জাভার চাল-চলন আচার- আচরন অনেক জেনেছি আর নিতে পারছি না । কাজের কাজ করান না ভাই। আমিও তাই ভাবছিলাম। তাহলে শুরু করি চলুন-
প্রথমেই যে জিনিসটা প্রয়োজন তা হল আপনার কম্পিউটারে জাভা ইন্সটল থাকতে হবে। কম্পিউটারে জাভা ইন্সটল আছে কি না দেখতে উইন্ডোজে কমান্ড প্রম্পট ওপেণ করে java –version লিখে এন্টার চাপুন। যদি জাভা ভার্সন দেখায় তার মানে আপনার পিসিতে জাভা আছে আর না দেখালে নেই । তবে সমস্যা নেই আমরা জাভাকে এনেই ছাড়ব। এর জন্য আমরা ওরাকল এর ওয়েবসাইটের এই লিঙ্কথেকে আমদের অপারেটিং সিস্টেম অনুযায়ী জাভা এস ই(SE) বা জাভা স্ট্যান্ডার্ড এডিশন ফাইলটি ডাউনলোড এবং ইন্সটল করব । এতে জাভা ডেভেলপমেন্টের সব টুলস দেয়া আছে। যেমনঃ জে, ডি,কে, জে আর, ই ইত্যাদি আছে । সঠিকভাবে ইন্সটল হলে কাজ প্রায় শেষ ।এবার কম্পিউটারকে বলে দিতে হবে আমরা কোথায় জাভা ইন্সটল করেছি।
(স্বাভাবিকভাবে এখানেই জাভা ইন্সটল হয়। চিনহিত অংশ অর্থাৎ পাথ টা কপি করে নেই।)
এবার mycomputer বা This pc থেকে properties এ গিয়ে নিচের ছবিগুলোতে দেখানো স্টেপ গুলো ফলো কর।
এবার আমদের কপি করা পাথ টা একবারে শুরুতে পেস্ট করে দেব এবং শেষে একটা সেমিকোলন (;) দেব। কোন স্পেস দেয়া যাবে না।
জাভা (JAVA ) প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ পার্ট-১
জাভা (JAVA ) প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ পার্ট-৩
জাভা (JAVA ) প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ পার্ট-৪
জাভা (JAVA ) প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ পার্ট-৫
জাভা (JAVA ) প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ পার্ট-৬
জাভা (JAVA ) প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ পার্ট-৭
জাভা (JAVA ) প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ পার্ট-৮
জাভা (JAVA ) প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ পার্ট-৯(If ,Else,Else If)
জাভা (JAVA ) প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ পার্ট-১০(Switch/ Case )
জাভা (JAVA ) প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ পার্ট-১১ (For Loop )
জাভা (JAVA ) প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ পার্ট-১২(While Loop / Do While Loop)
জাভা (JAVA ) প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ পার্ট-১৩( Operators)