ফরেক্স বা ফরেক্স ট্রেডিং হলো এক ধরনের ব্যবসা। এটাকে অনলাইন ফরেক্স ট্রেডিংও বলে। এটা অনলাইনেই করতে হয়। এটা মুলত বৈদেশিক মুদ্রা বা Foreign Currency বেচা কেনা। এটাই অনলাইন আয়ের জগতে সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে রিস্কি আয়ের মাধ্যম।
সতর্কতা: ফরেক্স ট্রেডারদের ৯০% লোক আয় তো দুরের কথা উল্টো পুজি হারায়। লস খেয়ে বেশিরভাগ লোকই এই পেশা থেকে বের হয়ে যায়। অনেকেই আবার এডিকটেড হয়ে যায় লস রিকভার করার জন্য। এই এডিকশন বা নেশা তার জীবনকে দুর্বিসহ করে তোলে। তাই আপনি যদি নতুন হোন তাহলে আপনি ফরেক্স না করে ফ্রীল্যান্সিং শিখুন। মুলত: আমার আর্টিকেল গুলো শুধুমাত্র পুরাতনদের জন্য যারা আগে থেকেই ট্রেডের সাথে যুক্ত তাদের ট্রেডিং স্কীল ডেভেলমেন্টের জন্য।
মার্কেট এনালাইসিসই হচ্ছে ফরেক্স ট্রেডিং এর সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয়। কেননা মার্কেট কোন দিকে যাবে বুঝতে পারলে প্রফিট করার সবচেয়ে উপায় হচ্ছে ফরেক্স। তাই মার্কেট কোন দিকে যাবে বুঝতে হলে মার্কেট এনালাইসিসটা ভাল মতো শিখতে হবে।
মার্কেট এনালাইসিস মুলত তিন রকম
১. ফান্ডামেন্টাল এনালাইসিস
২. টেকনিক্যাল এনালাইসিস
৩. সেন্টমেন্টাল এনালাইসিস
এই তিন রকম এনালাইসিস বিষয়ে যদি আমাদের ভাল জ্ঞান থাকে তাহলে ফরক্স মার্কেট থেকে প্রফিট বের করা অনেক সহজ।
Comments (No)