PUBG হচ্ছে (PlayerUnknowns BattleGround) PUBG করপোরেশন এর একটি গেম যা সাউথ কোরিয়ান ভিডিও কোম্পানির একটি অংশ। এই কোম্পানির নাম হচ্ছে Bluehole। PUBG গেম আগের একটি গেম “PlayerUnknown” Garena থেকে বানানো হয়েছে যা Brendan প্রস্তুত করেছেন। ২০০০ সালে বানানো Battle Royale থেকেও এই গেম এর তৈরি কিছুটা অনুপ্রানিত হয়েছে। এখান থেকেই এই গেমটি একটি এক্সক্লুসিভ গেম হিসাবে বাজারে মুক্তি পায় এবং কিছুদিনের মধ্যেই তুমুল সাড়া ফেলে দেয়।
এখানে এই গেমে, ১০০ জন প্লেয়ার প্লেন থেকে প্যারাসুটের মাধ্যমে নেমে নিজেদের মধ্যে মারামারি শুরু করে। শেষ অবধি যে বা যে টিম বেচে থাকে তারাই বিজয়ী ঘোষিত হয়। এখানে বিভিন্ন পিস্তল, রাইফেল, বোম্ব, লঞ্চার ব্যবহার করে নিজের শত্রুদের মারা হয় এবং খুব উন্নত গ্রাফিক্স এর ব্যবহারও করা হয়েছে PUBG গেম এ। PUBG গেমটি মূলত একটি মাল্টিপ্লেয়ার গেম এবং ২০১৭ সালের ডিসেম্বর মাসে PUBG এর রিলিজ হয়।
PUBG Game এর বিকাশ ও জনপ্রিয়তা
PUBG বাজারে আসা মাত্রই তুমুল পরিমাণ গেমাররা এই গেমের পক্ষে সাড়া দেয় এবং খুব দ্রুত এই গেম বাজারে জনপ্রিয়তা পেয়ে যায়। ১ বিলিয়ন ডাউনলোড পেতে PUBG খুব কম সময় নিয়েছিল। প্রথমত পিসির জন্য চালু হলেও পরে Android, IOS এর জন্যেও PUBG এর ভার্সন চালু করা হয়।
এই কারণে PUBG আরও বেশি জনপ্রিয়তা পায় এবং চীন দেশে উৎপত্তি হওয়ার কারণে এই গেম তাদের দেশীয় আয়েও ব্যাপক প্রভাব ফেলতে থাকে। চীনের নিয়মিত আয়ের একটি বড় অংশ PUBG গেম থেকে জেনারেট হওয়া শুরু হয়। এটা ছিল PUBG কোম্পানীর কাছেও অবিশ্বাস্য ব্যাপার এবং কোন গেমিং কোম্পানি বা চীন সরকারও ভাবতে পারেনি যে এমন কিছু হতে পারে। Online Income Site
PUBG এর ধাক্কা ও নিষেধাজ্ঞা
কিন্তু সাফল্যের এই চলমান গতির পথে হঠাৎ ধাক্কা খায় PUBG। ২০২০ এর মাঝামাঝি সময়ে বিশ্বে করোনা ভাইরাসের প্রকোপ চলাকালীন সময়ে চীনের Tencent Company এর চালনার এই গেমটি ভারতে ব্যান করা হয়। ভারতের PUBG ফেসবুক পেজ বন্ধ করে দেয়া হয় এবং ভারতে PUBG গেম এর নিয়ন্ত্রণকারী কোম্পানি বদলে দেয়া হয়। ভারতের এই সিদ্ধান্ত নেয়ার কারণ হচ্ছে তারা এবং আরো অনেক দেশ এর ধারণা ছিল যে চীনই ইচ্ছাকৃতভাবে সারা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়েছে।
এই কারণে ভারত তাদের দেশে PUBG সহ আরও ১১৬ টি চীনের এপ্লিকেশন বন্ধ ঘোষনা করে। যেহেতু ভারত বেশ কিছু চীনের এপ্লিকেশন ও ওয়েবসাইট ব্লক ও ব্যান করে দেয়, সেহেতু PUBG গেমও ভারতে অনির্দিষ্টকালের জন্য ব্যান ঘোষিত হয়। ভারতের Android প্লে স্টোর ও আইওএস স্টোর থেকে PUBG এবং PUBG Lite গেম রিমুভ করা হয়। প্রায় ২ মাস হয়ে গেলেও, এখনো এই ব্যান ছাড়ানো বা শিথিল করার কোন কথা শোনা যাচ্ছিল না।
তবে যেসব প্লেয়াররা তাদের নিজেদের ফোন বা পিসিতে এই গেম ইনস্টল করে রেখেছিলেন, তাদের ফোনে এই গেম রানিং থাকবে এবং ডিলিত হবেনা। তবে আপডেট আসার পর তারা এই গেম আর প্লে স্টোর বা আইফোন স্টোর থেকে আপডেট দিতে পারবেন না। তাই এটি সবার কাছে প্রথমে ভালো লাগলেও পরে বুঝতে পেরেছেন যে আসলে এখানে প্রকৃত অর্থেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্য এপ্লিকেশন গুলো সরাসরিই ব্যান করা হয়েছিল তবে PUBG ধীরে ধীরে ব্যান করা হয়।
PUBG এবং PUBG lite গেমস এর ভার্সন এবং Tencent game company এর সাথে ভারত সকল সংযোগ বন্ধ করে দেয় এবং এই গেমের প্রবেশাধিকার বন্ধ করা হয়। তবে এভাবে গেমটি নিষিদ্ধ করা হলে ভারতীয় প্লেয়াররা ক্ষুব্ধ হয় এবং এর বিরুদ্ধে অনেক মতামতও করে। এই কারণে PUBG গেম এর নিষেধাজ্ঞা উঠানো নিয়ে আবার ভারতে কথা শুরু হয়েছে।
চীনের বক্তব্য হলো, তারা সবসময় ব্যবহারকারীর তথ্যাবলি গোপন রাখা এবং তথ্য সুরক্ষা সংক্রান্ত সকল বিষয়ের নীতিমালা অনুসরণ করে। তাদের ভুল বুঝে এমন শাস্তি দেয়াটা ভারতের ভুল সিদ্ধান্ত হয়েছে বলেই তারা মনে করেন। এজন্য চীনের কোম্পানিরা চাচ্ছেন ভারতের সাথে পুনরায় চুক্তিতে আসতে এবং আবার ভারতে PUBG গেম চালু করতে।
PUBG গেম এর নিষেধাজ্ঞা উঠানোর ব্যাপারে সিদ্ধান্ত ও চলমান পরিস্থিতি
PUBG Corporation খুব চেষ্টা করছে ভারতে তাদের কার্যক্রম আবার শুরু করার। আর টাটা হয়তো এক্ষেত্রে সফলতার কোন রাস্তা খুজে পেয়েছে। মাইক্রোসফটের সাথে চুক্তিতে এসে হয়তো তারা ভারতে তাদের নিষেধাজ্ঞা কাটিয়ে আবার ফেরত আসতে পারবে।
Krafton, যারা আসলে PUBG Corporation এর প্যারেন্ট কোম্পানি, তারা বলেছে যে তারা মাইক্রোসফটের সাথে কাজ করে তাদের হোস্টিং প্রোডাক্ট Azure এর কাছে হস্তান্তর করার কথা ভাবছে। Azure হচ্ছে মাইক্রোসফটের একটি ক্লাউড গেমিং প্ল্যাটফর্ম। Krafton এর সকল বিকল্প গেমগুলোতে এর প্রভাব পড়েছে। এর মানে হচ্ছে PUBG on PC, Consoles, এবং মোবাইল PUBG ইত্যাদি।
এর আগে যেহেতু চীনের Tencent Company গেমটির সার্ভার নিয়ন্ত্রণ করতো, এই কারণেই গেমটির নিষেধাজ্ঞা জারি হয়েছিল। এটিই ছিল গেমটির রিমুভ হওয়ার আসল কারণ যে চীন কোম্পানির দ্বারা নিয়ন্ত্রিত হওয়া।
তবে Privacy policy এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষা এর ব্যবস্থা উন্নত করণ সুবিধা উন্নত করার আশ্বাস দিয়েছে Azure। মাইক্রোসফটের সাথে কাজ করে সকল দেশের তথ্য সুরক্ষা ও রিকোয়ারমেন্ট গুলো নিয়ে কাজ করবে তারা। মাইক্রোসফট ভারতে তাদের তিনটি কেন্দ্র চালায় এবং PUBG এখান দিয়েই তাদের কাজ চালাতো।
তারা আশ্বাস পেয়েছে যে এইবছর তারা তাদের নিষেধাজ্ঞা কাটিয়ে আবার ভারতে ফিরে আসতে পারবে। আশা করা যায় যে গেমটি হয়তো ফিরে এসে আগের মতো বাজার ধরতে পারবে।
সেরাটার জন্যই আশা করা যাক।
উপসংহার
গেমারদের জন্য PUBG ছিলো একধরনের নেশার মতো। অনেকেই PUBG নিষেধাজ্ঞার কারণে ক্ষুব্ধ হয়েছে তবে দেশীয় শত্রুতা ভেবে এর বিরুদ্ধে কেউ কথা বলেনি। তবে আস্তে আস্তে সেই সমস্যা দূর হচ্ছে এবং খুব শীঘ্রই PUBG ভারতে ফেরত আসবে বলেই ধরা যাচ্ছে।
আজকের মতো এখানেই শেষ করছি। যেকোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারবেন।
শুভকামনা সবাইকে!
Comments (No)