Teamviewer কি? Teamviewer আপনি কেন ব্যবহার করবেন?

বন্ধুরা কেমন আছেন? আজ আপনাদেরকে জানবো Teamviewer সম্পর্কেঃ

IWASSA-partners-TeamViewer_ced614d9 copy
Teamviewer কি?

Teamviewer একটি ইন্টারনেটবেস সফটওয়্যার যার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারকে পৃথিবীর যেকোনো স্থান থেকে ব্যবহার করতে পারবেন, ডেস্কটপ শেয়ারিং, অনলাইন মিটিং, অনলাইন কনফারেন্স এবং ফাইল ট্রান্সফার করতে পারবেন।

Teamviewer আপনি কেন ব্যবহার করবেন?

১।আমদের অনেকেরই একাধিক কম্পিউটার আছে অথবা আমারা অনেকেই ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করি। কিন্তু এগুলো সবসময় সাথে নিয়া চলা বিরক্তিকর আর ডেস্কটপ কম্পিউটার তো চাইলেই কেউ সাথে নিয়ে ঘুরতে পারে না । অথচ কাজের জন্য এগুলো আমাদের হঠাত দরকার পরতে পারে। নো টেনসন। টিমভিউয়ার তো আছেই। আপনি চাইলেই অন্য কোন কম্পিউটার অথবা আপনার যদি এন্ড্রয়েড,আইফোন অথবা উইন্ডোজ ফোন থাকে তাহলে Teamviewer এর মাধ্যমে আপনি আপানার প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারেবন। আর হ্যা এন্ড্রয়েড,আইফোন অথবা উইন্ডোজ ফোনে Teamviewer সফটওয়্যার ব্যবাহার করা যায়।

২। অনেক সময় আমাদের বিভিন্ন কাজের জন্য ফাইল শেয়ারিং এর প্রয়োজন পরে কিংবা আপনার কম্পিউটার থেকে যেকোন ফাইল আপানার বন্ধুর কাছে ট্রান্সফার করতে হতে পারে। কিন্তু আপনার কম্পিউটার আপনার কাছে নাই। তো চিন্তার কোন কারন নাই, Teamviewer তো আছেই।

৩। কম্পিউটারের এই যুগে আমরা ইন্টারনেটের মাধ্যম আমারা ঘরে বসেই অনেক কিছু শিখছি।অনেকসময় অফিসে অথবা আপনার কর্মপ্রতিষ্ঠানে গ্রুপ প্রজেক্ট করতে হয়। কিন্তু আপনি আপনার সহকর্মীদের সাথে নেই। এসব সমস্যায় আপনাকে সাহায্য করবে Teamviewer। আপনি যে কাজগুলো পারেন না আপনার সহকর্মীদের কাছ থেকে ডেস্কটপ শেয়ারিং এর মাধ্যমে সেই কাজগুলো করে নিতে পারেন। এক সাথে মুভিও উপভোগ করতে পারবেন.

তো এতখন Teamviewer এর গুনকীর্তন গাইলাম। এবার কিভাবে কানেক্ট করবেন সেটা জানাই।

কানেক্ট করবেন কিভাবে?

Teamviewer যেখান থেকে খুশি ডাউনলোড করুন। MB নিয়ে টেনশন করতে হবে না। ছোট একটি সফটওয়্যার। এবার অন্যান সফটওয়্যারের মতোই আপনার কম্পিউটার অথবা ফোণে ইন্সটল করুন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করুন। আর ইচ্ছামত Teamviewer এর মজা নেন। ফাইল ট্রান্সফার, মিটিং, ডেস্কটপ শেয়ারিং যেটা খুশি করুন।

আজ এই পর্যন্তই। ধন্যবাদ।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ