নিজস্ব বাড়ি বা বাণিজ্যিক পরিসর জামানতের মাধ্যমে দ্রুত ব্যবসায়িক প্রসার অথবা বাণিজ্যিক পরিসর কেনার জন্য ব্র্যাক ব্যাংক লিমিটেড এনেছে বিজনেস ইকুইটি লোন। ঢাকা ও চট্টগ্রামের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এতে রয়েছে ১০ লাখ টাকা থেকে সাড়ে তিন কোটি টাকা পর্যন্ত বাণিজ্যিক ঋণসুবিধা। সেই সঙ্গে সর্ব্বোচ্চ ১০ বছর পর্যন্ত মাসিক কিস্তির ব্যবস্থা। গতকাল সোমবার ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ইনকুইজিটিভ কেমিস্ট্রি সার্ভিসের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আতিকুর রহমানকে ঋণ দেওয়ার মাধ্যমে এর যাত্রা শুরু হয়।
ব্যাংকের পক্ষ থেকে এ চুক্তিতে স্বাক্ষর করেন এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ ফরিদুল ইসলাম। এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মূহায়মেন বলেন, ‘আমরা সব সময়ই দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পাশে রয়েছি। কিন্তু অনেক সময় তাঁদের অনেক বড় স্বপ্নগুলো পূরণে প্রয়োজন পড়ে বৃহত্ আকারের আর্থিক জোগানের। এবার সেই সুবিধাই নিয়ে এসেছি আমরা।’ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।
Comments (No)