Skrill একাউন্ট আমাদের দেশে খুবই জনপ্রিয়। আজ আমি আলোচনা করব কিভাবে আপনারা Skrill একাউন্ট তৈরি করবেন এবং তা ১০০% ভেরিফিকেশন করবেন। তার আগে আলোচনা করা যাক Skrill কি?
Skrill কি?
আমরা যারা অনলাইনে আউটসোর্সিং করে থাকি তাদের কাছে Skrill শব্দটি খুবই পরিচিত। Skrill হলো একটি অনলাইন পেমেন্ট সিস্টেম। এর পূর্ব নাম ছিল “Moneybookers”। পরে 2012 সালে এর নাম পরিবর্তন হয়ে বর্তমানে Skrill এ রূপ নিয়েছে।
Skrill কে ধরা হয় পেপালের প্রধান বিকল্প হিসেবে। আপনারা জানেন অনলাইন পেমেন্ট সিস্টেমে পেপাল সর্বাধিক জনপ্রিয়। কিন্তু পৃথিবীর সকল দেশে পেপাল সাপোর্ট করেনা, আর তাই সেসব দেশের জন্য Skrill হলো একটি আদর্শ পেমেন্ট মাধ্যম।
তবে পেপাল থেকে Skrill কোন অংশে কম নয়। এটি পেপালের মতোই নিরাপদ দ্রুত এবং সাশ্রয়ী লেনদেন পদ্ধতি।
আপনি যেকোন Skrill ব্যবহারকারীকে যে কোন মুহূর্তে যে কোন পরিমাণ অর্থ ট্রান্সফার করতে পারেন মুহূর্তের মধ্যেই, আর এর জন্য কোন প্রকার ব্যাংক অ্যাকাউন্ট এর প্রয়োজন নেই শুধুমাত্র একটি ইমেইল এড্রেস এর মাধ্যমেই এটি করা সম্ভব। একাউন্ট করে নিন 100 টাকা প্রতি রেফারে 10 টাকা
বিশ্বের অনেক বড় বড় কোম্পানি Skrill এর মাধ্যমে পেমেন্ট কার্যক্রম পরিচালনা করে থাকে। তার মধ্যে Freelance, Envato Marketplace (ThemeForest), 99Designs, উল্লেখযোগ্য।
আমাদের দেশেও পেপাল সাপোর্টেড নয়, তাই সে ক্ষেত্রে Skrill একটি প্রধান বিকল্প। কিভাবে Skrill একাউন্ট তৈরি করবেন এবং তা ভেরিফিকেশন করবেন সে সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
যেভাবে Skrill একাউন্ট তৈরি করবেন।
Skrill একাউন্ট তৈরী করার জন্য এখানে ক্লিক করুন। এরপর নিচের পেজটি প্রদর্শিত হবে।
আপনার যদি নিজের NID থাকে, তাহলে উক্ত NID মোতাবেক ইনফরমেশন গুলো যথাযথভাবে লিপিবদ্ধ করুন। তবে আপনার যদি নিজের কোন এনআইডি না থাকে তাহলে আপনি আপনার পরিবারের যে কারো এনআইডি দিয়ে একাউন্ট তৈরি করতে পারেন। যেহেতু এটি অর্থ লেনদেনের সাথে সম্পৃক্ত তাই অনুগ্রহ করে সঠিক তথ্য গুলো প্রদান করুন।
- First Name and Last Name: এখানে আপনার First Name এবং Last Name প্রদান করুন।
- Country: Country অটোমেটিকভাবে বাংলাদেশ সিলেক্ট হবে। তবে যদি না হয় তাহলে বাংলাদেশ সিলেক্ট করুন।
- Currency: যেহেতু আমরা বেশিরভাগ USD (US Dollars) তে পেমেন্ট আদান-প্রদান করে থাকি তাই Currency তে USD সিলেক্ট করুন।
- Email: এখানে আপনার ইমেইল এড্রেসটি প্রদান করুন।
- Paasword: এখন এখানে আপনার পাসওয়ার্ড প্রদান করুন। অনুগ্রহ করে একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের চেষ্টা করবেন।
উপরোক্ত ফর্মে তথ্য গুলো সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে Register বাটনে ক্লিক করুন।
Resistor বাটনে ক্লিক করার পর Your Details পেজ প্রদর্শিত হবে। এখানে আপনার Address, Date of Birth এবং Mobile Number প্রদান করতে হবে।
উপরের ছবিটি লক্ষ্য করুন। আপনার নিজের বা পরিবারের যার নামে অ্যাকাউন্ট তৈরি করেছেন NID অনুযায়ী উপরের ফর্মটি পূরণ করুন।
- Address: NID মোতাবেক যথাযথ ঠিকানা এখানে টাইপ করুন।
- Address (Optional): প্রথম Address সেকশনে ঠিকানা না ধরলে Optional সেকশন ব্যবহার করতে পারেন অথবা অন্যথায় বাদ দিতে পারেন। এটা জরুরী নয়।
- City: NID এর ঠিকানা অনুযায়ী এখানে সিটি নেম টাইপ করুন।
- Postal Code: এখানে পোস্টাল কোড বা জিপ কোড টাইপ করুন।
- Date of Birth: NID অনুযায়ী এখানে জন্ম তারিখ টাইপ করুন।
- Code: Phone Number: এখানে আপনার নিজের ফোন নাম্বার টাইপ করুন। স্ক্রিল আপনাকে এই নাম্বারে ভেরিফিকেশন কোড পাঠাবে তাই অনুগ্রহ করে আপনার অ্যাক্টিভ ফোন নম্বরটি টাইপ করুন।
উপরোক্ত ফরমটি যথাযথভাবে পূরণ করা হয়ে গেলে Next বাটনে ক্লিক করুন।
Phone Number Verification
এখন এখানে আপনার ফোন নাম্বারটি ভেরিফিকেশন করতে হবে। যথাযথভাবে Continue বাটনে ক্লিক করুন। Continue বাটনে ক্লিক করার পর Skrill আপনার ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে। অনুগ্রহ করে উক্ত ভেরিফিকেশন কোড টি এখানে ইনপুট করুন এবং Save বাটনে ক্লিক করুন।
এখন এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনার অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য ট্রানজেকশন পিন সেট আপ করতে হবে। Transection PIN হল ছয় সংখ্যার একটি পিন নাম্বার যা সিকিউরিটির জন্য অর্থ লেনদেনের সময় প্রয়োজন পড়বে।
সিকিউরিটি এর জন্য ট্রানজেকশন পিন খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং পাসওয়ার্ডের মতো এই পিনটি কখনো কারো সাথে শেয়ার করবেন না। আপনার নিজের মতন করে ছয় সংখ্যার একটি পিন বাছাই করুন অতঃপর Save বাটনে ক্লিক করুন।
সুসংবাদ, আপনার স্ক্রিল একাউন্ট যথাযথভাবে তৈরি হয়েছে। এখন আপনি চাইলেই কোন প্রকার ভেরিফিকেশন ছাড়াই আর্থিক লেনদেন করতে পারবেন। তবে একাউন্ট ভেরিফিকেশন না করলে আর্থিক লেনদেনের লিমিট রয়েছে।
উল্লেখ্য
ভেরিফিকেশন ছাড়াই আপনি আনুমানিক প্রতি মাসে 150 ডলারের মতো লেনদেন করতে পারবেন। তবে আমি আপনাকে অনুরোধ করবো অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করে নিন।
কিন্তু ভেরিফিকেশন করতে কমপক্ষে আপনার একাউন্টে $.01 পরিমাণ ডলার থাকতে হবে। তাই চিন্তার কোন কারণ নেই আপনি আপনার প্রথম পেমেন্ট পাবার মাধ্যমেও একাউন্ট ভেরিফিকেশন করতে পারবেন।
Skrill একাউন্ট Verification করবেন যেভাবে
প্রথমেই বলে রাখি Skrill একাউন্ট ভেরিফিকেশন এর জন্য অনুগ্রহ করে মোবাইল ফোন ব্যবহার করুন। তবে আপনার কম্পিউটারে যদি ওয়েব ক্যাম থাকে তাহলে কম্পিউটার দিও করতে পারেন। কারণ এখানে লাইভ ক্যামেরা তে স্ক্রিনশট দিতে হয়।
এখন ভেরিফিকেশনের জন্য প্রথম পেমেন্ট পাবার পর বা $.01 ডিপোজিট করার পর। বামপাশের সাইডবার থেকে Settings এ ক্লিক করুন, অতঃপর Account Verification অপশন থেকে VERIFY NOW তে ক্লিক করুন।
একই কম্পিউটার থেকে দুটি অ্যাকাউন্ট তৈরি করা ঠিক নয় তাই যেহেতু আমার অলরেডি একটি ভেরিফাইড একাউন্ট রয়েছে তাই এখানে ছবি দেখাতে না পারার জন্য দুঃখিত। তবে ভেরিফিকেশন এর যেকোনো ধরনের সমস্যায় পড়লে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সমাধানের চেষ্টা করব।
আপনি ফেসবুক অ্যাকাউন্ট এর মাধ্যমেও আপনার আইডি ভেরিফিকেশন করতে পারেন। তবে যেহেতু আমরা ফেসবুকে সচরাচর সঠিক ইনফরমেশন প্রধান করিনা আর এটি আর্থিক লেনদেন এর সাথে সম্পৃক্ত তাই স্বাভাবিকভাবেই আইডি ভেরিফিকেশন কমপ্লিট করুন।
প্রথম পর্যায়ে Choose Issuing Country/Region এ বাংলাদেশ সিলেক্ট করুন। অতঃপর আপনি যে ডকুমেন্ট আপলোড করতে চান (পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, এবং ড্রাইভিং লাইসেন্স) সেটা সিলেক্ট করুন। (অনুগ্রহ করে Skrill মোবাইল অ্যাপের মাধ্যমে ভেরিফিকেশন করুন এতে আপনার ভেরিফিকেশন প্রসেস সহজ হবে)
এরপর আইডি কার্ডটি হাতে ধরে প্রথম পেজ বা ফ্রন্ট পর্ট এর এর ছবি দিতে Start এ ক্লিক করুন। এরপর ঠিক একইভাবে ব্যাকপার্ট বা পিছনের সাইট এর ছবি দিতে Start এ ক্লিক করুন।
এখন এই পর্যায়ে আপনার নিজের ছবি বাজার নামে অ্যাকাউন্ট তৈরি করেছেন তার ছবি আপলোড করতে হবে। এই প্রসেসটি লাইভ ক্যামেরার মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে। অনুগ্রহ করে Continue বাটনে ক্লিক করুন এবং আপনার ছবিটি আপলোড করুন।
আইডি ভেরিফিকেশন এর প্রথম ধাপ যথাযথভাবে সম্পন্ন হয়েছে। অনুগ্রহ করে আবার Continue বাটনে ক্লিক করুন।
দ্বিতীয় ধাপে আপনাকে বিদ্যুৎ বিল, ব্যাংক স্টেটমেন্ট, বা স্কুল এনরোলমেন্ট এর ছবি তুলে লোকেশন ভেরিফিকেশন করতে হবে। আপনি চাইলে Geo-location ভেরিফিকেশন এর মাধ্যমে ও এটা করতে পারেন। কিন্তু আমাদের দেশে Geo-location কাজ করে না।
তাই আপনার নিকট যদি ব্যাংক স্টেটমেন্ট বা বিদ্যুৎ বিল বা স্কুল এনরলমেন্ট এর অরিজিনাল কপি থাকে তাহলে খুব সহজেই লোকেশন ভেরিফিকেশন করতে পারবেন। এর জন্য Upload Address Document এ ক্লিক করুন এবং আপনার ডকুমেন্টের ছবি তুলে প্রদান করুন।
তবে আপনার নিকট যদি এর কোনোটিই না থাকে তবে চিন্তার কোন কারণ নেই। আপনি গুগল থেকে একটি স্কুল বা কলেজ প্রত্যায়নপত্র এর ছবি ডাউনলোড করে নিয়ে সেটা এডিট করে যে নামে অ্যাকাউন্ট তৈরি করেছেন সেই নাম এবং যেকোনো একটি রোল নাম্বার দিয়ে, অতঃপর সেটি নিজেই সিগনেচার করে তার ছবি তুলে Address Verification করতে পারেন।
উল্লেখ্য, Skrill অ্যাকাউন্ট ভেরিফিকেশন বিষয়ে – আমার খুবই মজার একটি অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে আমার নিজের একাউন্ট ভেরিফিকেশন এর জন্য পরপর তিনবার অরজিনাল বিদ্যুৎ বিল দেয়া সত্বেও আমার একাউন্ট এর Location Verification হচ্ছিল না।
অতঃপর আমি গুগোল থেকে একটি স্যাম্পল প্রত্যয়ন পত্র এর ইমেজ ডাউনলোড করে অতঃপর সেটি এডিট করে নিজের নাম এবং একটি রোল নাম্বার দিয়ে নিজেই সেটা সত্যায়িত করে নিয়ে আপলোড করেছিলাম এবং সাথে সাথেই আমার লোকেশন ভেরিফিকেশন হয়ে গিয়েছিল।
তবে মনে রাখবেন ভেরিফিকেশনের জন্য কোন ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করবেন না এতে ভেরিফিকেশন হবার সম্ভাবনা কম। সব সময় মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুলে তারপর ডকুমেন্টগুলো আপলোড করার চেষ্টা করবেন।
বিশেষ দ্রষ্টব্য: এখন ভেরিফিকেশনের জন্য সর্বোচ্চ 48 ঘণ্টা সময় লাগতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এর আগেই হয়ে যায়। আপনি যদি পাসপোর্ট সাবমিট করেন তাহলে ভেরিফিকেশন প্রসেস আরো দ্রুত হয়ে থাকে। কিন্তু যেহেতু আমাদের সবার নিকট পাসপোর্ট Available নয় তাই একটু সময় নিয়ে ন্যাশনাল আইডি কার্ড দিয়েই একাউন্ট ভেরিফিকেশন করা যাবে।
Skrill Account verification এর Step by step Tutorial এর জন্য তাদের Official site পেজ ভিজিট করতে পারেন। “Skrill Verification Official Site.”
উপরোক্ত নির্দেশনা মতো স্টেপ বাই স্টেপ ফলো করলে ইনশাল্লাহ খুব সহজেই আপনার অ্যাকাউন্ট ১০০% ভেরিফিকেশন হয়ে যাবে। এবং আপনার একাউন্টে কোন প্রকার ট্রানজেকশন লিমিট থাকবে না অর্থাৎ আনলিমিটেড ট্রানজেকশন করতে পারবেন।
বাংলাদেশের প্রায় অধিকাংশ ব্যাংক গুলো থেকেই স্ক্রিলের মাধ্যমে টাকা উত্তোলন করা যায়। এবং বর্তমানে প্রায় সব ব্যাংকই অনলাইন ব্যাংকিং এর আওতাভুক্ত। এছাড়া আপনি চাইলে অর্থ উত্তোলনের জন্য আপনার ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন।
আরো অন্যান্য পেমেন্ট মেথড সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
যেকোনো ধরনের সমস্যার জন্য নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত প্রদান করুন । অথবা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা করব।
Comments (No)