বিটকয়েনের মুল্য ১১,০০০ ছাড়িয়ে গেছে 1

প্রায় ১৫ মাস পরে বিটকয়েনের মুল্য প্রায় ১১,০০০ ছাড়িয়ে গেছে। ২০১৭ সালের মার্চের পরে এটাই সর্বোচ্চ দর। শুধু আজেকই বিটকয়েনের দাম বেড়েছে প্রায় ১৩%।

লন্ডনের ব্লকচেইনের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা জর্জ ম্যাকডোনাহ বলেন, “বিটকয়েনের উত্থানটি মোটামুটি অসাধারণ ছিল।

উল্লেখ্য, ২০১৭ সালের ডিসেম্বরে একটা বিটকয়েনের মুল্য ১৯,৫১১ ডলারের সর্বকালীন উচ্চতায় পৌঁছেছিল, যা বছরে 1,400 শতাংশ বৃদ্ধি পেয়েছিল এবং ২০১৮ সালেই আবার ৭৪ শতাংশের বেশি দাম পড়ে যায়।

বিটকয়েনের মুল্য ১১,০০০ ছাড়িয়ে গেছে 2

অনেকেই ধারনা করছেন ২০১৯ সালেই একটা বিটকয়েনের মূল্য ২০,০০০ ডলার ছাড়িয়ে যাবে। সময়ই বলে দেবে তাদের ধারনা কতটুকু সঠিক ছিল।

By ইনকাম নিউজ

আমি একজন ফ্রিল্যান্সার। নিজে আয় করার পাশাপাশি নতুনদের সহযোগীতা করতে ভালবাসি।

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ