গুগল অ্যাডওয়ার্ড কি?
অ্যাডওয়ার্ড : গুগল অ্যাডওয়ার্ড হল গুগলের অনলাইন অ্যাডর্ভাটাইজ প্রোগ্রাম আমরা যখন গুগলে কিছু সার্চ দিই বা কোন ওয়েব সাইট ভিজিট করি তখন আমরা কিছু অ্যাডস দেখি। বেশির ভাগ সাইটেই আমরা গুগলের অ্যাডস দেখি। পাশের ছবিতে bikroy furniture লিখে সার্চ দেওয়ার পর ekhanei.com এর অ্যাডস দেখাচ্ছে। পরের ছবিতে ডিজিটাল নেটওয়ার্ক এর অ্যাডস দেখাচ্ছে। ১ম ছবিতে ক্লিক করলে আপনারা লিংকে যাবেন পরে বুঝতে সুবিধা হবে।
গুগল এ যে অ্যাডস গুলো দেখায় তা বিভিন্ন ওয়েবসাইট তাদের পণ্য কিংবা ওয়েবসাইটে ভিজিটর নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করে। এই অ্যাডস গুলোর জন্য গুগল কে বিভিন্ন অ্যাডস এর জন্য বিভিন্ন রকম টাকা দিতে হয়। যিনি অ্যাডস দিবেন তার বিভিন্ন রকম ডাটা অ্যানালাইস করতে হবে। কেননা ধরুন, আপনি বাংলাদেশে একটা ফার্ণিচার বিক্রির দোকান দিয়েছেন।
দোকানের জন্য একটা ওয়েবসাইটও করেছেন।এখানে অনলাইনে অর্ডার করাযায় এবং দোকান থেকেও কেনা যায় কিংবা আপনি কুরিয়ারেরও সুযোগ দিয়ে থাকেন। এখন আপনার সাইটটা যাতে ভিজিটররা পায় তার জন্য আপনি এসইও করবেন। এর সাথে সাথে আপনি গুগলের এডও ব্যবহার করবেন।এখন আপনাকে কিছু পরিকল্পনা করতে হবে।
আপনি যদি যত্রতত্র ( যেকোন ওয়েবসাইটে বা যেকোন কিছু সার্চের জন্য ) এড দেন তাহলে কিন্তু আপনার অ্যাডস এর টাকা নষ্ট হবে ।ধরুন একজন সার্চ দিল Buy a car. এখন এই সার্চের জন্য যদি আপনার ফার্নিচার এর ওয়েবসাইটের এড দেখায় তাহলে কি আপনার লাভ আছে? কিংবা ধরেন একটা ওয়েবসাইট আছে যেখানে অনলাইনে শুঁটকি বিক্রি করা হয়।
এই ওয়েবসাইটেকি এড দিয়ে লাভ আছে? সহজ উত্তর নেই। তাহলে আপনি এই সবে এড দিতে চাইবেন না । আবার ধরেন আপনি Buy furniture in india এটার জন্য সার্চ দিলে আপনার সাইটের এড দেখালেন বা ভারতের ভিজিটরের জন্য এড দেখালেন। তাহলেও কিন্তু আপনার কোন লাভ নেই।
আপনাকে একটা প্ল্যান কতে হবে যাতে শুধু বাংলাদেশ থেকে সার্চ দিলেই আপনার এড দেখায় এবং furniture Related কিছু সার্চ দিলে। এখন আপনাকে পরিকল্পনা করার জন্য, সবকিছু চেক করার জন্য গুগল যে টুলটা দিয়ে সহায়তা করছে তাহলো গুগল অ্যাডওয়ার্ড. আপনি বিভিন্ন টার্গেটের উপর আপনার অ্যাডস দেখাতে পারবেন পর্যায়ক্রমে বিভিন্ন টার্গেট নিয়ে নিন্মে আলোচনা করা হলঃ
Languages টার্গেটের উপর বিজ্ঞাপন দেখাতে পারবেন।
Languages: Google Adword এ আপনি আপনার targeted languages select করে দিতে পারবেন। আপনি ইচ্ছা করলে একাধিক languages select করেও দিতে পারবেন। এমনকি সব language select করে দিতেও পারবেন (visitor’s language)।আপনার Ads সেই সব customer এর কাছে প্রদর্শিত হবে যারা Google এর বিভিন্ন products and third-party websites ব্যবহার করে।
Google আপনাকে এটি ensure করবে যে আপনার targeted languages এ যে site গুলোতে content আছে সেই site গুলোতে আপনার ads প্রদর্শিত হবে। আপনি language select option থেকে যে কোনো language select করে দিতে পারবেন।আপনাকে মনে রাখতে হবে যে google আপনার Ads বা keyword translate করবে না।
উদাহরণ সরূপ ধরুন আপনি online এ কোন Hotel এর ticket বিক্রি করবেন। আপনি শুধু যেসকল customer German language এ কথা বলে তাদেরকে ads দেখাতে চান সেক্ষেত্রে German language এবং keyword selected করতে হবে এবং ads তাদেরকেই দেখাবে। আপনাকে অবশই মনে রাখতে হবে যে ads তাদের কাছেই প্রদর্শিত হবে যারা Google interface language setting এ German language select করেছেন। অন্য কোন language select করলে আপনার ads তাদের কাছে প্রদর্শিত হবেনা।এক্ষেত্রে আপনি শুধু সেই সকল customer পাবেন যারা Google interface language setting এ German language select করেছেন।
Geographic locations টার্গেটের উপর বিজ্ঞাপন দেখাতে পারবেন।
Location: Location target এর ক্ষেত্রে আপনি আপনার targeted location select করতে AdWords location targeting আপনাকে ভৌগোলিকভাবে ads প্রদর্শনের সুযোগ দেয়। আপনি কোনদেশ, সেই দেশের শহর, দেশের ভিতর কোন এলাকা, সেই এলাকা থিকা নির্দিষ্ট দূরত্বে আপনার ads প্রদর্শন করতে পারবেন। যেমন আপনি আপনার targeted country, city, region, radious, or postal code দিয়ে Google ads প্রদর্শিত করতে পারবেন। এছাড়া location target এর অনেক option রয়েছে।
Geographic locations টার্গেটের উপর বিজ্ঞাপন বাদ দিতে পারবেন।
Exclude locations: এছাড়া আপনি location select করার পর selected location থেকে কিছু location exclude করতে চাইলে আপনি সেটিও করতে পারবেন।যেমন আপনি location London select করেছেন কিন্তু আপনি london এর কিছু এলাকা exclude করতে চান তাহলে সেটি করতে পারবেন। মোটকথা আপনি যেইভাবে location target করতে চান সেই ভাবেই location target করতে পারবেন। Bulk location দিয়াও ads দিতে পারবেন।
আজ এপর্যন্তই পরবর্তীতে
Advanced location options,
Understanding ad reach,
How ads are matched to geographic locations এবং
Location target types by country নিয়ে আলোচনা করব।
Comments (No)