Payrchat এ অ্যাকাউন্ট করার সচিত্র টিউটোরিয়াল

অনলাইন ইনকাম জগতের সবধরনের খবরাখবর নিয়ে প্রকাশিত সর্বোত্তম সাইট “এসো আয় করি” তে আপনাকে জানাই সু-স্বাগতম। আমার পূর্বের পোস্টের কোন অভিজ্ঞতা ছাড়াই ইনকামের প্লাটফর্ম সম্পর্কে আলোচনা করেছিলাম এবং Payrchat এ জয়েন করার জন্য একটি লিঙ্ক ও দিয়েছিলাম। যেখানে আরো উল্লেখ ছিল যে, জয়েন করার জন্য স্টেপ বাই স্টেপ একটি সচিত্র পোস্ট করা হবে। তার আলকেই এই পোস্টটি।
Payrchat এ অ্যাকাউন্ট করার সচিত্র টিউটোরিয়াল 1

এই পোস্টটি করার উদ্দেশ্য হল অনেকেই Payrchat এ জয়েন লিঙ্ক করার পর বিভিন্ন সমস্যা মানে ধাপ গুলো সঠিকভাবে কিভাবে সম্পন্ন করবেন তা নিয়ে কনফিউসড হতে পারেন। আপনারা এখানে ধাপে ধাপে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে তার স্ক্রিনশট সহ দেখতে পাবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

প্রিয় বন্ধুরা আপনারা Payrchat এ কাজ করে ইনকাম সম্পর্কে করা আগের পোস্ট গুলো পড়েননি তাদের এই পোস্টের শেষে উল্লেখিত লিঙ্ক থেকে পড়ে নেয়ার অনুরোধ জানাচ্ছি তাতে করে আপনারা Payrchat এ কাজ করে কিভাবে কি ইনকাম করা যায় তার সম্পর্কে অবগত হবেন।

Payrchat এ অ্যাকাউন্ট করতে নিম্নলিখিত ধাপগুলো অনুসরন করুন।

ধাপ ১।

প্রথমে এই লিঙ্কে ক্লিক করুন। তারপর নিম্নে প্রদর্শিত চিত্রের ন্যায় একটি পেইজ আসবে। তাতে Personal account type এ Continue তে ক্লিক করুন।

Payrchat এ অ্যাকাউন্ট করার সচিত্র টিউটোরিয়াল 2
ধাপ ২।

এরপর প্রদর্শিত চিত্রের ন্যায় একটি ইন্টারফেস আসবে সেখানে আপনার First Name, Last Name এবং E-mail এড্রেস দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন।

Payrchat এ অ্যাকাউন্ট করার সচিত্র টিউটোরিয়াল
Payrchat এ অ্যাকাউন্ট করার সচিত্র টিউটোরিয়াল
ধাপ ৩।

তারপরে দেখতে পাবেন আরও একটি ইন্টারফেস আসবে সেখানে আপনার প্রোফাইল পিকচার দিয়ে Next বাটনে ক্লিক করুন।

Payrchat এ অ্যাকাউন্ট করার সচিত্র টিউটোরিয়াল 3
ধাপ ৪।

Next বাটনে ক্লিক করার পর দেখতে পাবেন নিম্নে প্রদর্শিত চিত্রের ন্যায় আরও একটি ইন্টারফেস আসবে সেখানে কমপক্ষে আট সংখ্যার পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার প্রদান করবেন। তারপর Next বাটনে ক্লিক করুন। পাসওয়ার্ডটি মনে রাখবেন কারন লগিন করার সময় এটি আপনার প্রয়োজন হবে।   

Payrchat এ অ্যাকাউন্ট করার সচিত্র টিউটোরিয়াল
Payrchat এ অ্যাকাউন্ট করার সচিত্র টিউটোরিয়াল

ব্যস হয়ে গেল আপনার অ্যাকাউন্ট। 

এখন আপনি এখান থেকে লাইক কমেন্ট করেই আয় করতে পারবেন এবং টাকা উইথড্র করতে পারবেন যেকোনো বাংলাদেশী পেমেন্ট মেথডে। আরও বিস্তারিত জানতে নিচের পোস্ট লিঙ্কটি দেখুন।

বর্তমানে অনেক গুলো এইধরনের সাইট রয়েছে যারা শুধুমাত্র লাইক কমেন্টের জন্য পেমেন্ট করে থাকে এবং বাংলাদেশী পেমেন্ট মেথডে অর্থ প্রদান করে থাকে। সেই সমস্ত সাইট গুলোর তথ্য পেতে গ্রাথোর এর সাথেই থাকুন।

রেফার কনটেস্টঃ

বর্তমানে Payrchat এ চলছে রেফার কনটেস্ট সে বিষয় নিয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন “এসো আয় করি” তে। শিঘ্রই তা নিয়ে একটি পোস্ট প্রকাশিত হবে।

তো প্রিয় বন্ধুরা আশা করি Payrchat এ অ্যাকাউন্ট করার এই সচিত্র পোস্টটি পড়ে আপনাদের অ্যাকাউন্ট করতে আর কোন অসুবিধা হবে না। তারপরেও যদি কোন অসুবিধার সম্মুখীন হন তাহলে কমেন্ট করে জানাবেন এছাড়াও বাংলা সোশ্যাল সাইট জীবন পাতায় ও নক দিতে পারেন। কমপক্ষে প্রথম টাকা হাতে পাওয়ার আগ পর্যন্ত সাথেই পাবেন। আর পরে তো আপনিও পারবেন।

পোস্ট সম্পর্কিত কোন মতামত থাকলে কমেন্ট করে জানানোর অনুরোধ জানিয়ে শেষ করছি।

পোস্টটি পড়ার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।  

রেফার কনটেস্ট নিয়ে পরবরতি পোস্টটি আসা পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন।

আরো পড়ুন >>>  

ইনকাম করুন কোন অভিজ্ঞতা ছাড়াই আর পেমেন্ট নিন বিকাশে।

ফরেক্স (Forex)মার্কেটে বিনিয়োগ করে আয় করি

কীভাবে অনলাইনে টাকা ইনকাম করবে ? জেনেনাও জেনুইন কয়েকটি পদ্ধতি সম্পর্কে !

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ