মাইক্রোসফটের সুদিন : ৬৬% আয় বেড়েছে নাদেলার 1

একজন সাধারণ চাকরিজীবীর বছরে বেতন বাড়ে কত? মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলার এ বছরের আয় বাড়ার খবর শুনছে চোখ কপালে উঠবে। ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সত্য নাদেলার আয় গত অর্থবছরের তুলনায় এ বছর ৬৬ শতাংশ বেড়ে ৪ কোটি ২০ লাখ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। তবে তাঁর মূল বেতন বেড়েছে ১০ লাখ মার্কিন ডলার।

লক্ষ্যমাত্রা পূরণ এবং শেয়ারের দাম বাড়ায় কৃতিত্বের পুরস্কার হিসেবে সত্য নাদেলার বেতন বাড়িয়েছে মাইক্রোসফট।

গতকাল বুধবার মাইক্রোসফটে এক বিবৃতিতে বলা হয়, গ্রাহক আস্থা অর্জন, প্রতিষ্ঠানে সাংস্কৃতিক পরিবর্তন আনা, নতুন প্রযুক্তি প্রচলন ও বাজার সফলতায় নাদেলার কৌশলগত নেতৃত্বের অবদান রয়েছে।

২০১৪ সালে স্টিভ বলমারের কাছ থেকে প্রধান নির্বাহীর দায়িত্ব পান সত্য নাদেলা। ওই অর্থবছরে তাঁর ৮ কোটি ৪৩ লাখ ডলার পকেটে এসেছিল, যা এখন পর্যন্ত নাদেলার এক বছরে সর্বোচ্চ উপার্জন।

By arjoda

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ