দিনের মধ্যে যতটা সময় আমরা ফেসবুকে ব্যয় করি সেই সময়টাই যদি আমরা ঘরে বসে কিছু Passive Income করতে পারি তাহলেই কিন্তু ছোটখাটো জিনিসের জন্য বাবা-মার কাছে হাত পাততে হয় না।এরকম ৫ টি আয়ের পথ আজকে বলব আপনাদের।
১। Youtube: স্টুডেন্ট লাইফ এ ইনকাম এর বেস্ট ওয়ে হচ্ছে ইউটিউব। স্টুডেন্ট লাইফএ ইনকাম করার এর চেয়ে বর প্লাটফরম এর নেই। এখানে কোন বাধ্য-বাদকতা নেই। আপনি আপনার ফ্রী টাইম এ এখানে কাজ করতে পারেন।এখানে আপনাকে কোন দিয়ে শুরু করতে হবে না, সম্পূর্ণ ফ্রী।
২। আপনি আপনার ফেসবুক গ্রুপ এ কোন পণ্য এর লিঙ্ক দিয়ে টাকা আয় করতে পারেন। আর এর জন্য দরকার আমাজন ফ্লিপচকারড এর আফিলিয়াট প্রোগ্রাম বলে একটা অপশন আছে আপনার সুধু দরকার শেখানে একটা অ্যাকাউন্ট খোলা। এছাড়া আপনি অন্য যেকোন এফিলিয়েট প্রগ্রামেও কাজ করতে পারেন। আমাদের দেশেও অনেক সাইটে এফিলিয়েট ইনকাম দিচ্ছে। চাইলে জীবনপাতা এফিলিয়েট প্রোগ্রামেও কাজ করতে পারেন।
৩। Freelancing : এখানে আপনার কাজ হল টাইপিং, আর্টিকেল, ভিডিও এডিটিং, লোগো ডিজাইনিং এরকম যে কোন কাজ হোক যে কাজ করে আপনি কাস্টমার কে ডেলিভারি করতে পারবেন সেটার মাধ্যমে আয় করতে পারবেন।
৪। Photo Sell: আপনি আপনার তোলা ছবি অনলাইনে বিক্রি করতে পারেন। এরকম কিছু সাইট হলঃ 500px.com, Istockphoto.com. এভাবে আপনি আপনার মোবাইল বা ডিএসএলর এ তোলা ছবি বিক্রি করতে পারেন। এ বিষয়ে বিস্তারিত জানতে নিচের পোস্ট টি পড়ুন।
৫। এছাড়াও ভিভিন্ন ওয়েবসাইট এ স্পনসরশিপ বা শেয়ার বাজার এ শেয়ার কিনে বড় অঙ্কের টাকা আয় করতে পারেন। আপনি একেবারে নতুন হয়ে থাকলে ছোট সাইট এ কাজ করে ছোট অঙ্কের টাকা পেতে পারেন। এ রকম সাইট আপনি ইউটিউব এ অনেক পাবেন। ভাল থাকবেন। আসাকরি লেখাগুলো আপনাদের সাহায্য করবে।
Comments (No)