Facebook page দ্রুত likes বাড়ানোর সেরা 4 টে গোপন Tips বন্ধুরা আশা করি সকলে ভাল আছেন আজ আমরা জানবো খুব সহজে দ্রুত কিভাবে ফেসবুক পেজে দ্রুত লাইক পাওয়া যায়। Facebook page লাইক পাওয়া এখন খুব কষ্টের বিষয় আজ কাল আপনি যতো ভালই পোস্ট করুন সহজে কেউ লাইক দিতে চায় না এর জন্য আমাদের ব্যবহার করতে হবে কিছু কৌশল আজ আমার জানা সমস্ত কৌশল এই পোস্টে জানাবো। আর আমার মনে হয়না এমন পোস্ট গুগলে কেউ কোনদিন করেছে বলে এখানে ছোট ছোট করে ধাপে ধাপে সব বলছি।
Tips-1: সমস্ত বন্ধুদের একসাথে কিভাবে Facebook page ইনভাইট করবো
আমরা জানি মোবাইল দিয়ে সমস্ত বন্ধুদের একসাথে Facebook page ইনভাইট করা যায় না। কিন্তু আজ আমি আপনাদের মোবাইল দিয়ে ফেসবুকের সমস্ত বন্ধুদের একসাথে আমন্ত্রণ করা দেখাবো তার জন্য আমাদের দরকার Chrome Browser যদি আপনার কাছে না থাকে সরাসরি প্লেস্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন এবার দেখে নেওয়া যাক কিভাবে কাজ করবে।
step:1- প্রথমে ক্রম ব্রাউজার ওপেন করুন এবার ডানদিকে ওপর থেকে ৩ ডট ক্লিক করে Desktop List [√] টিক মার্ক করুন।
step:2- এবার ফেসবুকে চলে যান লগইন না থাকলে করে নিন।
step:3- এবার যেই পেজে বন্ধুদের ইনভাইট করতে চান সেটা ওপেন করে ডান সাইটে দেখুন লেখা আছে Invited Friends যদি আপনার কোন ফেন্ড পেজ লাইক না করেে তাহলে এখানে Friends List লেখা থাকবে ক্লিক করুন।
step:4- এখানে ওপর থেকে Select All করুন। আর নিচে Send Invitation ক্লিক করুন। এইভাবে একসাথে আপনার সকল বন্ধুকে আপনার পেজে ইনভাইট করতে পারবেন।
টিপস-2: ফেসবুক পেজ ম্যানশন করে আপনার Facebook page লাইক বাইরে তুলুন
ফেসবুক পেজ লাইক পাওয়ার এটা একটা গোপনও কার্যকরি উপায় অনেক সময় আমরা দেখবেন কোন কমেডি বা ভাল গল্পের শেষের দিকে লেখা থাকে Read More… বা আরও পরুন… কিন্তু আমরা যখন তাইতে ক্লিক করি দেখা যায় অন্য পেজ বা গুরুপ খোলে। এটা হচ্ছে ছলনার মাধ্যমে ভিজিটরকে আপনার পেজ নিয়ে আশা। একটা ভাল কোন গল্পের সামান্য অংশ কপি করে এটা করা হয়। এর জন্য দরকার আপনার পেজের কোড। আপনার পেজের কোড পাবেন আপনার পেজের About সেকশনে।
ফেসবুক পেজ ম্যানশন কিভাবে করে
- প্রথমে আপনার পেজের কোডটা পেজ About থেকে কপি করেনিন
- এবার নিচের কোডটা কপি করুন।
- your page Id এখানে আপনার পেজের Id কোড দিন।
- Story এখানে কোন ভাল গল্পের সামান্য অংশ দিন। না বুঝলে স্কিনসট দেখেনিন
এবার যেকোন বেশি কমেন্ট পোস্টে কমেন্ট করুন অথবা বড়ো বড়ো গুরুপ গুলোয় পোস্ট করুন আর ম্যাজিক দেখুন। কমেডি বা কোন ভাল গল্প দিলে এইভাবে রোজের 100 বেশি পেজ লাইক আনতে পারবেন।
টিপস-3: Facebook Duplicate Page Merge
যদি আপনার কাছে দুটো ফেসবুক পেজ থাকে তার লাইক চেঞ্জ করতে পারবেন। মানে ফেসবুক পেজ মার্গ করে দুটো পেজের লাইক একটা পেজে নিতে পারবেন। তার জন্য আপনাকে দুটো পেজেই এডমিন থাকতে হবে আর দুটো পেজের Name, Category, Profile Pic, Cover photo সেমহতে হবে।
ফেসবুক পেজ মার্গ করে কিভাবে Facebook page লাইক নেবেন
step:1- ফেসবুক পেজ মার্গ করার জন্য Desktop ভারশনে ক্রম ব্রাউজার ওপেন করুন। step:2- এবার যেই পেজে লাইক নিতে চান সেই পেজটা ওপেন করুন।
step:3- ওপর থেকে Settings ক্লিক করুন এবার General এর একদম নিচে দেখুন Marge Pages পাশেeditet ওপশনে ক্লিক করুন।
step:4- প্রথম ও দ্বিতীয় বক্সে আপনার পেজ দুটো সিলেক্ট করে Continue ক্লিক করুন।
step:5- এবার আপনি যেই পেজে লাইক নিতে চান সেটা সিলেক্ট করে Keep Page ক্লিক করুন। তারপর Request Merge করে দিন। বেশ হয়ে গেছে এবার 24/48 ঘন্টার মধ্যে আপনার একটা পেজের লাইক আর একটাই চলে যাবে আর পুরনো পেজ Delete হয়ে যাবে।
নোট- ফেসবুক পেজ মার্গ করার জন্য আপনাকে দুটো পেজে এডমিন থাকতে হবে। দুটো পেজের একই নাম ছবি ও ক্যাটাগরি হতে হবে এবং মার্গ করার পরে একটা পেজ অটোমেটিক Delete হয়ে যাবে।
Tips-4: ফেসবুক একাউন্টকে Facebook page রুপান্তর করুন।
আপনার ফেসবুক আইডি পেজে রুপান্তর করে লাইক বায়রে নিতে পারেন। ফেসবুক আইডি পেজে কনভার্ট করলে আপনার যতো ফেন্ড আছে সকলের অটোমেটিক আপনার পেজে লাইক হয়ে যাবে আপনি চাইলে তাকে আপনার অন্য পেজের সাথে মার্গ ও করে নিতে পারেন যেমনটা ওপরে বলা হয়ছে।
নোট – ফেসবুক আইডি পেজে কনভার্ট করতে হলে অবশ্যই আপনার আইডিতে নাম্বার যুক্ত থাকতে হবে আর পুরানো আইডি নাহলে আইডি ব্লক হবার সম্ভাবনা আছে। এখন ফেসবুকের সিকিউরিটি অনেক কড়া হয়ে গেছে ফেসবুক আইডিকে পেজে রুপান্তর করতে হলে অনেক সময় আইডি নষ্ট হবার সম্ভাবনা থাকে তাই fb id convert page লিংকটা দিলাম না তবে এটা আপনি গুগলে বা ফেসবুক হেল্পলাইনে সার্চ করলেই পেয়ে যাবেন।
ফেসবুক পেজ জনপ্রিয় করার সেরা উপায়
তাড়াতাড়ি ফেসবুক পেজ জনপ্রিয় করতে ওপরের টিপস গুলো ফলো করতে পারেন। এছাড়াও বড়ো বড়ো গ্রুপে আপনার পোস্ট শেয়ার করতে পারেন। নিজের কোন ফেসবুক গ্রুপ থাকলে আপনার ফেসবুক পেজ সেখানে এডমিন বানিয়ে সেই গ্রুপে পেজের মাধ্যমে পোস্ট আর কমেন্ট করে আপনার ফেসবুক পেজ জনপ্রিয় করতে পারেন।
এছাড়াও অনেক বড়ো বড়ো পেজ আছে অন্য পেজ প্রোমোট করে তাদের সাথে কথা বলতে পারেন। আপনার কাছে ভাল মানের টাকা থাকলে সরাসরি ফেসবুকে আপনার পেজ প্রমোট দিতে পারেন 20 পয়সা পার লাইক। যদি কমেন্টে বলেন নিয়মটা বলে দবো।
এছাড়াও ফেসবুক পেজ জনপ্রিয় করতে আপনার ফেসবুক পেজ দ্বারা অন্য পেজে ভালো ভালো কমেন্ট করতে পারেন। সেখানে আপনার পেজের বিষয় ২-৪ লাইন লিখে কমেন্ট ম্যানসন করে আপনার পেজের লিংক দিতে পারেন।
Facebook page দ্রুত লাইক বাড়ানোর গোপন কৌশল
বন্ধুরা আশা করি আজকের পোস্ট সকলের ভাল
লেগেছে।Facebook page দ্রুত লাইক বাড়ানোর সেরা টিপস গুলো আমি এখানে আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকে হয়তো আশা করেছিলেন এখানে Facebook page অটো লাইক টিপসটা পাওয়া যাবে।
ফেসবুক পেজে অটো লাইক টিপস এখানে না দেওয়ার কারণ ফেসবুক পেজে অটো লাইক নিলে আইডি হারানোর ভয় থাকে আবার বেশি লোভে আপনার ফেসবুক পেজ Unpunished হয়ে যেতে পারে। ফেসবুক আইডি হ্যাকও হতে পারে। এখানে শুধু সহজ উপায়ে ফেসবুক পেজ জনপ্রিয় করার Genuine টিপস গুলো শেয়ার করা হয়েছে। কোথাও বুঝতে প্রবলেম হলে কমেন্ট করে জানাবেন।
Comments (No)