ইউপিআই পেমেন্টের জন্য ব্যবহৃত গুগল পে অ্যাপ এবার থেকে আরও বেশি সুরক্ষিত। এই অ্যাপে বায়োমেট্রিক অথিন্টিকেশন ফিচার যুক্ত করা হয়েছে। এবার থেকে যে কোনও ধরণের ডিজিটাল লেনদেনের জন্য ব্যবহারকারীরা বায়োমেট্রিক অথিন্টিকেশন ব্যবহার করতে সক্ষম হবেন। এই নতুন ফিচারটি ২.১০০ ভার্সনে পাওয়া যাবে। প্রসঙ্গত গুগল তাদের এই বায়োমেট্রিক সিকিউরিটি সিস্টেম, অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের সাথে লঞ্চ করেছিল।
নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা অনলাইন ট্রানজকশনের সময় ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসিয়াল রিকগনিশন সিস্টেম ব্যবহার করতে পারবে। আগে গুগল পে বা জি-পে তে পিনের মাধ্যমে ব্যবহারকারীরা নিরাপদ লেনদেন করতে পারতেন। তবে এবার থেকে আরও দুটি সিস্টেম যুক্ত করা হলো।
আপাতত অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। কোম্পানির তরফে জানানো হয়েছে অ্যান্ড্রয়েড ৯ পাই সিস্টেম ব্যবহারকারীদের জন্য জলদি এই ফিচার উপলব্ধ হবে। এই ফিচারটি গুগল পে ব্যবহারকারীরা সেন্ডিং মানি সেকশনে দেখতে পাবেন। আপনাকে জানিয়ে রাখি ফিচার কেবল টাকা লেনদেনের সময় ব্যবহার করা যাবে। তবে এনএফসি পেমেন্টের জন্য ব্যবহারকারীকে পিন এর মাধ্যমে ভেরিফাই করতে হবে।
এদিকে দিওয়ালি অফার হিসাবে গুগল পে তাদের ব্যবহারকারীদের ক্যাশব্যাক দিচ্ছে। এই অফারে ব্যবহারকারীরা ২৫১ টাকা ক্যাশব্যাক ছাড়াও আরও এক লক্ষ টাকা অবধি ক্যাশব্যাক জিততে পারেন। এজন্য আলাদা কোন পারমিশন অথবা অতিরিক্ত টাকা খরচ আপনাদের করতে হবে না। আসুন জেনে নেওয়া যাক এই দুর্দান্ত অফারটির মাধ্যমে আপনারা কিভাবে এই ক্যাশব্যাক পেতে পারেন।
প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে আপনার Google Pay অ্যাপটিকে আপডেট করতে হবে। তারপর নিচের দিকে স্ক্রল করলেই আপনি দিওয়ালি অপশনটি দেখতে পাবেন। এখানে দিওয়ালি অপশনে ট্যাপ করলে আপনার কাছে একটি নতুন পেজ খুলে যাবে যাতে আপনি দেখতে পাবেন পাঁচটি স্ট্যাম্পের জায়গা রয়েছে। প্রতিটি স্ট্যাম্প ন্যুনতম একটি করে আপনাকে জোগাড় করতে হবে। স্ট্যাম্পগুলি হল- ঝুমকা, ফুল দিয়া বা প্রদীপ, ল্যান্টার্ন বা লন্ঠন এবং রঙ্গোলি। স্ট্যাম্পগুলি জোগাড় করার জন্য আপনার কাছে তিনটি পদ্ধতি রয়েছে-
প্রথম পদ্ধতিতে আপনাকে ৩৫ টাকার ওপরে যেকোনো একটি ট্রানজকশন যেমন- বিল পেমেন্ট, মানি ট্রান্সফার, পেটিএমে অ্যাড মানি, মার্চেন্ট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার অথবা মোবাইলের রিচার্জ করতে হবে। প্রতি ট্রানজকশনে আপনি একটি করে স্ট্যাম্প পাবেন।
দ্বিতীয় পদ্ধতিতে আপনাকে নিচে দেওয়া দিওয়ালি স্ক্যানার অপশনের মাধ্যমে দিওয়ালিতে ব্যবহার হওয়া এই পাঁচটি জিনিসকে স্ক্যান করতে হবে। স্ক্যান করলে আপনি একটি করে স্ট্যাম্প পেতে থাকবেন। তবে এই পদ্ধতিতে ফুল এবং রঙ্গোলি স্টাম্প দুটি পাওয়া প্রায় অসম্ভব।
তৃতীয় পদ্ধতিতে আপনাকে আপনার কোন বন্ধুকে যেকোনো একটি স্ট্যাম্প গিফট দিতে হবে। তার বিনিময়ে আপনি একটি স্ট্যাম্প পাবেন যা আপনার গিফট বোনাস অপশনে চলে আসবে। সেই গিফট বোনাসটিকে খুললেও আপনি একটি করে স্ট্যাম্প পেতে থাকবেন। তবে এক সময় আপনি আপনার একজন বন্ধুকে একটিই মাত্র স্ট্যাম্প গিফট করতে পারবেন। google Pay স্ট্যাম্প গিফট পেতে এখান।
এইভাবে যদি আপনার কাছে পাঁচটি স্ট্যাম্প চলে আসে তাহলে আপনি সেটিকে রিডিম করিয়ে একটি স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন, যা আপনার রিওয়ার্ডস সেকশনে পৌঁছে যাবে। সেই স্ক্র্যাচকার্ড টিকে স্ক্র্যাচ করলেই কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টে ২৫১ টাকা পৌঁছে যাবে। এছাড়াও আপনি আরও একটি স্ক্র্যাচ কার্ড পাবেন যেটি ১লা নভেম্বর চালু হবে।। এই স্ক্র্যাচ কার্ডে আপনি শূণ্য থেকে ১ লক্ষ টাকা অবধি যে কোন মূল্যের ক্যাশব্যাক পেয়ে যেতে পারেন যা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে।