Online Income সহজ উপায় জেনে নিন অবসরে আয় করুন 5000-20000 টাকা 1
Online Income সহজ উপায় জেনে নিন অবসরে আয় করুন 5000-20000টাকা ব্লগ আর অনলাইন ইনকাম নিয়ে আমি ইতিপুর্বে অনেক কন্টেন্ট লিখেছি। আজ একটু নতুন ভাবে ব্লগ, কন্টেন্ট নিয়ে কিছু লিখতে চাই। আশা করি যারা ব্লগে একদম নুতন, আমার এই লেখা তাদের বেশী কাজে লাগবে। ব্লগ, আর্টিকেল আর Online Income নিয়ে সচরাচর অনেকের মাঝে যেসব প্রশ্নের উদ্ভব হয়, সেসব প্রশ্নের উত্তর নিয়েই আমার আজকের আয়োজন। তাহলে আর দেরি কেন? চলুন জেনে নেই, প্রশ্ন-উত্তরে অনলাইন ইনকামের কিছু গুরুত্বপূর্ণ বিষয়!
Online Income সহজ উপায় জেনে নিন অবসরে আয় করুন 5000-20000টাকা
Online Income সহজ উপায় জেনে নিন অবসরে আয় করুন 5000-20000টাকা

প্রশ্ন উত্তরে ব্লগ বনাম Online Income


প্রশ্ন – ব্লগ কি?

উত্তর – ব্লগ হলো একটি অনলাইন ডায়েরি, খাতা কিংবা বই এর মতো। আপনি ব্লগে যে কোন কিছু সাজিয়ে লিখে তা আবার অনলাইনে পোস্ট করে দিতে সক্ষম হবেন।


ইংরেজি WeBlog এর সংক্ষিপ্ত রুপই হলো Blog. এই ব্লগ হতে পারে আপনার মোবাইল, খাতা, ডায়েরি কিংবা কম্পিউটার। অর্থাৎ যেখানে আপনি কিছু লিখে তা অনলাইনে ছড়িয়ে দিতে পারেন, সেই স্থানের নাম ব্লগ। Online Income Tunes


প্রশ্ন – ব্লগ কত প্রকার? অনলাইনে ইনকামের জন্য কোন ব্লগ বেশী ভালো?

উত্তর – অনেক রকম ব্লগে আপনি আপনার লেখার কর্মকাণ্ড চালিয়ে পারবেন। কিন্তু আপনি যদি সম্পুর্ন নুতন হয়ে থাকেন, তবে আপনার জন্য পেইড ভার্শন ব্লগ ভালো কিছু নয়। আপনার প্রয়োজন বিনামুল্যের স্বার্বজনীন একটি ব্লগের।


বিনামূল্যের ব্লগের মধ্যে আছে আংশিক WordPress Blog. আর স্বার্বজনীন বিনামূল্যের ব্লগ হলো – Bloggers.com বা Blogspot.com ইত্যাদি।


প্রশ্ন – নতুনদের জন্য কোন ব্লগ বেশী ভালো?

উত্তর – নতুনদের জন্য বেশী ভালো ব্লগ হলো – Google এর Bloggers.com বা Blogspot.com.


প্রশ্ন – কেন Bloggers.com ভালো ব্লগ?

উত্তর – Bloggers.com এজন্য ভালো যে, এটা Google এরই একটি ব্লগ সাইট, আর তাই এটা স্বার্বজনীন এবং বিশ্বস্ত। যে কেও বিনামূল্যে এখানে ব্লগ খুলে তাদের লেখার কাজ চালিয়ে নিতে পারেন অনায়াসে।


প্রশ্ন – Bloggers.com এ ব্লগ খোলার নিয়ম কি?

উত্তর – খুবই সহজ। প্রয়োজন শুধু আপনার একটা জি-মেইল একাউন্ট থাকার।


প্রশ্ন – ব্লগার কাহাকে বলে?

উত্তর – যে ব্লগে আর্টিকেল লিখে তা আবার অনলাইনে পোস্ট করে, তাকেই বলা হয় ব্লগার। ব্লগার মানে যে ব্লগ পরিচালনা করে থাকেন।


প্রশ্ন – কিভাবে একটি ব্লগ খুলতে হয়? ব্লগ খুলতে হলে কি কি যোগ্যতা থাকা দরকার?

উত্তর – আপনি চাইলে ইন্টারনেট এনাবল থাকা যে কোন মোবাইল কিংবা কম্পিউটারের সাহায্যে ব্লগ খুলতে পারেন। Google এ সার্চ করে উপরে উল্লিখিত ঠিকানা থেকে আপনি আপনার ব্লগ খুলতে সক্ষম হবেন। আর ব্লগ খুলতে বিশেষ কোন যোগ্যতার প্রয়োজন নেই। শুধু Bloggers.com এ ব্লগ খুলতে আপনার একটা জি-মেইল একাউন্ট এর প্রয়োজন পড়বে।


প্রশ্ন – ব্লগে কি কি লিখতে হবে?

উত্তর – কি কি নিয়ে আপনি ব্লগে আর্টিকেল লিখতে যাবেন, তা আপনার বিষয়, তবে যেসব আর্টিকেল সমসাময়িক আর যেসব বিষয়ের উপর কিছু লেখা হলে, তা সবাই পড়তে আগ্রহী হবেন, আপনি সেই বিষয়ের উপরই ব্লগে লিখতে পারেন।


প্রশ্ন – ভিন্ন ভিন্ন আইটেমে কি ব্লগে আর্টিকেল লেখা যাবে?

উত্তর – না! ব্লগে আপনার আর্টিকেল লিখতে হবে সমজাতীয়। মানে আপনি যদি মোবাইল নিয়ে একবার লিখে থাকেন, তবে সবসময়ই আপনাকে মোবাইল নিয়েই লিখতে হবে।


প্রশ্ন – ব্লগে ডোমেইন কেনার প্রয়োজনীয়তা আছে কি?

উত্তর – নতুনদের জন্য ব্লগের ডোমেইন কেনার কোন মানে হয় না!


প্রশ্ন – ব্লগে কি গল্প কবিতা লেখা যায়?

উত্তর – অবশ্যই যায়। তবে সমসাময়িক প্রসংগের উপর লেখা আর্টিকেল বেশী পাঠক আকৃষ্ট করে।


প্রশ্ন – আমার ব্লগের কি নাম দেব?

উত্তর – আপনি যে কোন একটি সুন্দর নাম দিতে পারেন আপনার ব্লগের।


প্রশ্ন – ব্লগের ট্রাফিক বাড়াতে কি করতে হয়?

উত্তর – আপনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আপনার ব্লগের আর্টিকেল পোস্ট করে এর ট্রাফিক বাড়াতে পারেন।


প্রশ্ন – কিভাবে ব্লগ থেকে ইনকাম করবো?

উত্তর – আপনি আপনার ব্লগ খোলার সময় Google AdSense এর অনুমোদন চেয়ে আবেদন করবেন। নির্দিষ্ট সময় পরে Google AdSense এর অনুমোদন পেয়ে যাবেন।


প্রশ্ন – Google AdSense কি?

উত্তর – Google AdSense হলো একটি সাইট, যারা আপনার ব্লগে লেখা আর্টিকেল এর উপর বিজ্ঞাপন প্রচার করে সেখান থেকে আপনার আহরিত অর্থ আপনার একাউন্টে প্রেরণ করবে।


প্রশ্ন – ব্লগে আর্টিকেল লিখে অর্থ উপার্জন করতে হলে কি করনীয়?

উত্তর – আপনার ব্লগে মানসম্মত কমপক্ষে ২০/৩০ টি আর্টিকেল রাখুন। আপনার লেখা আর্টিকেলগুলো যদি ভালো পাঠক আকৃষ্ট করতে সক্ষম হয়, তবে সহজেই আপনি ইনকাম করতে সমর্থ হবেন।


প্রশ্ন – একটি ভালো আর্টিকেল সাধারণত কত শব্দের মধ্যে লিখতে হবে?

উত্তর – আপনি যদি তাড়াতাড়ি আপনার ব্লগের আর্টিকেল লিখে অর্থ উপার্জন করতে চান, তবে আপনার আর্টিকেল হতে হবে কমপক্ষে ১৫০০ ওয়ার্ড কিংবা তার বেশী ওয়ার্ডের।


প্রশ্ন – একটি কোয়ালিটি আর্টিকেলের বৈশিস্ট কি?

উত্তর – একটি ভালো বা কোয়ালিটি আর্টিকেলের ভালো একটা শিরোনাম থাকতে হবে। বিবরন থাকবে সাবলীল ভাষায় প্যারা আকারে। আর থাকতে হবে একটি উপসংহার। তথ্যবহুল সুনির্দিষ্ট কিছু দিকনির্দেশনা অবশ্যই থাকবে। নির্ভুল শব্দ আর বাক্যযোগে রচিত আর্টিকেলে ব্যবহৃত হবে যথাযথ বিরামচিহ্ন। ব্যাকরণ বিধি মেনে চলতে হবে।


রচিত কন্টেন্ট যদি কোন ইলেকট্রনিক ডিভাইস সংক্রান্ত হয়ে থাকে তবে, এর সুবিধা অসুবিধা আর ট্রাবলশুটিং নিয়ে আলোকপাত করতে হবে। ছোট খাট মেরামত নিয়ে সহজ আলোচনাও এতে স্থান পাবে। মোট কথা আর্টিকেলটি পড়ে যাতে নতুনভাবে কিছু শেখা যায়, সেই বিষয়ে অধিক গুরুত্ব দিতে হবে।


প্রশ্ন – Google AdSense এর অনুমোদন পেতে কত দিন সময় লাগে?

উত্তর – Google AdSense Approval পেতে দুই সপ্তাহ থেকে তিন মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। ততদিন আপনি ব্লগে কন্টেন্ট লেখা চালিয়ে যেতে থাকবেন।


প্রশ্ন – Google AdSense কিভাবে বাংলাদেশে টাকা পাঠাবে?

উত্তর – Google AdSense অনুমোদন পেয়ে গেলে, আপনাকে আর একটি একাউন্ট খোলার প্রয়োজন হতে পারে।


প্রশ্ন – PayPal Account কি?

উত্তর – PayPal Account হলো আপনার জি-মেইল একাউন্ট দিয়ে খোলা আর একটি একাউন্ট। এই PayPal Account এর মাধ্যমেই আপনার অর্জিত অর্থ আপনার ব্যাংক হিসাবে প্রেরণ করা হবে।


প্রশ্ন – কিভাবে PayPal Account তৈরি করতে হয়?

উত্তর – PayPal Account তৈরি করা খুব সহজ। আপনার এই PayPal Account তৈরির জন্য লাগবে একটি ব্যাংক একাউন্ট আর ই-মেইল ঠিকানা। ব্যাস আর কিছু নয়। তবে আমার আজকের আয়োজন প্রায় শেষ পর্যায়ে, তাই আজ PayPal Account নিয়ে বেশী কিছু লিখছি না। তবে আগামীতে লিখবো। ভালো লাগলে লাইক, কমেন্ট করার অনুরোধ রইলো।

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ