আসলেই কি Marketing করলে সেল বাড়ে (Online Marketing এবং Offline Marketing Tips) আমি ভিকন কর্পোরেশন এর সাথে বেশ কয়েক বছর যাবত জড়িত, এখানে থেকে মার্কেটিং বিষয়টা কি সেটা একটু একটু উপলদ্ধি করতে শিখেছি।যদি ও বা আমি মার্কেটিং এর কেউ নই, তবু বাঘা বাঘা স্যার দের কথা শুনেই বুঝতে পেরেছি মার্কেটিং মানেই একটা চ্যালেঞ্জ। কেন কেউ আপনার প্রোডাক্ট নেবে সেটাই এখানকার মূল বিষয়।
কেউ যদি নিজের বিজনেস খুলে প্রোডাক্ট এর মার্কেটিং করতে চান তবে নিচের টিপস গুলি একটু দেখে নিন হয়ত আপনার কাজে লাগতে পারে।
১. অবশ্যয় গুণগত মান সম্পন্ন প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে হবে।
২. শুধু মাত্র একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করার থেকে বেশ কয়েক রকমের প্রোডাক্ট নিয়ে বিজনেস করলে আপনার সেল বাড়বে।
৩. ক্রেতার সাথে মিষ্টি ভাষায় কথা বলুন ও আপনার প্রোডাক্ট সম্পর্কে একটা ভালো ধারণা দিন। Online Income Tunes
৪. ক্রেতাকে চা বা কফি পান করার অফার দিন।
৫. ক্রেতার প্রত্যেকটি কথা মনোযোগ দিয়ে শুনুন।
৬. নিজের বিজনেস এর জন্য একটা ওয়েবসাইট খুলুন, যেখান থেকে সহজেই কেউ আপনার প্রোডাক্ট গুলো সম্পর্কে জানতে পারবে।
৭. আপনার একটা বিজনেস কার্ড করুন ও পরিচিত অপরিচিত সবাইকে দিন, যেন পরে তারা আপনার সাথে যোগাযোগ করতে পারে।
৮. আপনার বিজনেস এর একটা লিফলেট বানান এবং কোনো দৈনিক পত্রিকার ভিতরে সেটা দিয়ে দিন। খুব বেশি খরচ হবে না আপনার এলাকায় যিনি পত্রিকা দেন তার সাথে যোগাযোগ করে তাকে একটু হাত করতে পারলে কেল্লা ফতে :-)।
৯. অনলাইন মার্কেট তো পরেই আছে ফ্রীতে আপনার মার্কেটিং করার জন্য ফেসবুক, টুইটার সহ আরো অনেক সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম আছে যেখানে আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে টিউন দিন।
১০. প্রোডাক্ট এর সাথে ছোট খাটো গিফট দিন অথবা ডিসকাউন্ট দিন, ডিসকাউন্ট ও গিফট এর একটা ব্যানার বানান আর সুবিধা মত জায়গায় সেটা রেখে দিন, যেন সবার দৃষ্টি সেদিকে যায়। ব্যানার টি অবশ্যয় আকর্ষনীয় করে বানাবেন + পারলে আলোকসজ্জার বন্দোবস্থ করবেন।
১১. মার্কেটিং করতে গেলে আপনাকে অনেক মিথ্যা কথা বলতে হতে পারে, কিন্তু সেই মিথ্যা কথাটা সত্যের মতো করে বলতে হবে, তা না হলে ক্রেতা হারাবেন। মনে রাখবেন পাম সেটা যেটা মানুষ অন্তর থেকে অনুভব করে, পাম সেটা না যেটা মানুষ বুঝতে পারে।
১২. সব কথার বড় কথা কখনো ধর্য হারাবেন না, মনে রাখবেন যেখানে লস আছে সেখানেই লাভ আছে। আর দেখে শুনে পা বাড়ালে আপনার খাদে পরার সম্ভবনা কম।
Comments (No)