গেমারদের জন্য এটি সত্যিই সুখবর। ক্রোম ব্রাউজারে ‘অ্যাসাসিন’স ক্রিড ওডিসি’ এবং ‘এনবিএ ২ কে২০’ এর মতো গেমগুলো স্ট্রিম করে খেলতে পারবেন গ্রাহক। ক্লাউডভিত্তিক গেমিং সেবাটির নাম দেয়া হয়েছে ‘স্টেডিয়া’। Google এর Secret কিছু গেমস । চলুন জেনে নিই গুগলের ক্রোমকাস্ট এবং পিক্সেল ডিভাইস দিয়েও গেমগুলো খেলতে পারবেন গ্রাহক।
প্রাথমিকভাবে ২২টি গেম নিয়ে চালু করা হয়েছে এই সেবা। গ্রাহক প্রতি সেকেন্ডে ৬০টি ফ্রেম রেটে ৪কে ভিডিও স্ট্রিম করতে পারবেন স্টেডিয়াতে। জানা গেছে, ২০২০ সাল ও এরপর যুক্ত হবে ৪৫০টির বেশি গেম।
গুগলের ভাইস প্রেসিডেন্ট ও মহাব্যবস্থাপক ফিল হ্যারিসন বলেন, সর্বনিম্ন ৭২০পি রেজুলিউশানের জন্য স্টেডিয়ার ইন্টারনেট গতি দরকার হবে ১০ এমবিপিএস। আর ৪কে গেম স্ট্রিমিংয়ের জন্য ইন্টারনেটের গতি হতে হবে ৩৫এমবিপিএস।
গুগল ক্রোমে (Google Chrome) আসতে যাচ্ছে নতুন আপডেট।
স্টেডিয়ার ৪কে সংস্করণকে প্রিমিয়াম সেবা স্টেডিয়া প্রো হিসেবে চালু করা হয়েছে। এই সেবার নিবন্ধন ফি বলা হয়েছে মাসে ৯.৯৯ মার্কিন ডলার। বিনামূল্যের এইচডি সংস্করণটি সামনের বছর চালু করা হবে বলে আশা করা হচ্ছে। তবে বিশ্লেষকরা অন্য একটি দিকও তুলে ধরেছেন। স্টেডিয়াতে এখন যে গেমগুলো দেয়া হয়েছে, তা ইতোমধ্যেই গেমিং কনসোলগুলোতে রয়েছে। এতে সেবাটির সাফল্যে প্রভাব পড়তে পারে বলে ধারণা করছেন তারা।
Google ক্রোমে বাংলা দেখতে সমস্যা হলে সমাধান জেনে নিন।
Basketball 2012
গুগল এই গেমস টি উন্মুক্ত করে ২০১২ সালের ৮ অক্টোবর আর মজার একটি গেমস যা আপনি আপনার সার্চ ইঞ্জিনে বসেই খেলতে পারবেন। আপনি বিভিন্ন দূরত্ব থেকে বল বাস্কেট করতে পারেবন মাউসের ব্যবহার করে আর এখানে গতি নিয়ন্ত্রনের টা অবশ্যই জরুরী। সময় কাটানোর জন্য হতে পারে সুন্দর একটি গেমস যা আপনি খেলতে চাইলে নিচের লিংকে চলে যেতে পারেন।
T-Rex
আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যখন গুগল ক্রোম বাউজারে নেট কানেকশন থাকেনা তখন উপরের মত একটি ডায়নোসর দেখা যায় অনেকে হয়তো মনে করে থাকবেন যে ঐ ডায়নোসর টাই নেট খেয়ে ফেলছে কিন্তু আসলে তা নয় এটা একটি গেমস যা আপনাকে সময় কাটানোর জন্য প্লে করার ইঙ্গিত দিচ্ছে। আপনি আপনার ডায়নোসর কে লাফিয়ে লাফিয়ে পার করতে Object গুলো আর তার জন্য Space Button ব্যবহার করবেন ব্যস এবার পয়েন্ট জমান।
আর আপনি যদি অনলাইনেও গেমস টি খেলতে চান তবে নিচের লিংকে চলে যান।
PacMan
Google এর Doodle এ এই গেমস টি প্রথম দেখা যায় মে ২১, ২০১০ সালে। আপনি KeyBoard এর Arrow Key ব্যবহার করে এই গেমস টি খেলতে পারবেন। গেমস টিতে আপনাকে পালিয়ে বাচতে হবে Inky, Pinky, Blinky এবং Clyde এর হাত থেকে তাহলে সময় নষ্ট করতে চাইলে আপনার গুগল সার্চ বারে লিখুন “PACMAN” দেখবেন আপনার Play বাটন চলে এসেছে খেলা শুরু করুন।
Google Snake Game
Snake গেমস কি এটা তো আপনারা নোকিয়ার আমল থেকেই জানেন ঠিক তেমনি গুগলের সিক্রেট Snake গেমস রয়েছে আর আপনি যদি তা চেখে দেখতে চান তবে চলে যান নিচের লিংকে।
BreakOut
“ব্রেইকআউট” গেমটি ডেভেলপ করে ১৯৭২ সালে Steve Wozniak এবং Steve Jobs. এবং এই গেমস টি তে আপনাকে একটি ডান্ডা দেওয়া হবে যা দিয়ে বল টা যাতে নিচে পড়ে না যায় তা কন্ট্রোল করবেন আর বল গিয়ে উপরের ব্লক গুলোকে ভাংবে। Dx-Ball গেমস টি তো খেলেছেন ঠিক ঐটার মত এবার আপনি যদি Breakout খেলতে চান তবে নিচের লিংকে চলে যান।
(SS নেওয়ার সময় বল পইরা গেছে Don’t Mind)
Comments (No)