL : ১৫ 

বেতন – (৪২,৬০০ – ১,০৯,৮০০), + এছাড়া D.A(১২৭৮ টাকা) , H.R.A(৫১১২ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৪৯,৪৯০

২) জয়েন্ট ব্লক ডেভলপমেন্ট অফিসার

PAY LEVEL : ১৪ 

বেতন – (৩৯,৯০০ – ১,০২,৮০০), + এছাড়া D.A(১১৯৭ টাকা) , H.R.A(৪৭৮৮ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৪৬,৩৮৫

৩) ডেপুটি এসিস্ট্যান্ট ম্যানেজার অফ কনজিউমার অ্যাফেয়ার্স

PAY LEVEL : ১৪ 

বেতন – (৩৯,৯০০ – ১,০২,৮০০), + এছাড়া D.A(১১৯৭ টাকা) , H.R.A(৪৭৮৮ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৪৬,৩৮৫

৪) পশ্চিমবঙ্গ জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস

PAY LEVEL : ১৪ 

বেতন – (৩৯,৯০০ – ১,০২,৮০০), + এছাড়া D.A(১১৯৭ টাকা) , H.R.A(৪৭৮৮ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৪৬,৩৮৫

৫) অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার

PAY LEVEL : ১২ 

বেতন – (৩৫,৮০০ – ৯২,১০০), + এছাড়া D.A(১০৭৪ টাকা) , H.R.A(৪২৯৬ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৪১,৬৭৪

৬) পশ্চিমবঙ্গ SUBORDINATE ল্যান্ড রেভিনিউ সার্ভিস

PAY LEVEL :১৪ 

বেতন – (৩৯,৯০০ – ১,০২,৮০০), + এছাড়া D.A(১১৯৭ টাকা) , H.R.A(৪৭৮৮ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৪৬,৩৮৫

৭) অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার

PAY LEVEL : ১৪ 

বেতন – (৩৯,৯০০ – ১,০২,৮০০), + এছাড়া D.A(১১৯৭ টাকা) , H.R.A(৪৭৮৮ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৪৬,৩৮৫

৮) চিফ কন্ট্রোলার অফ কারেকশন সার্ভিস

PAY LEVEL : ১২ 

বেতন – (৩৫,৮০০ – ৯২,১০০), + এছাড়া D.A(১০৭৪ টাকা) , H.R.A(৪২৯৬ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৪১,৬৭৪

WBCS Group D Salary

১) ইন্সপেক্টর অফ কো-অপারেটিভ সার্ভিস

PAY LEVEL : ১০ 

বেতন – (৩২,১০০ – ৮২,৯০০), + এছাড়া D.A(৯৬৩ টাকা) , H.R.A(৩৮৫২ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৩৭,৪১৫

২) পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার

PAY LEVEL : ১০ 

বেতন – (৩২,১০০ – ৮২,৯০০), + এছাড়া D.A(৯৬৩ টাকা) , H.R.A(৩৮৫২ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৩৭,৪১৫

৩) রিহ্যাবিলিটেশন অফিসার

PAY LEVEL : ১০ 

বেতন – (৩২,১০০ – ৮২,৯০০), + এছাড়া D.A(৯৬৩ টাকা) , H.R.A(৩৮৫২ টাকা), M.A(৫০০ টাকা) পেয়ে থাকে।

মোট বেতন – ৩৭,৪১৫

D.A (Dearness Allowance) কি?

প্রতিবছর জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ার কারণে সরকারের থেকে সরকারি কর্মচারীরা Dearness Allowance পেয়ে থাকে। পশ্চিমবঙ্গ সরকার কর্মচারীদের বেতনের উপর ৩% Dearness Allowance দিয়ে থাকে।

H.R.A(House Rent Allowance) কি?

সরকারি কর্মচারীদের ঘরভাড়া বাবদ পশ্চিমবঙ্গ সরকার বেতনের উপর  ১২% টাকা দেয়।

M.A(Medical Allowance) কি?

সরকারি কর্মচারীদের প্রতিমাসে ৫০০ টাকা দেওয়া হয় মেডিকেল এলাউন্স হিসাবে।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ