বাংলাদেশের সেরা অ্যান্ড্রয়েড অ্যাপস ২০১৯ সালে

এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। সকলের চাহিদা পূরণের জন্য যে সকল অ্যাপ্লিকেশন দরকার তার সবই রয়েছে এন্ড্রয়েড ভান্ডারে। 

প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে এগিয়ে যাচ্ছে দেশ এগিয়ে যাচ্ছে বিশ্ব | আমাদের বাংলাদেশ সেই ক্ষেত্রে মোটেই পিছিয়ে নেই | কিছুদিন আগে আমরা দেখেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক তরুণ- তরুণী সারা বিশ্বের মধ্যে প্রযুক্তিতে সেরা হতে |

বাংলাদেশের তরুণেরা এখন গেমস, অ্যাপস, রোবটিক মিডিয়া ইত্যদি ভিন্নরকম প্রযুক্তি আমাদেরকে উপহার দিচ্ছে | তারই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে এমন ১০টি এন্ড্রোইড অ্যাপসের কথা বলবো যা এপার ছাড়িয়ে ওপার জয় করেছে | চলুন দেখা যাক সেই অ্যাপস গুলো কি কি যা ২০১৯ সালে বাংলাদেশে সেরা |

১. Bangla Newspapers

যারা প্রতিদিন খবর পড়তে ভালোবাসেন তাদের জন্য এই অ্যাপসটি অত্যান্ত উপকারী | এই অ্যাপসটিতে বাংলাদেশের ৫০০ এর অধিক পত্র-পত্রিকা রয়েছে | অ্যাপসটির অনন্য বৈশিষ্ট্য হলো প্রায় ১০ টি ক্যাটেগরিতে পত্র-পত্রিকা গুলো সাজানো রয়েছে | ৬৪ জেলার সেরা সেরা পত্রিকাসহ আন্তর্জাতিক ৫০টি পত্রিকা এই অ্যাপসে বিদ্যমান | ইতিমধ্যে ১ লক্ষ্য বার প্লেস্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড হয়েছে | অ্যাপসটি গুগল প্লেস্টোর প্রকাশিত হয় ২০১৬ সালের জুন মাসে | তাই ৬.৭ mb এর অ্যাপসটি ইনস্টল করলে খুব সহজেই পড়তে পারবেন বাংলাদেশের সমস্ত পত্রিকা |

২. Ridmik Keyboard

এই অ্যাপসটি বাংলা ভাষাভাষী মানুষের কাছে অত্যান্ত জনপ্রিয় | আমাদের মাতৃভাষায় বাংলা চর্চার এক বিরাট সুবিধা এই অ্যাপস থেকে আমরা পেয়ে থাকি | অ্যাপসটি প্রকাশ পাই ২০১৫ সালে, অ্যাপসটি সম্পূর্ণ ফ্রিতে আপনি ডাউনলোড করে নিতে পারবেন প্লেস্টোর থেকে |

৩. Jagobd

অ্যাপসটি ২০১৪ সালে গুগল প্লেস্টোরে পাবলিশ হয় | খুব সহজেই এই অ্যাপসটির মাধ্যমে আপনি বাংলাদেশের সকল টিভি চ্যানেল দেখতে পারবেন | খবর, বিনোদন এবং খেলাধুলার নিয়মিত আপডেট এই অ্যাপসের অন্যতম বৈশিষ্ট্য |

৪. bKash

বর্তমানে বাংলাদেশে টাকা আদান-প্রদানের জন্য এই অ্যাপসটির কোনো বিকল্প নেই | মুহূর্তের মধ্যে আপনি দেশ থেকে দেশান্তরে টাকা লেনদেন করতে পারবেন | অ্যাপসটি বাংলাদেশের ব্র্যাক ব্যাংকের নিজস্ব সম্পদ | অ্যাপসটি প্রকাশ পাই ২০১৮ সালে, এখন পর্যন্ত ৫০লাখ বার অ্যাপসটি ইনস্টল হয়েছে |

৫. Bioscope LIVE TV

এই অ্যাপসটির সত্ত্বাধিকারী গ্রামীণ ফোন লিমিটেড | আপনি অ্যাপসটি ডাউনলোডের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেল সরাসরি দেখতে পারবেন | এছাড়াও জনপ্রিয় বাংলা মুভি এবং ইংলিশ মুভি এই অ্যাপসের মাধ্যমে উপভোগ করতে পারেন | অ্যাপসটি ইতিমধ্যে প্লেস্টোরে ৫০ লক্ষ্য বার ইনস্টল হয়েছে | অ্যাপসটি প্রকাশ পাই ২০১৭ সালের অগাস্ট মাসে |

৬. Heroes Of 71

বাংলাদেশের এক ঝাঁক তরুণ এই গেমটি তৈরী করে ২০১৫ সালের ডিসেম্বর মাসে | বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমিতে এই গেমসটি নির্মিত হয়েছে | বাস্তবে না পারলেও ভার্চুয়াল জগতে তাই খুব সহজেই আপনার আমার শত্রু পাক হানাদার বাহিনীকে পরাভূত করতে পারবেন |

৭. Prothom Alo

বাংলাদেশের অন্যতম দৈনিক সংবাদপত্র | প্রথম আলো পত্রিকার ওয়েবসাইট এবং অ্যাপস দুটিই আছে | খুব সহজেই তাই পত্রিকাটি অনলাইন থেকে পড়ে নিতে পারেন | পত্রিকাটি অনেক পুরোনো হলেও তারা অ্যাপসটি প্লেস্টোরে প্রকাশ করে ২০১৪ সালে |

৮. Bangla Dictionary

আপনার শব্দভান্ডারকে সমৃদ্ধ করতে এই অ্যাপসটির কোনো বিকল্প নেই | অধিকাংশ এন্ড্রোইড ইউজারের ফোনে এই অ্যাপসটি ডাউনলোড করা থাকে | বাংলা থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে বাংলায় সব শব্দই খুব সহজে কনভার্ট করতে পারবেন | অ্যাপসটি প্লেস্টোরে প্রকাশিত হয় ২০১৩ সালে | ইতিমধ্যে ৫০ লক্ষ বার ডাউনলোড হয়েছে এই অ্যাপসটি |

৯. Bangla Quran

পৃথিবীর অন্যতম গ্রন্থ আল কোরানের অনলাইন ভার্সন পাবেন এই অ্যাপসে | ১১৪ টি সূরার অর্থসহ অডিও শুনার ব্যবস্থা রয়েছে এই অ্যাপসের মাধ্যমে | অ্যাপসটি প্লেস্টোরে পাবলিশ হয় ২০১৭ সালের ডিসেম্বর মাসে | এখন পর্যন্ত ১০লক্ষ বার অ্যাপসটি ডাউনলোড হয়েছে |

১০. Meena Game

মিনা রাজুর কার্টুনের আদলে গেমসটি বাচ্চাদের জন্য নির্মিত হয়েছে | অ্যাপসটির সত্ত্বাধিকারী ইউনিসেফ বাংলাদেশ | আমাদের সমাজের নানারকম সমস্যা তুলে ধরতে এবং বাচ্চাদের আনন্দের মাধ্যমে শিক্ষা দিতে গেমসটির কোনো জুড়ি নেই | গেমসটি গুগল প্লেস্টোরে প্রকাশ পাই ২০১৬ সালের ডিসেম্বর মাসে | প্লেস্টোর থেকে প্রায় ১০ লাখ বার ডাউনলোড করা হয়েছে গেমসটি |

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ