ডোমেইন হোস্টিং টিউটোরিয়াল বাংলা পার্ট-২ [শেয়ারড হোস্টিং কি?] 2

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
সবাইকে এসো আয় করি এর পক্ষ খেকে শুভেচ্ছা, বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি
ভাল আছেন। আমিও আল্লাহ পাকের রহমতে ভাল আছি। আজ আপনাদের সাথে ডোমেইন হোস্টিং নিয়ে আলোচনা করব।

ডোমেইন হোস্টিং টিউটোরিয়াল বাংলা পার্ট-২ [শেয়ারড হোস্টিং কি?] 3

তাহলে চলোন শুরু করি ঃ

আজকে আমাদের আলোচনার বিষয় হলোঃ

শেয়ারড হোস্টিং কি?

শেয়ারড হোস্টিং এটিজনপ্রিয় হোস্টিং প্যাকেজ।সাধারনত হোস্টিং প্রোভাইডাররা যে হোস্টিং অফার করে থাকে তা

সবই শেয়ারড হোস্টিং। শেয়ারড হোস্টিং হচ্ছে সবচেয়ে কমন হোস্টিং সল্যুশন যার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প খরচ। শেয়ারড হোস্টিং একাধিক ইউজার কে তাদের ইনফরমেশন হোস্ট করতে এলাউ করে। একাধিক ইউজার মানে ২/৩ জন নয়। ৩০০/৪০০ এমনকি ১০০০ ও হতে পারে।

আপনি যদি ১০০০ জনের ১ জন হন তাহলে আপনি একটা সার্ভার এর ১/১০০০ ভাগ আপনি ব্যবহার করতে পারবেন।

এবং পুরো খরচের ১০০০ ভাগের ১ ভাগ আপনার কাছ থেকে কম্পানি নিচ্ছে। তাই এর দাম এত কম।

তবে এই সার্ভারের নিরাপত্তা কম থাকে কারন। আনলিমিটেড ডেটাবেস, ইমেইল, ব্যান্ডওয়াইডথ এসব পাবেননা।

শেয়ারড হোস্টিং প্যাকেজ থেকে সর্বোচ্চ সুবিধা পেতে পারেন।
কম খরচে ওয়েবসাইট তৈরী করার জন্য শেয়ারড শেয়ার্ড হোস্টিং এর রিসোর্স লিমিট দেওয়া থাকে যাতে সকল কাস্টমারই ভালো ভাবে সাইট চালাতে পারেন ।
শেয়ারড হোস্টিং এ যে কোনো ধরনের সাইটই হোস্ট করা যাবে ( illegal/porn ছাড়া এগুলোর জন্য।
তবে ভালো হয় ছোট খাট সাইট হোস্ট করা, যেসব সাইটের ভিজিটর মাসে ৩০ হাজারের নিচে থাকে এবং সাধারনত ব্লগ, অফিশিয়াল সাইট, কোম্পানীর সাইট ইত্যাদি সাইট হোস্ট করা নিরাপদ।

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ