মার্কেটপ্লেসের আবিধানিক অর্থ যাই হোক ফ্রীল্যান্সারদের কাছে মার্কেটপ্লেস মানেই কর্মক্ষেত্রে যেখানে বায়াররা কাজ করাতে চায় আর ফ্রীল্যান্সাররা কাজ করতে চায়।
অনলাইনে এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে বায়াররা তাদের কাজ করানোর জন্য দক্ষ লোক বা ফ্রিল্যান্সার খোঁজ করতে আসে। আবার যারা ফ্রিল্যান্সার, তারা কাজ খোঁজার জন্য এসব সাইট গুলোতে প্রবেশ করে। অনেক ফ্রিল্যান্সারদের মধ্য হতে যাচাই বাছাই করে বায়ার তার কাজের জন্য যোগ্য কাউকে বাছাই করে কাজ দেয়। এসব সাইটগুলোকেই মার্কেটপ্লেস বলে। মার্কেটপ্লেসগুলো বায়ার এবং ফ্রিল্যান্সারদের মধ্যে সংযোগস্থাপনকারী হিসেবে কাজ করে। বায়াররা এসব মার্কেটপ্লেসকে মূলত পেমেন্ট করে। সেই পেমেন্ট ফ্রিল্যান্সারদের মার্কেটপ্লেসের অ্যাকাউন্টে জমা হয়। পরে বিভিন্ন পদ্ধতিতে সেই ডলারগুলো উঠানো যায়। এসব মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সারদের কাজের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের রেটিংয়ের ব্যবস্থা রয়েছে। এগুলো দেখেই বায়াররা তাদের কাজের জন্য যোগ্য ফ্রিল্যান্সার বাছাই করতে পারেন।
মার্কেটপ্লেসে কাজ করতে হলে আপনাকে যেকোন একটি বিষয়ে কাজ শিখতে হবে। সেটা হতে পারে ওয়েব ডিজাইন, হতে পারে এসইও বা যেকোন বিষয়।
মার্কেটপ্লেস থেকে কত আয় করা যায় সেটা বলা মুশকিল। কারন সেটা নির্ভর করে ফ্রীল্যান্সারের কাজে কোয়ালিটির উপর। তবে এমন বাংলাদেশি ফ্রীল্যান্সার রয়েছেন যারা নিয়মিত মাসে ৪/৫ লাখ টাকা আয় করে থাকেন। তাই মার্কেটপ্লেসে একবার নিজের পজিশন করে নিতে পারলে উজ্জল ক্যারিয়ার আশা করা যায়।
আমরা সাধারনত বিভিন্ন মার্কেটপ্লেসে অনলাইন ফ্রীল্যান্সিং করি। তাই ফ্রীল্যান্সিং শুরু করার আগে মার্কেট প্লেস সম্পর্কে ভালভাবে ধারনা নেয়া জরুরী। চলুন দেখি কোন কোন সাইটে আমরা ফ্রীল্যান্সিং করতে পারি।
- upwork.com
- freelancer.com
- guru.com
- 99designs.com
- fiverr.com
- www.getacoder.com
ফ্রীল্যান্সিং সাইট গুলোতে কি কি কাজ করা যায়?
সহজ করে বলতে গেলে এমন কোন কাজ নাই যেটার বিষয়ে অনলাইনে কোন কাজ নাই। বিষয় হলো আপনি কোন কাজ টা খুব দক্ষতার সাথে পারেন, সেটার উপরই আপনাকে জোড় দিতে হবে এবং মার্কেটপ্লেসে সে কাজ খুজে বের করতে হবে। তবে যে কাজগুলো বেশি জনপ্রিয় তার একটা তালিকা নিচে দেয়া হলো-
- লেখা লেখি
- ডেটা এন্ট্রি
- প্রোগ্রামিং
- মার্কেটিং
- টাইপিং
- ডিজাইনিং
- ইমেজ এডিটিং
- ভিডিও ইডিটিং
- প্রেজেন্টেশন তৈরি
- ওয়েব ডেভেলপমেন্ট
- ভার্চুলাল এসিস্ট্যান্ট সহ অনেক কিছু।
Comments (No)