মোবাইলের ব্যাটারি বিস্ফোরণ থেকে বাচার উপায়

বর্তমান সময়ে স্মার্টফোন থেকে শুরু করে বিভিন্ন ইলেক্ট্রনিকস ডিভাইসে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় লিথিয়াম আয়ন ব্যাটারি। স্মার্টফোনের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাটারি ফেটে বিস্ফোরণের ঘটনাও দিনে দিনে বাড়ছে। অনেকেই মোবাইল চার্জে বসিয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে থাকেন। কিন্তু মোবাইলে কথা বলার চেয়ে প্রাণের মূল্য অনেক বেশি।

ব্যাটারিকে বিস্ফোরণ হওয়া থেকে বাঁচানোর উপায়:-

১। অনেকেই ঘুমাতে যাওয়ার আগে মোবাইল চার্জে বসিয়ে দেন। সকালে চার্জার থেকে মোবাইল খোলেন। এই বিষয়টি বেশ বিপজ্জনক। অতিরিক্ত চার্জ দেওয়া মোবাইলের পক্ষে কিন্তু ক্ষতিকর। এই অভ্যাস এখনই পাল্টে ফেলুন।

২। মোবাইল চার্জের জন্য ভাল ব্র্যান্ডের অথবা সার্টিফায়েড চার্জার ব্যবহার করুন। লোকাল চার্জার বিপদ ডেকে আনতে পারে। কয়েকশ’ টাকা বাঁচাতে গিয়ে কিন্তু পকেট থেকে হাজার হাজার টাকা বেরিয়ে যেতে পারে।

৩। দীর্ঘ সময় ধরে ফোনকে রোদে ফেলে রাখবেন না। এতে ব্যাটারি ফেটে যাওয়ার সম্ভাবনা প্রবল। বিশেষ করে গ্রীষ্মপ্রধান দেশে রোদে মোবাইল ফেলে রাখা খুবই বিপজ্জনক।

৪। সস্তার লোকাল পাওয়ার ব্যাংক ব্যবহার করেন? ব্যাটারি ফাটার হাত থেকে ফোনকে রক্ষা করতে হলে আর তা ব্যবহার করবেন না। কারণ পাওয়ার ব্যাংকও মোবাইলের ব্যাটারি নষ্ট করে দিতে পারে। ঘটাতে পারে বিস্ফোরণ।

৫। যেসব মোবাইল অধিক সময় ব্যবহার করার পর গরম হয়ে যায় সেব মোবাইল এক নাগারে ব্যবহার করবেন না। এবং মোবাইলের ব্যটারি দুর্বল হয়ে গেলে সে ব্যাটারি ব্যবহার না করে নতুন ব্যাটারি ব্যবহার করুন।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ