আপনার ওয়েব সাইটে কেন গুগল সাইট ম্যাপ (Sitemap) লাগাবেন।
মনে করেন কেউ আপনাকে জিজ্ঞেস করলো আপনার অফিস কত দুরে এবং কোন দিক দেয়ে যেতে হয় ? আপনার যদি অফিস যাবার উত্তরটি জানেন তাহলে আপনি খুবি সহজেই বলে দিতে পারবেন আপনার অফিস কত ধূর বা কোন দিকে।
আর যদি আপনি সঠিক ভাবে না জানা থাকে তাহলে আপনি উত্তর দিতে পারবেন না !
কিন্তু ঐ সময় যদি আপনার হাতে একটি ম্যাপ বা মানচিত্র থাকে তাহলে আপনি সেই ম্যাপ বা মানচিত্র দেখে দেখে বলে দিতে পারবেন যে কোন দিক দিয়ে যালে আপানার অফিস এ যাওয়া যাবে তা বলে দিতে পারবেন।
ঠিক এই জন্যই গুগল আপনার কাছে আপনার ওয়েব সাইটের সাইট ম্যাপ (sitemape) দিয়ে থাকে যাতে করে আপনার ভিজিটরদের সকল তথ্য দিতে পারে , যাতে করে আপানর ভিপিটরটা সুন্দর ভাবে আপনার সাইটে কোনো কিছু খুজার জন্য সহজে ওয়েব সাইটে আসতে পারে । এবং তাদের কাছে আপনার পুরো সাইটের প্রমান থাকে যে আপনার ওয়েব সাইটে কি কি আছে ।
আপনার ওয়েব সাইটে গুগল সাইট ম্যাপ (Sitemap) লাগাতে চাইলে প্রথমে এই লিংক এ ক্লিক করুন Google Webmaster Tools তারপর আপনার ব্লগ এর Email এবং Password দিয়ে লগ ইন করে আপানার ওয়েব সাইটের লিংক দিয়ে সাবমিট করুন।
Comments (No)