আমরা প্রায় সকলে ছবি তুলতে পছন্দ করে থাকি। তার উপর এখন প্রায় সকলের হাতে আছে মোবাইল।
আমরা বিভিন্ন সময় কম বেশ বেড়াতে বা ঘুরতে পছন্দ করি। আর ঘুরতে বা বেড়াতে গেলে আমরা
সবাই নিজেদের কিংবা অন্যদের ছবি তুলে থাকি পাশাপাশি অনেকে প্রাকৃতিক ছবিও তুলে থাকে। এখন
মোবাইলের সময়ে ছবি তোলা একটা ফ্যাশন বা নেশা হয়ে দাড়িয়েছে। কেউ প্রকৃতির ছবি তুলতে পছন্দ
করে, কেউ বা প্রাণীর, কেউ মানুষের, আবার কেউ ফুল বা পাহাড়ের ছবি তুলে থাকে। এই শখের তোলা
আরো জানুন:
ছবি থেকে যদি বাড়তি কিছু আয় হাতে এনে দেয় তবে ভাল লাগবে নিশ্চয়ই। হ্যা বন্ধুরা এমন অনেক
সাইট আছে যেখানে আপনি আপনার তোলা ছবি বিক্রি করে অনেক টাকা আয় করতে পারবেন। আজ
আমি আপনাদের তেমনই কিছু ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব, কিছু কিছু বড় কোম্পানির নাম
হয়তো আপনি শুনেছেন, সাথে আরও কিছু ছোট কোম্পানির নামও দেওয়া হল,যারা আপনার অতিরিক্ত
‘পকেট-অর্থ’ জোগান দেবে আপনার তোলা ছবির বিনিময়ে। আর এই ওয়েবসাইটগুলোই হতে পারে
আপনার অবসর কাটানোর জন্য চমৎকার স্থান।
iStock Photo Web Site:
iStock Photo Web Site এর মাধ্যমে আপনার ছবিগুলি বিক্রি করতে পারেন এবং আপনি প্রতিটি
ডাউনলোডের জন্য ১৫% অনুপাতে রয়্যালটি উপার্জন করতে পারবেন। এছাড়া এখানে একটি অপশন
আছে বিশেষ অবদানকারী হওয়ার জন্য যেখানে থেকে আপনি ৪৫% পযন্ত উপার্জন করতে পারবেন, যা
সত্যি ভার বিষয় আয়ের জন্য।এখানে ফোরাম বা গ্রুপে জয়েন করে আপনি আপনার ছবিগুলো আরো
বেশি পরিমাণে বিক্রি করতে পারবেন পাশাপাশি এখানে আয়ের বিভিন্ন মাধ্যম বা উপায় সম্পর্কে জানতে
পারবেন।
সাইন আপ করে আজিই কাজ শুরু করে দিন।
Stockxpert Site:
Stockxpert Site অনলাইনে ছবি বিক্রি করার আর একটি অন্যতম মাধ্যম এবং এটি নতুনদের
জন্য বিভিন্ন রকম সুবিধা দিয়ে থাকে। মূলত নতুনদের মধ্যে যারা অনলাইন মার্কেটে তাদের ছবি বিক্রি
করতে চান, তাদের জন্য এটা একটি চমৎকার ওয়েবসাইট বলে আমি মনে করি। এখানকার রয়্যালটি
প্রদানের পরিমাণ খুব একটা খারাপ নয়। আপনার যে কোন ছবি বিক্রয় হলে আপনি সেই ছবি বিক্রির
৫০% রয়্যালটি পাবেন এই ওয়েবসাইট থেকে। আসলে ভাল একটি সাইট আপনার ছবি থেকে আয়ের
জন্য।
সাইন আপ করে আজিই কাজ শুরু করে দিন।
PhotoShelter Site:
এটি বিশ্বজুড়ে প্রপেশনাল ফটোগ্রাফারদের কাছে একটি সুপরিচিত ওয়েবসাইট। এখানে আপনি যদি
আপনার ক্যামেরার শেল্পিক কাজ বা ছবি বিক্রি করতে চান, তাহলে আপনি PhotoShelter থেকে
বিল্ট ইন ইকমার্সের সাথে একটি পেশাদার ফটোগ্রাফি ওয়েবসাইট সেট আপ করতে পারেন। Photo
Shelter সিস্টেমটি অনেক আধুনিক এবং আপনার ইমেজকে আর সুন্দরভাবে ফুটিয়ে তুলবে এ ওয়েব
সাইটের ইন্টারফেস।
সাইন আপ করে আজিই কাজ শুরু করে দিন।
Art Storefronts Site:
Art Storefronts Site অনলাইনে আপনার ছবি চারুকলা হিসাবে বিক্রি করতে শেখাবে এই ওয়েব
সাইটটি। পেশাদার আলোকচিত্রী বা ফটোগ্রাফাদের জন্য এটা একটি শক্তিশালী ওয়েবসাইট যেখানে আর্ট
প্রিন্ট হিসাবে তাদের ছবি বিক্রি করা হয়। এবং অনেক আয় করা হয়ে থাকে।
এ্যাকাউন্ট খুলতে সাইন আপ করুন
SmugMug Site:
SmugMug Site অনেকটা অনলাইন গ্যালারি বা পোর্টফোলিওর মত, সাথে অনলাইনে আপনার ছবি
বিক্রির জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকে। এ সাইটের দুটো বিশেষ উদ্দেশ্য আছে, প্রথমত আপনি আপনার
ছবি অনলাইনে বিক্রি করবেন, দ্বিতীয়ত ছবি বিক্রি করার সাথে সাথে আপনি তাদের ওয়েবসাইটটিকে
আরও আকর্ষণীয় করে তুলবেন আপনার ছবি দিয়ে।
আরো জানুন:
SmugMug এ আপনি আপনার ছবির দাম নিজেই ঠিক করতে পারবেন এবং এখান থেকে আপনি
৮৫% পযন্ত রয়্যালটি উপার্জন করতে পারবেন। আরো এখান থেকে আপনি আপনার নিজের এবং অন্য
সদস্যদের আপলোড করা ছবি ডাউনলোডের মাধ্যমেও আয় করতে পারবেন।
সাইন আপ করে আজিই কাজ শুরু করে দিন।
Alamy Site:
Alamy Site এ বিক্রি হওয়া ছবির উপর ফটোগ্রাফারদের ৬০% পযন্ত রয়্যালটি ফি প্রদান করে থাকে
এই কারনে এটি প্রফেশনাল ফটোগ্রাফারদের পছন্দের সাইট। Alamy বিশ্বের বৃহত্তম ছবি স্টক লাইব্রেরি
গুলোর মধ্যে একটি। এই সাইটে বিভিন্ন প্রকার ছবি তোলার প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে
আর আপনি চাইলে এই সব প্রতিযোগিতায় বিট করে অংশগ্রহণ করতে পারেন।যা আসলে অনেক ভাল
বিষয়।
এ্যাকাউন্ট খুলতে সাইন আপ করুন
23RF Site:
23RF এই সাইট তাদের রয়্যালটি ঠিক করে আপনার অংশগ্রহণের উপর ভিত্তি করে, যা অন্য সবার
থেকে আলাদা হয়ে থাকে।এই ওয়েবসাইটে আপনি যত বেশি ছবি আপলোড করতে থাকবেন, আপনার
উপার্জন ততো বেশি বাড়তে থাকবে। আপনি যদি এই ওয়েবসাইটে সক্রিয়ভাবে কাজ করতে থাকেন,
তাহলে ৩০% থেকে ৬০% পযন্ত রয়্যালটি পেতে পারেন।
সাইন আপ করে আজিই কাজ শুরু করে দিন।
Zenfolio Site:
Zenfolio Site এ আপনি আপনার ছবি বা কাজের একটা পোর্টফোলিও তৈরি করতে পারবেন। এখানে
আপনি আপনার ছবিগুলো আপলোড করতে পারবেন, গ্যালারী তৈরি করতে পারবেন,পাসওয়ার্ড দিয়ে
গ্যালারী সংরক্ষণ করতে পারবেন এবং আপনার ছবিগুলো বিক্রির জন্য বিভিন্ন ব্যবস্থা নিতে পারবেন।
বিয়ে এবং ইভেন্ট ফটোগ্রাফারদের জন্য একটি দুর্দান্ত সাইট Zenfolio, যেখানে আপনি নানা রকম
ইভেন্টের নানা রকম ছবি বিক্রি করতে পারবেন। এই ওয়েবসাইট আপনাকে ১৪ দিন বিনামূল্যে ট্রায়াল
দিতে দিবে। তার মধ্যে আপনি আপনার ছবি বিক্রি করতে পারবেন।
এ্যাকাউন্ট খুলতে সাইন আপ করুন
Red Bubble Site:
Red Bubble সাইট আপনার ছবি বিক্রি করে আয় করার ওয়েবসাইটগুলোর মধ্যে একটু ভিন্ন ধরনের
সাইট। আপনার ছবিগুলো যদি ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি হয়, তাহলে আপনি Red Bubble ক্রেতা খুঁজতে
পারেন। এই সাইট শুধু যে আপনার ছবি বিক্রি করবে তা নয়, তারা আপনার ছবির সাথে অন্য পণ্য
সম্পর্কেও বার্তা দিয়ে থাকে।এখানে আপনি আপনার ছবি দিলে ভাল ডলার আয় করা যায়।
এখানে কাজ করার জন্য খুলতে সাইন আপ করুন
সুতরাং আর দেরি না করে অনলাইনে ছবি বিক্রি করে আয় করার জন্য একটি ভাল ওয়েবসাইট খুজে
নিন এবং অনলাইনে আপনার ছবি সেল করুন। ছবি থেকে আয় করার পাশাপাশি নিজেকে একজন
প্রফেশনাল ফটোগ্রাফার হিসাবে বিশ্বের সাথে পরিচয় করিয়ে দিন। আপনার সুপ্ত প্রতিভা হয়তো আপনাকে
নিয়ে যেতে পারে আপনার স্বপ্নের জায়গায় শুধু মাত্র সঠিকভাবে নিজেকে উপস্থাপনের মাধ্যমে । তাহলে
আর দেরি না করে যারা এ কাজটি পারে তারা আজিই শুরু করে দিন। আর আয় করুন ডলার।
Comments (No)