আপনার ভোট কোন কেন্দ্রে, জেনে নিন অনলাইনে

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন আসনের ভোটার তা জানেন, কিন্তু কোন কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে তা জানেন না। কীভাবে জানতে হবে তা নিয়েও আছেন তথ্য ঘাটতিতে। এরকম ভোটারদের জন্য অনলাইনে সমাধানের ব্যবস্থা রেখেছে নির্বাচন কমিশন।

আজ (২৯ ডিসেম্বর) দুপুর ২টার পর থেকে অনলাইনে ভোট কেন্দ্রের খবর জানা যাবে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগের পরিচালক আসাদুজ্জামান আরজু।

এবারের নির্বাচনে আপনার ভোটকেন্দ্র কোনটি, তা অনলাইনেই খুঁজে নিতে পারবেন। সেজন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:

১) প্রথমেই (https://services.nidw.gov.bd/voter_center) এই ঠিকানার প্রবেশ করতে হবে

২) ভোটার তথ্য খুঁজে বের করার উইন্ডোতে, জাতীয় পরিচয় পত্রের নম্বর অথবা ভোটার ফর্মের নম্বর, জন্ম তারিখ এবং ক্যাপচার বক্সে দেখানো কোড বসিয়ে সাবমিট করতে হবে। তবে যাদের জাতীয় পরিচয় পত্রের নম্বর ১৩ ডিজিটের তাদের জাতীয় পরিচয় পত্র নম্বরের আগে জন্মসন যুক্ত করতে হবে। 

৩) ‘ভোটার তথ্য দেখুন’ বাটনে ক্লিক করার পরই ওই স্ক্রিনে আপনার ভোটার এলাকা, ভোটার নম্বর, ক্রমিক নম্বর, ভোটকেন্দ্র ও জাতীয় পরিচয়পত্র নম্বর ভেসে উঠবে।

তবে দ্য ডেইলি স্টারের পাঠকরা জানান যে, নির্বাচন কমিশনের নির্দেশনা মতো ওয়েবসাইটটিতে ঢুকে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। স্টারের পক্ষ থেকেও চেষ্ঠা করা হয় কিন্তু, কোনো তথ্য পাওয়া যায়নি।

একাউন্ট করে ৮০ টাকা বোনাস নিন, বিকাশে উইথড্র

FBS দিচ্ছে $123 বোনাস। নিয়ে নিন এখনই

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ