E-Commerce এ কম সময়ে সেরা পন্য বের করবেন যেভাবে 1

E-Commerce বা অনলাইন এ কেনা বেচা বর্তমানে খুবই জনপ্রিয় একটি বিজনেস। কিন্তু যারা এই বিজনেস এর সাথে জড়িত তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেন্জ হচ্ছে উপযুক্ত পন্য খুঁজে বের করা। আজকে আমি তাদের জন্যই কিছু গুরুত্তপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব।

E-Commerce এ কম সময়ে সেরা পন্য বের করবেন যেভাবে

আশা করি আপনাদের উপকারে আসবে।

আমি আজ মূলত যে পদ্ধতি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল Site কে ব্যবহার করে কিভাবে আপনি আপনার জন্য

উপযোক্ত পন্য খুঁজে বের করবেন। International E-Commerce site এর মধ্যে Amazon এবং eBay হচ্ছে সবচেয়ে বড় দুটি

অনলাইনমার্কেট। পৃথিবীর প্রায় সকল ধরনের পন্য এখানে পাওয়া যায়। তাই এসব site কে ব্যবহার করে আপনি খুব সহজেই যাচাই করে

নিতে পারেন কোন প্রোডাক্ট মার্কেট এ কিরকম চলে। এবং আপনার কোন ধরনের পন্য দরকার।

Read More:- 10+ Best Professional Corporate WordPress Themes

আমি এখানে Amazon নিয়েই আলাচনা করবো। প্রথমে আপনাকে আপনার পছন্দের category ঠিক করে নিতে হবে। তারপর আপনি

সেখান থেকে আপনার পছন্দের প্রোডাক্ট এর নাম লিখে search করবেন। যেই প্রোডাক্ট এর review সবচেয়ে বেশি, মনে করবেন সেই

প্রোডাক্ট তত বেশি জনপ্রিয়। তারপর আপনি আপনার নিজের মত করে আপনার site এ নিয়ে আসতে পারবেন।

এমনকি এসব রিভিউ এর ভিত্তিতে আপনি চাইলে Social Media তেও সহজেই পন্যটিকে জনপ্রিয় করে তুলতে পারবেন। আপনি এই সব

analysis এর জন্য চাইলে কিছু software/tools ও ব্যবহার করতে পারেন। প্রায় সব analysis software এ আপনাকে একটা নির্দিষ্ট

পরিমাণ analysis ফ্রিতে করতে দিবে। সেটা দিয়েই আপনি অনেক আইডিয়া পেয়ে যাবেন।

আপনি Reoon Amazon & eBay Product Analyzer ব্যবহার করে দেখতে পারেন। এটার সাহায্যে আপনি খুব সহজেই amazon

এবং ebay এর জনপ্রিয় প্রডাক্টস এর তালিকা দেখতে পাবেন। তাদের নিজেদের algorithm Top প্রোডাক্ট বের করতে আপনাকে সাহায্য

করবে। সাথে আর অনেক কিছু আছে। আপনি ট্রায়াল ভার্সন ব্যবহার করতে পারবেন।

তাছাড়াও আর অনেকেই আছে যারা এধরেনর সেবা দিয়ে থাকে, যেমন জঙ্গলস্কাউট, আমাজনএনালাইজার ইত্যাদি। যেকোনো বিজনেস

এ success এর প্রধান শর্ত হচ্ছে সে বিষয়ে প্রথমে জ্ঞান অর্জন করা। আপনি মূলত এসব ইন্টারন্যাশনাল site কে জ্ঞান অর্জনের কাজেই

ব্যবহার করবেন। এবং বিভিন্ন ধরনের সফ্টওয়্যার ব্যবহার করলে আপনি আর বুজতে পারবেন কিভাবে সবকিছু analysis করতে হয়,

ওরা কিভাবে করে এবং আপনার কিভাবে করা উচিত।

এবং সব চেয়ে বড় কথা আপনাকে সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি। আর ধৈয্য ধরতে হবে। তবে

আপনি এখান থেকে ভালো অংকের টাকা আয় করতে পারবেন।

আশা করি আপনারা এই সকল পদ্ধতি চেষ্টা করলে কিছুটা হলেও উপকৃত হবেন। লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে

শেয়ার করতে ভুলবেন না । আপনার সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে Online Income Tips

তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।

ভাল থাকবেন।

নেমচেপ ইমেল হোস্ট এর বিষয়ে আলোচনা (2021 এর পর্যালোচনা)
কীভাবে খুব সহজে লোকেরা আপনার ব্লগ পড়তে পারবে? (পর্যালোচনা-2021)
কপিরাইটিং এর উদ্দেশ্য কী আলোচনা কর? (র্পযালোচনা-২০২১)
গুগল অ্যাডসেন্স কী এবং এটি কীভাবে কাজ করে (2021 এর পর্যালোচনা)

By ইনকাম নিউজ

আমি একজন ফ্রিল্যান্সার। নিজে আয় করার পাশাপাশি নতুনদের সহযোগীতা করতে ভালবাসি।

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ