অনলাইনে পার্ট টাইম জব করুন?

পার্ট টাইম জব:

আমাদের অনেকেই স্কুল বা কলেজে পড়াশোনা করেন,তারসঙ্গে যদি পার্ট টাইম ব্যবসা বা জব করা যায় তাহলে অতিরিক্ত কিছু পয়সা আপনার পড়াশোনা এবং হাতখরচ বেরিয়ে আসতে পারে।তাই আমরা এই আর্টিকলে সেটাই জানবো কোথায় পার্ট টাইম চাকরি বা স্টুডেন্ট জব করে স্বনির্ভর হতে পারবেন।

যে কাজ গুলো নিয়ে আলোচনা করবো সেখানে আপনি প্রত্যেকদিন মাত্র 2-3 ঘন্টা কাজ করে একটা ভালো পরিমাণে আর্নিং আসতে পারে। শুধু তাই নই,এর মধ্যে কিছু এমন মধ্যম রয়েছে যেখানে আপনার একটা এন্ড্রোইড ফোন থাকলেই হবে। বাড়িতে বসে অনেকেই ফ্রি টাইম এ মোবাইলে এটা সেটা দেখে টাইম পাস করি কিন্তু আপনি সেই সময় টা কাজে লাগিয়ে কিছু এক্সট্রা আর্নিং করতে পারলে সেটা কেমন হয়।

অনলাইনে পার্ট টাইম জব করুন? 1

অনলাইনে 7 টি সেরা পার্ট টাইম জব:

বর্তমান এই ডিজিটাল জগতে ইন্টারনেট আসার ফলে সব কিছুই সম্ভব। এখন আপনি ঘরে বসে অনলাইনে যেকোনো কাজ করতে পারবেন। ইন্টারনেটের সাহায্যে বহু এমন কাজ আছে, যেগুলো আপনি নিজের কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে করে ভালো পরিমান আর্নিং করা সম্ভব। আমরা নিচে সেই রকম ১০টি কাজের সম্পর্কে জানার চেষ্টা করব যেগুলো পার্ট টাইম ও ফুলটাইম দুই ভাবেই করতে পারবেন।

1) পার্ট টাইম ব্লগিং করে আর্নিং করুন –

আপনি পার্ট টাইম ব্লগিং করে একটা ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন। হাজার হাজার স্টুডেন্ট এবং বেকার যুবক-যুবতীরা এই পার্ট টাইম ব্লগিং করে মাসে 10 থেকে 50 হাজার টাকা পর্যন্ত আর্নিং করছেন। প্রথমত আপনার এখানে কোন ইনভেসমেন্ট এর দরকার পরে না,আপনি ফ্রিতে গুগলের ব্লগারকে ব্যবহার করে সেখান থেকে লেখালেখি শুরু করতে পারেন ।

প্রত্যেকদিন 2-3 ঘন্টা আপনার যে সাবজেক্টে ইন্টারেস্ট আছে যে টপিক এ ভালো জ্ঞান আছে তার লিখা লিখা শুরু করুন। সেটা যেকোন বিষয় এর হতে পারে টেকনোলজি বিষয় হতে পারে,কোন গল্প হতে পারে ,কোন পার্সোনাল ইনফরমেশন হতে পারে, কোন প্রডাক্ট রিভিউ হতে পারে সেই টপিক গুলোর উপর বিস্তারিত লিখুন এবং সেগুলো জনগণ এর মধ্যে শেয়ার করুন।

এরপর ধীরে ধীরে আপনার ব্লগে ভিজিটর বা দর্শক এলে google-AdSense দ্বারা ব্লগ কে monetization শুরু করুন তারফলে আপনার আর্নিং ও স্টার্ট  হয়ে যাবে।

2) Appen.com ফ্রীলান্সার পার্ট টাইম জব 

আমি আপনাদের সঙ্গে এমন একটি অপরচুনিটি শেয়ার করতে যাচ্ছি যেটা খুব কম লোকে জানে। Appen হচ্ছে একটি international কোম্পানি, এই কোম্পানি সাধারণত গুগলের,ফেসবুকের মতো বড়ো বড়ো কোম্পানির যাবতীয় কাজ করে থাকে এর হেডকোয়ার্টার অস্ট্রেলিয়ার মধ্যে অবস্থিত, এই কোম্পানিতে আপনি join করে পার্ট টাইম কাজ করতে পারেন।

এখানে আপনি অপ্প্রভ হয়ে গেলে খুবই ছোট ছোট এবং সহজ কাজ যেমন-  গুগলের সার্চ করা,ট্রান্সলেট করা এই ধরনের সহজ কাজ করার পরিবর্তে টাকা পাবেন। এই সাইট এর সব থেকে ভালো গুণ হচ্ছে আপনি এই কাজ ঘরে বসে মোবাইলের সাহায্যে করতে পারবেন, এছাড়া নিজের ভাষায়,হ্যাঁ বন্ধুরা বাংলা তে এই কাজ করার অপরচুনিটি রয়েছে। আপনি ট্রান্সলেট ইংলিশ থেকে বাংলায়,হিন্দি থেকে বাংলায় এই ধরণের ট্রান্সলেট ও করার বহু কাজ রয়েছে।

Appen এ আপনি ফ্রীতে jion হতে পারবেন,তবে এই সাইট এ জব পেতে হলে একটি অনলাইন exam দিতে হয়। আপনি এই সাইট সম্পর্কে ইউটউব বা গুগল থেকে রিভিউ বা বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন।

3) Fiverr ফ্রীলান্সার কাজ 

আপনি ফাইবার এ ফ্রীলান্সার কাজ করে  কিছু এক্সট্রা আর্নিং করে নিতে পারেন। ফাইবারের হচ্ছে খুবই পপুলার একটি ওয়েবসাইট যেখানে ফ্রিল্যান্সিং কাজ করে ন্যূনতম পাঁচ ডলার বা তার বেশি ইনকাম করা যায়। আপনি যদি ফটো এডিটিং,লোগো এডিটিং,কনটেন্ট রাইটিং,গ্রাফিক্সে এডিটিং বা ভিডিও এডিটিং আরো বিভিন্ন এই ধরণের কাজ জানা থাকে, তাহলে অবশই এই সাইট টি ভিসিট করুন।

ইন্ডিয়া এবং বাংলাদেশে হাজার হাজার যুবক-যুবতী এই সাইট থেকে একটা ভালো পরিমাণের অর্থ উপার্জন করে থাকেন।

বেশি না আপনি কোনো কাজ জানেন না কোনো স্কিল নেই আপনার একবারে সাইট টি ভিজিট করে দেখুন এবং চেক করে দেখুন ভারত এবং বাংলাদেশের যুবক-যুবতিরা কি পদ্ধতিতে খুবই ন্যূনতম কাজ করে কিভাবে হাজার হাজার টাকা আয় করে নিচ্ছেন। 

 4) ডাটা এন্ট্রি পার্ট টাইম চাকরি

আপনি ঘরে বসে পার্ট টাইম করে মাসে 10 থেকে 15 হাজার টাকা আরামসে এই কাজের মাদ্যমে আয় করতে পারবেন,সেই কাজটি হয়েছে ডাটা এন্ট্রি ।

ডাটা এন্ট্রি কাজ হচ্ছে কোনো ডাটা রয়েছে তাকে কোনো সফটওয়্যার এর সাহায্যে সেই তথ্য কে সাজাতে হবে। মানে আপনার কাছে কোনো লিস্ট থাকতে পারে ,পিডিএফ ফাইল,ডকুমেন্ট থাকতে পারে সেটা কোন সফটওয়্যার এর সাহায্যে এন্ট্রি করানো কে ডাটা এন্ট্রির কাজ বলা হয়। এখানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, প্রথমত আপনি যে সফটওয়ারের কাজ করবেন সেটার সম্পর্কে আপনাকে জানতে হবে যেমন কোন ডাটা যদি এক্সেলে এন্ট্রি করতে চান তাহলে আপনাকে এক্সেল কি করে ব্যবহার করতে হয় সেটা জানতে হবে। একই ভাবে ব্যাংকের কোন ডাটা এন্ট্রি করতে গেলে আমাকে ব্যাংকের সফটওয়্যার জানতে হবে,

কোন কনটেন্ট এন্ট্রি করতে গেলে সেখানে আমরা মাইক্রোসফট ওয়ার্ড বা গুগল ডকস আছে এগুলো ব্যবহার করা জানতে হবে। এছাড়া যদি কাজের কথা বলেন ভুরিভুরি ফ্রিল্যান্সিং সাইট পেয়ে যাবেন যেখানে আপনাকে ডাটা এন্ট্রি জব অফার করা হয়।

5) Affiliate marketing

এবার আমরা পরবর্তী যে অপরচুনিটির কথা বলব সেটা হচ্ছে আফিলিয়েট মারকেটিং।

অ্যাফিলিয়েট মার্কেটিং কি তার ছোট্ট সংজ্ঞা দিয়ে দিচ্ছি – আপনি যে সাইট গুলো থেকে অনলাইনে শপিং করেন সেরকম মার্কেটে বহু কোম্পানি আছে,তাদের প্রোডাক্ট আপনি সেল করিয়ে তার কিছু কমিশন আর্নিং করতে পারেন।এই কোম্পানি গুলো যেমন অ্যামাজন,ফ্লিপকার্ড,মিন্ত্রা,স্নাপডিল,পেটিএম এদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম এ পার্টনারশিপ জয়েন করে এদের প্রডাক্ট কে প্রমোট করিয়ে তার কিছু পারসেন্ট কমিশন আয় করতে পারেন। প্রমোট করার জন্য শুধু মোবাইল থাকলেও হবে।একটা ফেসবুক পেজ বানান সেখানে আপনার ফলোয়ার এর কাছে এদের প্রমোট করতে পারেন।

6) Content Writer

আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা লেখালেখি কাজ করতে খুব পছন্দ করেন,এবং ফেসবুকের মধ্যে বা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক সাইট এ খুব সুন্দর সুন্দর পোস্ট লিখে শেয়ার করেন।

তাই আমি সেইসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি কোন একটা পার্টিকুলার টপিক নিয়ে ভালো লিখতে পারেন বা আপনার রাইটিং স্কিল খুব সুন্দর, তাহলে আপনি এই পেশা টা থেকে ভালো রকম আর্নিংকরতে পারবেন।কনটেন্ট রাইটিং করে ঘন্টায় কুড়ি ডলার পর্যন্ত ইনকাম করা সম্ভব।

আমি নিচে কয়েকটি ভালো ফ্রীলান্স সাইট বলে দেবো, এখানে লেখা লিখির কাজের বহু জব পাবেন। 

টিউটর – অ্যাকাউন্ট খুলুন

ইন্ডিড – অ্যাকাউন্ট খুলুন

Guru.com- অ্যাকাউন্ট খুলুন

7) Online Surveys

আপনারা ফাঁকা টাইমে মোবাইলে টাইম পাস না করে সেই সময়ে পার্ট টাইম কাজ করে কিছু এক্সট্রা পয়সা ইনকাম করতে পারবেন। আপনি সার্ভে করার পরিবর্তে কিছু এক্সট্রা টাকা ইনকাম করতে পারেন।

সাধারণত কোন কোম্পানি নতুন কোন প্রোডাক্ট লঞ্চ করলে অথবা কোন কিছু জিনিসের উপর পাবলিকের মতামত  দরকার পড়লে তখন তারা মানুষের কাছে তাদের প্রোডাক্টের রিভিউ বা  ফিডব্যাক জানতে চাই। এবং এই সার্ভে গুলো পূরণ করে আপনি আপনার সেই প্রোডাক্ট এর ফিডব্যাক বা মতামত  দিবেন তার বদলে কোম্পানি আপনাকে কিছু পয়সা দিবে।

আপনার একটা মোবাইল থাকলেই হবে,ল্যাপটপ বা কম্পিউটারে দরকার নেই।এখানে ১০- ১৫ মিনিট কাজ করে প্রত্যেকদিন 100,200,300 টাকা আয় করা সম্ভব।

নিচে কিছু সাইট বলে দিলাম আপনারা গুগলে সার্চ করে দেখেনিন।

  • InboxDollars.
  • Swagbucks.
  • Prize Rebel.
  • Vindale Research.
  • Pinecone Research.
  • Global Test Market.
  • MySurvey.
  • Opinion Outpost.

আমাদের শেষ কথা,

উপরে যে পার্ট টাইম জব গুলো নিয়ে আলোচনা করলাম,সেগুলো আপনি গুগলে বা ইউটউব এ সার্চ করে আরো বিস্তারিত ভাবে রিসার্চ করতে পারেন।দেখুন মোবাইলে আপনার ইন্টারনেট আছে সেটা দিয়ে একটু রিসার্চ করুন আপনি ১ টা নই ১০০ টা পার্ট টাইম চাকরি খোজ পেয়ে যাবেন।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ