বিনা প্রয়োজনে Facebook Browse না করে Online Blogs লিখে অর্থ উপার্জন করুন

বিনা প্রয়োজনে Facebook Browse না করে Online Blogs লিখে অর্থ উপার্জন করুন অনলাইনে ব্লগ খুলে আর্টিকেল লিখে অর্থ উপার্জনের ইচ্ছায় বুদ হয়ে আছেন। বিভিন্ন বিষয়ে আপনি অনেক আর্টিকেলও লিখেছেন। কিন্তু কিছুতেই যেন আর আয়ের মুখ দেখতে পারছেন না! এমতাবস্থায় কি করনীয়? হয়তো ভেবেছেন লেখা ছেড়েই দেবেন। কিন্তু ছেড়ে দেয়াই তো একমাত্র সমাধান নয়। আপনি শক্ত ভিত্তির উপরে দাঁড়ান। মনোবল চাংগা রাখুন। পারতে যে আপনাকে হবেই। তাহলে কিভাবে? আসুন কিভাবে আপনি আপনার ব্লগকে আকর্ষণীয় আর আয়ের হাতিয়ারে পরিণত করবেন, তা জেনে নেই এখনই। অর্থ উপার্জনে ব্লগের আর্টিকেলে কোন ধরনের ভুলে ব্লগের পাঠকগন নিরুৎসাহিত হতে পারে?
বিনা প্রয়োজনে Facebook Browse না করে Online Blogs লিখে অর্থ উপার্জন করুন
বিনা প্রয়োজনে Facebook Browse না করে Online Blogs লিখে অর্থ উপার্জন করুন

ব্লগ আর ব্লগার কি? 

সাধারণ অর্থে blog হলো কোন কিছু লেখা আর প্রকাশ করার স্থান বিশেষ। অর্থাৎ blog হলো আপনার একটা পার্সোনাল ভাব প্রকাশ আর তা পোস্ট করে সারা বিশ্বে ছড়িয়ে দেয়ার একটি জায়গা মাত্র। এটা হতে পারে কোন ডায়েরি, বই, মোবাইল কিংবা কম্পিউটার। যেখানে আপনি আপনার যে কোন কিছু লিখে আবার তা অনলাইনে পোস্ট করে ছড়িয়ে দিতে সক্ষম হন। 


আর blogger হলো যে বা যারা অনলাইনে blogspot এ লিখে তা আবার পোস্ট করে প্রচারে সক্ষম হন। অন্য কথায় blogger হলো ব্লগের পরিচালক। অর্থাৎ যিনি ব্লগ পরিচালনা করে থাকেন, তিনিই blogger. ইংরেজিতে weblog এর সংক্ষিপ্ত রুপই blog নামে পরিচিত।


আপনি আপনার ব্লগে বিভিন্ন বিষয়ে অনেক আর্টিকেল হয়তো লিখে থাকতে পারেন। আপনার দৃষ্টিতে আপনার লেখা আর্টিকেল অনেক মানসম্মত মনে করছেন। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। আপনি অনলাইনে আর্টিকেল লিখে কোন অর্থ উপার্জন করতে না পেরে হয়তো ভেবে রেখেছেন যে, আর অনলাইনে আপনি কোন আর্টিকেল লিখতে যাবেন না। কিন্তু ব্লগে আপনি আপনার লেখা ছেড়ে দিলে, অন্য কারও কিছু যায় আসে না। আর ব্লগে আর্টিকেল লেখা ছেড়ে দিলে, আপনার লাভের লাভ কিছুই হবে না।

 Facebook Browse না ব্লগে লেখা? 

অপ্রয়োজনে Facebook Browse না করে অনলাইনে আপনি ব্লগ খুলে আর্টিকেল লিখে অর্থ উপার্জনের পথ সুগম করতে পারেন। শুধু সময়ের অপচয় না করে আপনার অবসরটি কাজে লাগাতে পারেন। ব্লগে যুগোপযোগী আর্টিকেল লিখে সহজেই পাঠক আকৃষ্ট করতে আপনি সমর্থ হবেন। Online Income Tunes


তাহলে ব্লগে আর্টিকেল লিখে অর্থ উপার্জন করার উপায় কি? 

আমার লেখাটি আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেতে অনেকটাই সহযোগিতা করবে। আর আপনি আবারও ব্লগে আর্টিকেল লিখে অর্থ উপার্জনের প্রচেষ্টা অব্যাহত রাখতে সক্ষম হবেন। ব্লগে আর্টিকেল লিখে অর্থ উপার্জন করতে হলে, নিম্নোক্ত বিষয়গুলোর উপর দৃষ্টি দিন। আশা করি আপনি আপনার ব্লগে আর্টিকেল লিখে ভালো অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। 

ব্লগে আর্টিকেল লিখা সবই ঠিক ঠাক আছে, কিন্তু পাঠকের সংখ্যা খুবই কম

দেখুন যে আপনি কি বিষয়ের উপর লিখেছেন। মানে আপনার লেখা পাঠক আকৃষ্ট করতে অসমর্থ হয়েছে। এমন আইটেম নিয়ে লিখুন, যা খুবই সমসাময়িক। আপনার লেখা পড়ে যাতে অন্যেরা উপকৃত হয়। আপনার বিবেচনায় আপনার লেখা ভালো কি মন্দ তা বড় কথা নয়। আপনার লেখা উন্নত করুন। লেখার ভাবার্থের সাথে মিলিয়ে একটা সুন্দর ইমেজ ক্যাপচার করুন। 

আপনার লেখার সাথে সামজ্ঞস্যপুর্ন একটি হেডলাইন দিন

একটি ভালো আর্টিকেলের গুরুত্বপূর্ণ বৈশিস্ট হল, তার একটা সুন্দর হেডলাইন দেয়া। অনেক ক্ষেত্রে হেডলাইন মুল বিষয়ের চেয়েও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। অনেক পাঠক আছেন, যারা আপনার আর্টিকেলের হেডলাইন পড়েই আপনার লেখার বাকী অংশ পড়তে আগ্রহী হয়ে থাকবেন। বেশী বড় হেডলাইন দেয়া পরিহার করুন। কারণ তাতে পাঠক মুখ ফিরিয়ে নিতে পারেন। 


হেডলাইন এক অর্থ প্রকাশ করে কিন্তু বিবরণ আর এক অর্থের হলে আপনি কখনও পাঠক আকৃষ্ট করতে সক্ষমতা অর্জন করবেন না। 

  • আপনার আর্টিকেলের নাতিদীর্ঘ বিবরণ দিন। 
  • আপনি যেই বিষয়ের উপরই লিখুন না কেন, তা অবশ্যই সুন্দর ভাবে অল্প কথায় বুঝিয়ে লেখার চেষ্টা করুন। অযথা লেখা বড় করতে, বারে বারে একই প্রসঙ্গের অবতারণা পরিহার করে চলুন। অতিরিক্ত বড় কোন লেখা পাঠক আকৃষ্ট করতে অনেক সময় ব্যার্থ হয়। কিন্তু তাই বলে অতিরিক্ত ছোট কোন লেখাও সমভাবেই পরিত্যাজ্য। 
  • বাংলা ভাষায় আর্টিকেল লিখতে অবশ্যই বাংলা ব্যাকরণ বিধি মেনে চলুন। 
  • আপনার লেখা যদি বাংলা হয়ে থাকে, তবে অবশ্যই আর্টিকেল লিখতে বাংলা ব্যাকরণ মেনে চলুন। ব্যাকরণের সাথে সাংঘর্ষিক বিষয় গুলো এড়িয়ে চলতে চেষ্টা করুন। একই আর্টিকেলে সাধু আর চলিত ভাষার মিশ্রণ পরিহার করুন। 
  • যথাযথ বিরামচিহ্নের ব্যবহার আপনার আর্টিকেলকে করে তুলবে আরও প্রানবন্ত আর আকর্ষণীয়। 
  • আপনার আর্টিকেলে যথাযথ বিরাম চিহ্নের ব্যবহার করে, একে আরও প্রানবন্ত রাখুন। সঠিক বিরাম চিহ্নের ব্যবহার আপনার যে কোন লেখাকে করবে আকর্ষণীয়।
  • শব্দ কিংবা বাক্যের উচ্চারণ বা বানানের ভুল পরিহার করুন। 
  • যাই লিখুন, শুদ্ধভাবে লিখার চেষ্টা করুন। আপনার লেখার ভুল উপস্থাপন পাঠকদের শুধু নিরুৎসাহিতই করবে।
  • আপনার আর্টিকেলের বিষয় নির্বাচনে যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিন। 
  • অনলাইনে ব্লগে আপনার লেখা আর্টিকেলের বিষয় নির্বাচনের ক্ষেত্রে যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিন। মানে আপনার নির্বাচনের বিষয়টি যেন হয় যুগোপযোগী কোন আর্টিকেল। যুগের চাহিদা অনুযায়ী আপনার আর্টিকেল সাজান। 


উপসংহার

আপনার আর্টিকেল একজাতীয় আইটেমের উপর ভিত্তি করে লিখুন। ভিন্ন ভিন্ন আইটেম নিয়ে আর্টিকেল লিখার অভ্যাস পরিত্যাগ করুন। যে বিষয়ে আপনার পরিপূর্ণ ধারণা বা জ্ঞান আছে বলে মনে করেন, সেই বিষয়গুলো আর্টিকেলের মাধ্যমে তুলে ধরুন। অন্য কারও কোন আর্টিকেল থেকে কপি কিংবা আংশিক কপি করে আর্টিকেল লেখা পরিহার করে চলুন। যা কিছু লিখবেন তা সম্পুর্ন নিজস্ব ধ্যান ধারণা থেকেই লিখে চলুন।


আশা করি অনলাইনে আর্টিকেল লিখে অর্থ উপার্জন করতে চাইলে উপরোক্ত বিষয়গুলো মেনে চললে আপনার ইচ্ছে দ্রুতই বাস্তবায়ন হবে। ভালো লাগলে লাইক কিংবা কমেন্ট করার অনুরোধ রইলো। 

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ