Domain কিনবেন যেভাবে তার Guide line আধুনিক এই যুগে প্রতিনিযত নতুন নতুন ব্লগ ও ওয়েবসাইট বানানোর প্রয়োজন হচ্ছে। আর একটি
ওয়েবসাইটের খুবিই গুরুত্বপূর্ণ অংশ হল এর Domain। একটি ডোমেইন ছাড়া কখনই একটি ওয়েবসাইট
খোলা সম্ভব না। তাই একটি সাইট খোলার এর সময় সবথেকে আগে যে জিনিসটি মাথায় আসে সেটি হল
তার ডোমেইন। তো আপনি কি বলতে পারেন কিভাবে একটি ডোমেইন ক্রয় করতে হয়?আমি এই
পোস্টে আপনাকে ডোমেইন কেনার উপায় বিস্তারিতভাবে বলে দেব।
তাহলে চলুন জেনে নেই যে কিভাবে এই কাজটি করতে হয়!
ডোমেইন কিনবেন কিভাবে?
একটি ওয়েবসাইটের খুবিই গুরুত্বপূর্ণ অংশ হল এর ডোমেইন। আর আপনি একটি ডোমেন কিনবেন
কিভাবে তার বিষয়ে আমি ধাপে ধাপে একটি ডোমেইন কেনার প্রক্রিয়া দেখাবো। আশা করি আপনাদের
কাজে আসবে।
ডোমেইন ২ টি উপায়ে কিনা হয়ে থাকে তা হলঃ
১। শুধুমাত্র একটি ডোমেইন কেনা
২। কোন হোস্টিং প্যাকের সাথে ডোমেইন কেনা
একটি ওয়েবসাইট খুলতে একটি Hosting pack ও কেনার প্রয়োজন হয় আর তাই আপনি চাইলে আপনার
ডোমেইনটি একটি হোস্টিং প্যাক কেনার সময়ই কিনতে পারেন, আবার শুধুমাত্র একটি ডোমেইন ও
আলাদাভাবে কিনতে পারেন যদি এখনই সেটা হোস্টিং না করতে চান।
যাই হোক আমি উভয় পদ্ধতিই এই পোস্টে আলোচনার মাধ্যমে আপনাদের কে বলছি।
জানতে চাইলে ! বিভিন্ন এক্সটেনশনের ডোমেইনের দাম সর্ম্পকে জানুন ।
শুধুমাত্র ডোমেইন কেনা
তাহলে প্রথমে আমি শুধুমাত্র ডোমেইন কেনার উপায়টি এখানে দেখাচ্ছি।
১। ডোমেইন পছন্দ করুন
আপনার ডোমেইনটি পছন্দ করুন। ডোমেইন হল একটি ইউনিক নেম, তাই আপনি শুধুমাত্র ওই
ডোমেইনটিই কিনতে পারবেন যা আপনার আগে অন্য কেউ রেজিস্ট্রেশন করে ফেলেনি।তাই প্রথমে
আপনি আপনার সাইটের জন্য একটি সুন্দর নাম পছন্দ করুন। তারপর কিনার জন্য প্রস্তুতি নিন। একটি
সুন্দর ডোমেন আপনার ব্যাবসাকে অনেক উন্নয়ন করতে সাহায্য করে ।
কিনতে এখানে ক্লিক করুন
২। ডোমেইন রেজিস্ট্রার কোম্পানির সাইট ভিজিট করুন
আপনার ডোমেইন এর নামটি পছন্দ করা হয়ে গেলে এবার এখানে ক্লিক করে Namecheap এ ভিজিট
করুন।আমি এখানেNamecheap কে রেকমেন্ড করছি কারন তারা হল ওয়ার্ল্ড ক্লাস ডোমেইন
রেজিস্ট্রার। এবং আপনি খুবিই অল্পদামে ভালমানের ডোমেন ক্রয় করতে পারবেন । এছাড়া ও আপনি
চাইলে GoDaddy থেকেও আপনার ডোমেইনটি কিনতে পারেন। এখানেও ভাল মানের ডোমেন পাওয়া
যায় ।
সর্তক থাকুন :
আপনি লোকাল কারো কাছ থেকে এই যেমন লোকাল কোন কোম্পানি বা বড় ভাইকে দিয়ে আপনার
ডোমেইনটি কেনাবেন না।কারন আপনাকে আপনার নিজস্ব একাউন্টেই ডোমেইন কিনতে হবে, তাহলে
আপনি সর্বোচ্চ নিরাপত্তা পাবেন।এমন ঘটনা অহরহ ঘটছে যে লোকাল কারো কাছ থেকে ডোমেইন
কিনলেন, কিন্তু পরের বছর আর রিনিউ করতে পারলেন না কারন আপনি আপনার একাউন্টে আপনার
ডোমেইনটি কেনেননি।
সুতরাং এদিকে খেয়াল রাখবেন ।
Namecheap এ ভিজিট করলে আপনি একটি ওয়েব পেইজ পাবেন যেখানে নিচের মত একটি বক্স দেখতে পাচ্ছেনঃ
এই বক্সে আপনার পছন্দের ডোমেইন নেমটি বসিয়ে দিন আর এরপর .com এক্সটেনশনটি ব্যবহার
করুন কারন .com হল সবথেকে জনপ্রিয় এক্সটেনশন।এরপর এর পাশে থাকা সার্চ বাটনটিতে ক্লিক
করুন।
আপনার ডোমেইনটি যদি এভেইলেবল থাকে তবে আপনি তার বা দিকে একটি টিক চিহ্ন ও ডানদিকে
একটি শপিং কার্ট বাটন দেখতে পাবেন।
আমি shopnochura.com দিয়ে টেস্ট করেছি এবং দেখতে পারছেন যে তার ডানদিকে ডোমেইনটির
দামসহ একটি শপিং কার্ট দেখাচ্ছেঃ
আপনি কিনতে চাইলে তার দাম দিয়ে ডোমেনটি কিনতে পারেন ।
৪। ডোমেইনটি শপিং কার্ট এ যোগ করুন
আপনার পছন্দের ডোমেন ঠিক হয়ে গেলে ,এবার আপনি ওই শপিং কার্ট বাটনে ক্লিক
করুন ও দেখবেন যে ডানদিকে থাকা আপনার কার্টে তা যুক্ত হয়ে গিয়েছেঃ
৫। View Cart বাটনে ক্লিক করুন
এবার নিচে দেখবেন যে View Cart নামে একটি বাটন আছে। এখানে ক্লিক করলে নিচের
মত একটি লিস্ট দেখতে পাবেনঃ
৬। সেটিং করে নিন
আপনি আপনার পছন্দের ডোমেনটি কত বছরের জন্য কিনতে চান তা সিলেক্ট করে
নিতে পারবেন। 1 Year বাটনটিতে ক্লিক করে আপনার প্রয়োজন মত যে কয় বছর ইচ্ছা
তা বাড়িয়ে নিন।আর এর পাশে থাকা AUTO-RENEW অন করে দিন তাতে করে
আপনার ডোমেইনটি প্রতি বছর অটোমেটিকলি রিনিউ হয়ে যাবে।
৭। ডোমেইনের বিল পরিশোধ করুন
আপনার পছন্দের ডোমেইনের সমস্ত ইনফরমেশন আবারও ভালমত চেক করে নিন যে
কোথাও কোন ভুল আছে কিনা।থাকলে কিন্তু একটু সমস্যা হতে পারে । তাই চেক করে
নিন ।সবকিছু ঠিক থাকলে আপনাকে এবার আপনার ডোমেইনটির বিল পরিশোধ করতে
হবে।
৮।Confirm Order বাটন টিতে ক্লিক করতে হবে
আপনার যদিNamecheap এ আগে থেকেই কোন একাউন্ট থেকে থাকে তবে তাতে
লগইন করুন আর না থেকে থাকলে সাইনআপ বাটনে ক্লিক করে একটি একাউন্ট খুলুন।
একাউন্ট খুলতে এখানে দেখুন ক্লিক করুন
এরপর আপনার কার্ডের ইনফরমেশন দিয়ে ডোমেইনটির বিল পরিশোধ করুন।বিল
পরিশোধ হয়ে গেলে আপনি আপনার ইমেইলে কয়েকটি ইমেইল পাবেন যেখানে একটি
ডোমেইন ভেরিফিকেশন ইমেইল আছে। ওই ইমেইলে প্রবেশ করে আপনার ডোমেইনটি
ভেরিফাই করে নিন।
এখানেই শেষ । আপনি আপনার ডোমেন কিনে ফেলেছেন ।
জেনে রাখা ভাল! একটি ওয়েবসাইট তৈরির খরচ কত?
কোন হোস্টিং প্যাকের সাথে ডোমেইন কেনা
এখন আমি দেখাবো কিভাবে একটি হোস্টিং প্যাক এর সাথে আপনি আপনার ডোমেইনটি
কিনতে পারেন।
এই উপায়টি সম্পর্কে আমি এখানে বিস্তারিত আলোচনয়া করছি না কারন আমি এ
সম্পর্কে ইতোমধ্যে নিচের গাইডে আলোচনা করেছি । আপনি সেখান থেকে জানতে
পারবেন ।
কিভাবেব্লগ বা ওয়েব সাইট খুলতে হয় তার কমপ্লিট গাইড লাইন ।
তো ওপরের লিঙ্কে ক্লিক করে দেখুন যে কিভাবে একটি ব্লগ খুলতে হয়। সেখানে আপনি
নেমচিপের একটি হোস্টিং প্যাকের সাথে একটি ডোমেইন কেনার প্রক্রিয়া বিস্তারিতভাবে
দেখতে পাবেন।
তাহলে জেনে গেলেন তো কিভাবে একটি ডোমেইন কিনতে হয়?
এ গাইডটি আপনার ব্রাউজারে বুকমার্ক করে রাখুন ও যখন আপনার কোন ডোমেইন
কেনার প্রয়োজন হবে, তখন গাইডটি অনুসরণ করে তা কিনে ফেলুন।
ভালো থাকবেন ও পরের গাইডে আবারো দেখা হবে।Categories ওয়েব ডোমেন Post navigationইউটিউব থেকে কিভাবে টাকা আয় করবেন ? এবং সেই টাকা কিভাবে উঠাবেন?নেমচিপ কোম্পানির সেরা সব হোস্টিং প্যাকের দাম সর্ম্পকে আলোচনা
Comments (No)