Freelancer’- বর্তমান সময়ের বহুল আলোচিত বিষয়। এখন অনেকের মনেই ফ্রিল্যান্সিং নিয়ে জাগে নানান ধরনের প্রশ্ন। বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি আমার কিছু ফ্রিল্যান্সিং ভাবনা (বিশেষ করে নতুনদের জন্য) তুলে ধরলাম , আশা করি আগ্রহীদের উপকারে আসবে।
১: ফ্রিল্যান্সিং কি ?
নিজের যোগ্যতা কাজে লাগিয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করাই হচ্ছে ফ্রিল্যান্সিং।
বর্তমানে এটি একটি খুবই জনপ্রিয় কর্মক্ষেত্র।
খুব সহজে কোন ইনভেস্টমেন্ট ছাড়াই ফ্রিল্যান্সিং শুরু করা যায় ।
বর্তমানে এটি একটি সারা জাগানো পেশা।
বিশেষ করে তরুণদের কাছে এর জনপ্রিয়তা খুবই বেশী এবং দিন দিন ফ্রিল্যান্সিং এর জনপ্রিয়তা বেড়েই চলছে।
২: ফ্রিল্যান্সিং কেন জনপ্রিয় ?
ফ্রিল্যান্সিং এর জনপ্রিয়তার প্রধান কারন হচ্ছে ঘরে বসেই আয় করা যায় । এর জন্য কোন অফিস অথবা নির্ধারিত জায়গার প্রয়োজন হয়না। পৃথিবীর যে কোন জায়গা থেকেই কাজ করা যায়ইন্টারনেট আর কমপিউটার সংযোগ থাকলেই।
ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনেক বেশি আয় করা যায়।
৩: ফ্রিল্যান্সিং এর মার্কেটপ্লেস কি কি ?
√ওডেস্ক,
√ইল্যান্স,
√Freelancer,
√ফাইভার ডটকম
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোর মধ্যে জনপ্রিয়।বর্তমানে ওডেস্ক এবং ইল্যান্স একত্র হয়ে আপওয়ার্ক হওয়াতে এটি সবচেয়ে বেশি জনপ্রিয়।
একটু ব্যতিক্রম মার্কেটপ্লেস
গুলোর মধ্যে রয়েছে নাইনটি নাইন ডিজাইন,পিউপল পার আওয়ার, ডিজাইন ক্রিয়েটিভ ।
এই সকল মার্কেটপ্লেসগুলোতে বিনামুল্ল্যে রেজিস্ট্রেশান করে কাজ করা যায়।
৪: ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি ?
ফ্রিল্যান্সিং এর জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় নতুন মার্কেটপ্লেসগুলোর সংখাও দিন দিন বেড়ে চলছে। যার ফলে কাজের কোন অভাব নেই। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনেক বেশি আয় করা যায়। বর্তমানে দেশের রেমিটেনসের অনেকটাই আসেফ্রিল্যান্সিং থেকে।
আমাদের দেশে আছে অনেক মেধাবী ও প্রতিভাবান মানুষ। সেই মেধা সঠিক ভাবে কাজে লাগাতে পারলে আমরা এই সেক্টরে গার্মেন্টস কেও ছাড়িয়ে যেতে পাড়বো । ভবিষ্যতে দেশের সর্বাধিক রেমিটেনস আসবে এই ফ্রিল্যান্সিং থেকেই। খুব শীঘ্রই এটি একটি সম্মানজনক পেশা হিসেবে পরিচিতি লাভ করবে। মানুষ নিজেকে Freelancer হিসেবে পরিচয় দিতে পছন্দ করবে। বাবা-মা তাদের সন্তানদেরকে ফ্রিল্যান্সিং করতে উৎসাহিত করবে। একজন সফল Freelancer হিসেবে নিজেকে তৈরি করতে সবাইউঠেপড়ে লাগবে।
৫: ফ্রিল্যান্সিং করতে হলে কি কাজ জানতে হবে ?
আপনি কি কাজ করবেন সেটা নির্ভর করে আপনার যোগ্যতা ও পছন্দের ওপর।
অনেক রকমের কাজ আছে,
যেমন-
°ওয়েব ডিজাইন,
°ওয়েব ডেভেলপমেন্ট,
°গ্রাফিক্স ডিজাইন,
°রাইটিং,
°সার্চ ইঞ্জিন অপটিমাইযেসন,
°ডাটা এন্ট্রি সহ আরও অনেক।
একটু লক্ষ্য করলে দেখা যায়, কম্পিউটার সাইন্স/ আইটি লাইনের স্টুডেন্টরা ডাটা এন্ট্রি কাজ করে অর্থ উপার্জন করছে। আমার মতে তারা শুধু মূল্যবান সময় নষ্টই করছে না, সেই সাথে ধ্বংস করছে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ।
সময় একটু বেশি লাগলেও
তাদের উচিত ওয়েব/এপ্লিকেসন ডেভেলপমেনট অথবা সমতুল্য বিষয়ে কাজ করা।
এমন একটি লাইনে কাজ করেন যেটি আপনার ভবিষ্যৎএ কাজে আসবে।
যে কাজটি করবেন সে বিষয়ে যথেষ্ট পরিমান স্কিল তৈরি করতে হবে।
৬: ফ্রিল্যান্সিং করতে হলে ভালো কাজ জানা ছাড়া আর কি লাগবে ?
যে কাজটি করবেন সে বিষয়ে যথেষ্ট পরিমান স্কিলথাকাই যথেষ্ট না।
সততা, চেষ্টা, ধৈর্য, আত্মবিশ্বাস, নতুন কিছু শেখার ইচ্ছা বা আগ্রহ থাকলেই ফ্রিল্যান্সিংএ সফল হওয়া যায়। আপনাকে এখানে অনেক টপ রেটেড Freelancer সাথে প্রতিযোগিতা করে কাজ করতে হবে।
আপনার ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে।
আপনার যোগ্যতা ও দক্ষতাকে তুলে ধরতে হবে।ফ্রিল্যান্সিং এখনশুধু কাজ নয়, এটি একটি চ্যালেঞ্জ ।
৮: কি কারনে ফ্রিল্যান্সিং হুমকির মুখে?
আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী /প্রতিসটান ফ্রিল্যান্স জনপ্রিয়তা কাজে লাগিয়ে নিজেদের ব্যবসা সফল করতে আগ্রহী Freelancer ক্যারিয়ার ধ্বংস করে দিচ্ছে।
অনেকেই আবার মনে করে –
ফ্রিল্যান্সিং মানেই ক্লিক অথবা ডাটা এন্ট্রির কাজ।
কেউ কেউ ২/৩ টা সেমিনার অংশগ্রহন করে অথবা ইউটিউব থেকে ভিডিও টিউটোরিয়াল দেখা শেষ করেই ঝাঁপিয়ে পরে ফ্রিল্যান্সিং এর দিকে।
এর পরিণতি এবং ফলাফল দারায় ভয়াবহ।
যারা মনে করে ফ্রিল্যান্সিং মানেই খুব সহজে হাজার হাজার ডলার, তাদের উদ্দেশে বলছি –
ফ্রিল্যান্সিং আপনার জন্য নয়,দয়া করে এখনি কেটে পড়ুন।
কারন,ফ্রিল্যান্সিং এর কোন সর্টকার্ট রাস্তা নেই।
আপনি হাজার হাজার ডলার ইনকাম করতে চান ,অথচ এর জন্য প্রয়োজনীয় শ্রম দিবেন না, ধৈর্য ধরতে পারবেন না, মেধার সঠিক কাজে লাগাবেন না, তাহলে আপনি এইসেক্টরে প্রতিষ্ঠিতও হতে পারবেন না।
সঠিক নির্দেশনার জন্য সফল Freelancer সহযোগিতা নিন।
৯: আমি ফ্রিল্যান্সিং করতে আগ্রহী, আমি কি পারবো ?
আপনি পারবেন, যদি ফ্রিল্যান্সিং এ সময় দেওয়ার আগে নিজেকে সময় দিন। আপনাকে বুঝতে হবে অনেক আন্তরজাতিক মানের Freelancer সাথে টক্কর দিয়ে আপনাকে কাজ করতে হবে।.
…
আপনি যে বিষয়ে কাজ করতে আগ্রহী সেটা নিয়ে কয়েক মাস লেগে থাকেন।আগে নিজেকে তৈরি করুন, তারপর এই সেক্টরে প্রবেশ করুন।
চেষ্টা চালিয়ে যান, সফলতা আসবেই। আত্মবিশ্বাস, ধৈর্য, স্কিল ছাড়া ফ্রিল্যান্সিং সম্ভব না।
গান শুনে,সেলফি তুলে, ফেসবুক ব্রাউস করে সারাদিন সময়ন নষ্ট নাকরে, সময়টাকে কাজে লাগান।
কঠোর পরিশ্রমের মানসিকতা তৈরি করুন।
তাহলেই সফল ফ্রিল্যান্সার হতে পারবেন।বাংলাদেশের তরুণদের ভবিষ্যৎ এর পেশা ফ্রিল্যান্সিং।
এটাকে সঠিকভাবে কাজে লাগিয়ে বেকারত্ব দূর করার পাশাপাশি দেশকে খুব দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব।
নিজের লক্ষ্য স্থির করুন।
ফ্রিল্যান্সিংকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে,
সে চ্যালেঞ্জ মোকাবিলা করতে নিজের যাত্রা শুরু করুন।
আজকের ফ্রিল্যান্সার, আগামী দিনের এন্টারপ্রেনার …
Comments (No)