- ব্রোকারঃ RoboForex (রোবোফরেক্স)
- দেশঃ নিউজিল্যান্ড
- পেমেন্ট মেথডঃ Neteller , মানিবুকার্স, লিক-পে, ক্রেডিট/ডেবিট কার্ড, পারফেক্ট মানি, ক্যাশ ইউ
- সর্বনিম্ন ডিপোজিটঃ $10 (১০ ডলার)
- সর্বনিম্ন ট্রেড সাইজঃ স্ট্যান্ডার্ড একাউন্টে ০.০১ লট এবং সেন্ট একাউন্টে এ ০.১০ লট
- লিভারেজঃ ১:১৫ থেকে ১:৫০০
- স্প্রেডঃ from 0.0 for Pro-accounts (average is 0.8) and 2 pips for Fix-accounts on EUR/USD
- রেগুলেশনঃ Registered member of FSCL (NewZealand)
সুবিধাঃ
- মেটাট্রেডার ৪ & ৫ ট্রেডিং প্লাটফর্ম
- লো মিনিমাম অ্যাকাউন্ট সাইজ
- ইনস্টান্ট ডিপোজিট এবং মার্কেট খোলা থাকলে ইনস্ট্যান্ট উইথড্র
- ফ্রি VPS
- Android Trader
Open a RoboForex Live Account
Roboforex দিচ্ছে 15$ No Deposit Bonus
রোবোফরেক্স দিচ্ছে সকল নতুন-পুরাতন আনভেরিফাই মেম্বারদের জন্য ১৫ ডলার নো ডিপোজিট বোনাস। তো পুরাতন যারা এখনো একাউন্ট ভেরিফাই করেননি তারা জলদি আপনার একাউন্ট ভেরিফাই করে ফেলুন ও নতুন যারা এ্ই বোনাস উপভোগ করতে চাচ্ছেন তারা নিচের পদ্ধতি গুলো অনুসরন করে একটি নতুন একাউন্ট খুলুন ও ১৫ ডলার নো-ডিপোজিট বোনাস উপভোগ করুন।
মনে রাখবেন… Roboforex এ দুইটি Bonus offer চলছে…
১. 15$ no deposit bonus: এটা শুধু নতুন একাউন্টের জন্য। এটা সব সময়ের জন্য.. এটার সময় শেষ হবেনা..
২. 15$ Verification bonus: এটা নতুন পুরাতন সবাই নিতে পারবেন.. তবে আগে কোন No deposit bonus নিয়ে থাকলে এখন আর নিতে পারবেন না.. এটার last date February 28, 2014.
যাদের RoboForex এ live account নাই তারা নিচের পদ্ধতি অনুসরন করুন…
- নতুন একাউন্ট খুলার জন্য এই লিঙ্কে ক্লিক করে রোবোফরেক্স এর একটি রিয়েল একাউন্ট খুলে ফেলুন..
- account খোলার সময় Trading platform দিবেন Metatrader 4
- Account type দিবেন MT4 Fix cent অথবা MT4 Pro-cent
- Bonus code এবং Affiliate code এই দুই ঘরে কিছু লিখতে হবেনা…
- রেজিষ্ট্রেশন সফল ভাবে সম্পন্ন হলে ইমেইলের মাধ্যমে একাউন্ট নাম্বার পাসওয়ার্ড,ইনভেস্টর পাসওয়ার্ড ইত্যাদী গুরুত্বপূর্ন তথ্য পাবেন যেগুলো য্ত্ন সহকারে সংরক্ষন করতে হবে।
- এবার এই লিঙ্কে ক্লিক করে আপনার ইমেইল ও পাসওয়ার্ড ব্যাবহার করে আপনার একাউন্টে প্রবেশ করুন।
- মেনু হতে Profile >> Verification পেজে প্রবেশ করুন।
- আপনার পাসপোর্ট/ভোটার আইডি কার্ড ও বিদ্যুৎ/ফোন বিলের স্ক্যান করা কপি নির্ধারিত স্থানে প্রবশ করিয়ে একাউন্ট ভেরিফাই করে ফেলুন।
- একাউন্টটি ভেরিফাই হতে ৪৮ ঘন্টা সময় লাগবে।
- সফল ভাবে ভেরিফাই হয়ে গেলে নিচের মত একটি মেইল পাবেন যেখানে আপনার বোনাস কোড টি জানিয়ে দেয়া হবে।
- মেইলটি পেলে প্রথমে বোনাস কোডটি কপি করুন (কোডের শেষে এটি ডট “.” আছে সেটা যেন কপি নাহয় সেদিকে লক্ষ রাখুন)।
- একাউন্টে লগইন অবস্থায় এই লিঙ্কে ক্লিক করুন।
- Bonus coupon code: এর ঘরে বোনাস কোড টি পেষ্ট করুন।
- আপনার যদি একাধিক একাউন্ট থেকে থকে সেক্ষে্ত্রে যেই একাউন্টে বোনাস রিসিভ করতে চাচ্ছেন সেটি নির্বচন করে Enroll বাটনে ক্লিক করুন।
- কোড সঠিক হলে প্রসেসিং লেখা দেখতে পাবেন
- এর কিছুক্ষন পরেই ১৫ ডলার বোনস আপনার কাঙ্খিত একাউন্টে উপভোগ করতে পরবেন।
- কোন সমস্যা কমেন্টর কমন্টে প্রশ্ন করতে পারেন… বা আমাদের Skype: BDForexSchool বা Facebook.com/BDForexSchool এ প্রশ্ন করতে পারনে…
শর্ত:
- ১৫ ডলারের উপরে যা প্রফিট করবেন তা যেকোন সময় withdraw করতে পারবেন।
- বোনাস উত্তলনের জন্য ৫ স্টা্ন্ডার্ড লটের ট্রেড করতে হবে। নিম্নরুপ….
- 500 microlots (5 standard lots) for Fix-Cent accounts;
- 5 standard lots for Fix-Standard accounts;
- 750 microlots (7.5 standard lots) for Pro-Cent accounts;
- 7.5 standard lots for Pro-Standard accounts.
- শুধুমাত্র নিম্নোক্ত পেয়ার গুলো থেকে লট কাউন্ট করা হবে…
EURUSD GBPUSD USDCHF USDJPY | USDCAD AUDUSD NZDUSD EURJPY | EURGBP EURCHF GBPJPY GBPCHF |
অসুবিধা:
যতক্ষন আসল থাকে ততক্ষন বোনাস থাকে, আসল শেষ হলে বোনাস অটোমেটিক চলে যায়। অর্থাত এ বোনাস নেয়া আর না নেয়া সমান কথা।