ফরেক্স Spread স্প্রেড

ফরেক্স Spread স্প্রেড 1
Forex Spread স্প্রেড

Forex Spread – ফরেক্স ব্রোকারগুলো কারেন্সি পেয়ার এর প্রাইসগুলো দুইভাবে প্রদর্শন করে থাকে। যার একটিকে বলা হয়, Bid এবং অন্যটি হচ্ছে Ask প্রাইস। এখন তাহলে প্রশ্ন হচ্ছে এই প্রাইসগুলো নাম এমন কেন? কিংবা এটি কি বোঝায়? আর কিভাবে এই স্প্রেডকে ক্যালকুলেট করতে হবে। এছাড়াও, স্প্রেড এর প্রকারভেদ এবং ট্রেডিং এর জন্য কোনও ধরনের স্প্রেড ভাল সেটিও আমরা উপস্থাপন করার চেষ্টা করবো।

বিষয়টি জটিল না হলেও অনেকেই এটি ভাল করে না বুঝেই রিয়েল ট্রেড শুরু করে দেন। তবে আমাদের পরামর্শ হচ্ছে, আপনি যতদিন পর্যন্ত ট্রেডিং সাথে সম্পৃক্ত সকল বিষয়সমুহ জানতে কিংবা শিখতে না পারবেন ততদিন পর্যন্ত রিয়েল ট্রেডিং শুরু করবেন না। এতে আপনারই ক্ষতি হবে। তাহলে চলুন আজকের Forex Spread আর্টিকেল এর বিস্তারিত শুরু করি।

আর্টিকেল এর শুরুতেই বলেছিলাম, ব্রোকার টার্মিনালে এন্ট্রি গ্রহন করার জন্য দুই ধরনের প্রাইস প্রদর্শন করে থাকে। একটি হচ্ছে BID এবং অন্যটি হচ্ছে ASK । তাহলে প্রথমে জানতে হবে কেন এই প্রাইস টার্মিনালে এন্ট্রির জন্য প্রদর্শিত হয়।

“Bid” হচ্ছে এমন একটি প্রাইস যেখানে আপনি কারেন্সি পেয়ারের base currency কে Sell করতে পারবেন। অন্যদিকে,

“Ask” হচ্ছে এমন একটি প্রাইস যেখানে আপনি কারেন্সি পেয়ারের base currency কে Buy করতে পারবেন।

যখন টার্মিনালে এন্ট্রি গ্রহন করতে যাবেন তখন এই দুই ধরনের প্রাইস আপনি দেখতে পাবেন। ফরেক্স ট্রেডিং এর ভাষায় এই দুই ধরনের প্রাইস এর মধ্যকার গ্যাপকে বলা হয়ে থাকে Spread

যেসকল ব্রোকার কমিশন চার্জ করে না, তারা মুলত এই স্প্রেড এর মাধ্যমে চার্জ করে প্রফিট করে থাকে। অর্থাৎ এই স্প্রেড এর মাধ্যমে ব্রোকার ট্রেড থেকে অর্থ উপার্জন করে থাকে। ট্রেড থেকে কমিশন চার্জ না করে এই ব্রোকারগুলো মুলত, ট্রেডার যেই পজিশন কিংবা এন্ট্রি গ্রহন করতে চায় সেটির প্রাইস এর এই পার্থক্য থেকে মুনাফা অর্জন করে থাকে।

সুতরাং যদি কোনও ব্রোকার বলে তারা “zero commissions” কিংবা “no commission” এর মাধ্যমে ট্রেড করার সুবিধা প্রদান করে, এটি মুলত ক্লায়েন্টদেরকে প্রভাবিত করার জন্য প্রদান করার জন্য একটি মার্কেটিং পলিসি। কেননা, ব্রোকার যদি বলে তারা কোনও কমিশন চার্জ করবে না এটি মুলত হচ্ছে, ব্রোকার Forex Spread এর মাধ্যমে ট্রেড থেকে চার্জ করবে যাও কমিশন এর চার্জ এর মতনই।

ফরেক্স ট্রেডিং এর স্প্রেড এর ক্যালকুলেশনঃ

Forex Spread মুলত পিপ্স এর মাধ্যমে পরিমাপ করা হয়ে থাকে, যা হচ্ছে কারেন্সি পেয়ারের মুভমেন্ট এর সর্বনিম্ন একক। বেশীরভাগ কারেন্সি পেয়ারেই এক পিপ্স সমান হচ্ছে 0.0001 । একটি উধাহরন দিচ্ছি, যদি EUR/USD কারেন্সি পেয়ারের প্রাইস দশমিক এর ৪ ঘর হয়ে থাকে তাহলে টার্মিনালে (MT4 Terminal) প্রাইসটি দেখতে হবে অনেকটাই এই রকমের 1.1051/1.1053 ।

সহজ কথায়, দুইটি প্রাইস এর মধ্যবর্তী গ্যাপই হচ্ছে স্প্রেড। তাহলে এই উধাহরনে, দুইটি প্রাইসের গ্যাপ এর পরিমাণ হচ্ছে 1.1051-1.1053 = 0.0002 অর্থাৎ স্প্রেড হচ্ছে ২ পিপ্স।

তবে এক্ষেত্রে কিছু ব্যাতিক্রম আছে। যেমন, JPY এর কারেন্সি পেয়ারগুলোর প্রাইস দশমিক এর পর, ২ ঘর হয়ে থাকে। যদি কারেন্সি পেয়ার এর প্রাইস দশমিক এর পর ৫ ঘর, না হয়ে থাকে। উধাহরন হিসাবে বলা যায়, USD/JPY এর প্রাইস হচ্ছে 110.00/110.04 এখানে এটির প্রাইস হচ্ছে দশমিক পর 4 ঘর । অন্যদিকে, যদি প্রাইস এমন থাকে 110.012/110.01তাহলে বুঝবেন এটি দশমিক এর পর ৫ ঘর এর প্রাইস রেঞ্জ।

Forex Spread কত রকমের থাকে?

ব্রোকারভেদে টার্মিনালে স্প্রেড দুইভাবে দেখতে পাবেন। এটি মুলত নির্ভর করবে আপনার ব্রোকার কিভাবে, আপনার ট্রেড থেকে মুনাফা অর্জন করে থাকে।

স্প্রেড হচ্ছে মুলত দুই ধরণেরঃ

  1. Fixed (যেই স্প্রেড পরিবর্তিত হয় না)
  2. Variable (যেটি মার্কেট প্রাইস এর সাথে পরিবর্তিত হয়)
ফরেক্স Spread স্প্রেড 2

Fixed Spread এর মাধ্যমে যেসকল ব্রোকার প্রাইস প্রদর্শন করে থাকে, এরা মুলত হচ্ছে মার্কেট মেইকার কিংবা “Dealing Desk” ব্রোকার । অন্যদিকে, যেসকল ব্রোকার এর টার্মিনালে স্প্রেড পরিবর্তিত হতে দেখা যায় সেগুলো মুলত “Non Dealing Desk” সিস্টেম এর মাধ্যমে ট্রেডিং এর যাবতীয় কার্যাদি সম্পন্ন করে থাকে।

Fixed Spread কি?

আশা করছি, আপনাদের ইতিমধ্যেই স্প্রেড সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পেরেছি। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, Fixed Spread আসলে কি? সহজ অর্থে, এটি হচ্ছে যখন কারেন্সি পেয়ার এর স্প্রেড একই থাকে অর্থাৎ মার্কেট প্রাইস এর যেকোনো ধরনের পরিবর্তন কিংবা মুভমেন্ট এর জন্য কোনওভাবেই কারেন্সি পেয়ারের স্প্রেড এর কোনও ধরনের পরিবর্তন হবে না। আরও একটু বিস্তারিত যদি বলি, ধরুন ব্রোকার এন্ট্রি গ্রহন করার জন্য EUR/USD কারেন্সি পেয়ারে ৩ পিপ্স এর স্প্রেড প্রদান করে থাকে। এখন মার্কেট এর মুভমেন্ট যাই থাকুন না কেন, কোনও অবস্থাতেই এই স্প্রেড এর কোনও ধরনের পরিবর্তন হবে না। যেটি ৩ পিপ্স ছিল, সেটি সবসময় ৩ পিপ্স এরই থাকবে।

যেসকল ফরেক্স ব্রোকারে স্প্রেড এর কোনও ধরনের পরিবর্তন হয় না সেই ব্রোকারগুলো মুলত মার্কেট মেইকার কিংবা ডিলিং ডেস্ক এর মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। ডিলিং ডেস্ক ব্রোকার সম্পর্কিত তথ্যাদি আপনাদের কাছে পূর্বেই প্রকাশ করেছি। তারপরও বলছি, এটি হচ্ছে ব্রোকার এর ধরন। এই ধরনের ব্রোকাররা সাধারণত, এর লিকুইডিটি প্রোভাইডার এর থেকে বড় পরিসরে পজিশন কিংবা এন্ট্রি গ্রহন করেন এবং তারপর সেটিকে ছোট ছোট ভাগে ভাগ করে ট্রেডারদের এন্ট্রি গ্রহন এর জন্য প্রদান করে থাকে। অর্থাৎ, ডিলিং ডেস্ক ব্রোকার মুলত ট্রেডারদের বিপরীতে এন্ট্রি গ্রহন করে থাকে। এই ধরনের ব্রোকাররা মুলত Fixed Spread প্রদান করতে সক্ষম কেননা, এরা মুলত নিজের ইচ্ছামতন প্রাইস নির্ধারণ করতে সক্ষম।

Fixed Spread এর সুবিধাসমুহ

যেইসকল ব্রোকার এই ধরনের স্প্রেড এর ট্রেডিং সুবিধা প্রদান করে তারা মুলত ট্রেড শুরু করার জন্য প্রাথমিক জামানত এর পরিমান এর প্রয়োজন হয় অনেক কম। যার অর্থ হচ্ছে, যাদের ট্রেডিং এর বিনিয়োগ এর পরিমান কম তাদের জন্য এই ব্রোকার সুবিধা প্রদান করে থাকে। এছারাও, যেহেতু এই ব্রোকার এর স্প্রেড এর কোনওরুপ পরিবর্তন হয় না তাই ট্রেডার হিসাবে আপনি জানেন এন্ট্রির জন্য আপনার লস কি পরিমান হবে। কেননা, এন্ট্রি নেয়ার জন্য স্প্রেড, ট্রেডার এর জন্য এককথায় লস। যেহেতু আপনি জানেন স্প্রেড এর পরিমান একই থাকবে সুতরাং আপনি জানবেন লস এর পরিমাণ।

Fixed Spread এর অসুবিধাসমুহ

কারেন্সি পেয়ার এর মুভমেন্ট যেহেতু লিকুইডিটি প্রোভাইডার নিজে নির্ধারণ করে থাকেন সেক্ষেত্রে এন্ট্রি গ্রহন করার সময় বার বার Re-quotes শব্দটি হতে পারে। যেহেতু ব্রোকার প্রাইস নির্ধারণ করে থাকে এবং কারেন্সি পেয়ার এর প্রাইস লিকুইডিটি প্রোভাইডার এর থেকে আসে না তাই এই ধরনের ব্রকারে এন্ট্রি গ্রহন করার সময় এক্সিকিউশন হতে সময় লাগে এবং বার বার এই রি-কোউট শব্দটি আসবে। অর্থাৎ, সঠিক সময়ে আপনাকে এন্ট্রি গ্রহন করতে দিবে না। কিংবা আপনি পারবেন না।

অনেক সময়, বিশেষ করে যখন মুলত ফরেক্স মার্কেটের মুভমেন্ট খুববেশী পরিমাণ থাকে তখনই মুলত এই সমস্যাটি হয়। কারন মুভমেন্ট যখন খুব বেশী হয় তখন কারেন্সি পেয়ারের প্রাইস এর পরিবর্তনও হয় অনেকবেশী দ্রুত। যেহেতু ব্রোকার এর স্প্রেড পরিবর্তিত হয় না সেক্ষেত্র ব্রোকার চাইলেও মার্কেট এর সাথে রিয়েল টাইম প্রাইস এর সমন্বয় করতে পারে না। যার কারনে, অতিরিক্ত মুভমেন্ট এর সময় এই ধরনের ব্রোকারে এন্ট্রি গ্রহন করতে না পারা একটি বড় সমস্যা।

Fixed Spread এর অসুবিধাসমুহ

কারেন্সি পেয়ার এর মুভমেন্ট যেহেতু লিকুইডিটি প্রোভাইডার নিজে নির্ধারণ করে থাকেন সেক্ষেত্রে এন্ট্রি গ্রহন করার সময় বার বার Re-quotes শব্দটি হতে পারে। যেহেতু ব্রোকার প্রাইস নির্ধারণ করে থাকে এবং কারেন্সি পেয়ার এর প্রাইস লিকুইডিটি প্রোভাইডার এর থেকে আসে না তাই এই ধরনের ব্রকারে এন্ট্রি গ্রহন করার সময় এক্সিকিউশন হতে সময় লাগে এবং বার বার এই রি-কোউট শব্দটি আসবে। অর্থাৎ, সঠিক সময়ে আপনাকে এন্ট্রি গ্রহন করতে দিবে না। কিংবা আপনি পারবেন না।

অনেক সময়, বিশেষ করে যখন মুলত ফরেক্স মার্কেটের মুভমেন্ট খুববেশী পরিমাণ থাকে তখনই মুলত এই সমস্যাটি হয়। কারন মুভমেন্ট যখন খুব বেশী হয় তখন কারেন্সি পেয়ারের প্রাইস এর পরিবর্তনও হয় অনেকবেশী দ্রুত। যেহেতু ব্রোকার এর স্প্রেড পরিবর্তিত হয় না সেক্ষেত্র ব্রোকার চাইলেও মার্কেট এর সাথে রিয়েল টাইম প্রাইস এর সমন্বয় করতে পারে না। যার কারনে, অতিরিক্ত মুভমেন্ট এর সময় এই ধরনের ব্রোকারে এন্ট্রি গ্রহন করতে না পারা একটি বড় সমস্যা।

Variable Spread কি?

নাম শুনেই হয়তোবা বুঝতে পারছেন, এই ধরনের স্প্রেডটি সবসময় পরিবর্তনশীল। অর্থাৎ, আপনার ব্রোকার যদি এই ধরনের স্প্রেড সাপোর্ট করে তাহলে এটির স্প্রেড, কারেন্সি পেয়ারের মুভমেন্ট এর সাথে সাথে ক্রমান্বয়ে পরিবর্তিত হতে থাকবে। এই ধরনের স্প্রেড এর ক্ষেত্রে, কারেন্সি পেয়ারের বিড এবং আস্ক প্রাইসের যেই পার্থক্য রয়েছে সেটি ক্রমান্বয়ে পরিবর্তিত হতে থাকবে।

এই ধরনের স্প্রেড মুলত Non Dealing Desk ব্রোকার অফার করে থাকে এবং স্প্রেড এর পরিমাণ মুলত সামগ্রিক মার্কেট এর ভোলাটিলিটি এবং কারেন্সি পেয়ারটির সাপ্লাই এবং ডিমান্ড এর উপর নির্ভর করে থাকে। সাধারণত, স্প্রেড এর পরিমাণ কমা কিংবা বাড়া নির্ভর করবে মার্কেট এর মুভমেন্ট এবং এর লিকুইডিটি এর উপর। যেমন, বিভিন্ন ধরনের নিউজ এবং অর্থনৈতিক ডেটা যখন প্রকাশিত হয়ে থাকে তখন কারেন্সি পেয়ারের স্প্রেড স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যায় অর্থাৎ পূর্বের তুলনায় বৃদ্ধি পায়। এই সময়গুলোতে মুলত কারেন্সি পেয়ারের লিকুইডিটি এর পরিমাণ কমে আসে যার ফলে স্প্রেড এর পরিমাণ বেড়ে যায়।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ