About a 4 Best ফরেক্স

ফরেক্স কি

ফরেক্স হলো ফরেন এক্সচেঞ্জ। এটি পৃথিবীর সর্ববৃহৎ মার্কেট। এখানে প্রতিদিন ৪ ট্রিলিয়ন (১০০০ বিলিয়ন এ ১ ট্রিলিয়ন) ডলারের অধিক লেনদেন হয়। পৃথিবীর সবগুলি শেয়ার মার্কেট মিলেও প্রতিদিন এত লেনদেন হয়না। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের একদিনের গড় লেনদেন ৩০ বিলিয়ন ডলার। যেহেতু মার্কেটটি এত বড়, কোন ব্যক্তি, প্রতিষ্ঠান এমনকি রাষ্ট্রও এককভাবে সহজে একে নিয়ন্ত্রিত করতে পারেনা।

ফরেক্স ট্রেড করতে কি কি দরকার

ইন্টারনেট কানেকশন সহ একটি কম্পিউটার ও প্রাথমিক পর্যায়ে অল্প কিছু পুঁজি এমনকি আপনি ৫ ডলার দিয়েও শুরু করতে পারেন।৫ ডলার দিয়ে শুরু করলেও লেভারেজের কারণে কেনাবেচা করা যাবে অনেক বেশী পরিমাণের। বেশীরভাগ ব্রকারই ১:২০০ লেভারেজ দেয় অর্থাৎ ৫ ডলার বিনিয়োগ করে ১,০০০  ডলার পর্যন্ত কেনাবেচা করা যাবে।

ফরেক্স ট্রেড কি খু্বই রিস্কি?

সেটা সম্পুর্ন আপনার উপর নির্ভরশীল। আপনি চাইলে ১০ মিনিটেই  আপনার একাউন্ট  শূন্য হয়ে যেতে পারে আর আপনি না চাইলে আপনার একাউন্ট কোনদিনও শূন্য হবেনা। অর্থাত আপনার একাউন্ট শূন্য করার ক্ষমতা শুধু আপনার কাছে। সেখেত্রে অভিজ্ঞ কোন ট্রেডারের সহযোগিতা খুবই জরুরী। শুধু Google search  করে আর blog এর post পড়ে যারা trade করে তাদের ফলাফল ৯৯.৯৯% ক্ষেত্রে গালি দিতে দিতে ফরেক্স থেকে বের হয়ে যায়।

নিশ্চিত লাভের কোন উপায় আছে কি?

হ্যা নিশ্চিত লাভের উপায় তো অবশ্যই আছে। তা নাহলে  তো আর ফরেক্স দিন দিন এত জনপ্রিয় হতনা। দুনিয়াতে হাজার হাজার লোক আছে যাদের পেশা হচ্ছে ফরেক্স। নিশ্চিত  আয় না হলে কেউ কোন বিষয়কে পেশা হিসেবে নেয় না। এখন কথা হচ্ছে এই নিশ্চিত লাভের উপায় কে জানে? যিনি নেট ঘেটে ফরেক্স সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করে জাক জমক অফিস নিয়ে ফরেক্স শিখাচ্ছেন তিনি? নাকি যিনি রাতদিন ফরেক্স মার্কেটে পড়ে থেকে ট্রেড করছেন তিনি? আপনার কি মনে হয়? মনে রাখবেন যিনি জ্ঞানী তিনিই জীবনে সফলতা পায়, বোকারা না।

কিভাবে ফরেক্সে লাভ/লস হয় ?

ফরেক্স ট্রেডে লস হওয়ার কারন সমূহ

Comments (2)

  1. Shamirul May 06, 2012
  2. Dhaka Vice City Games May 06, 2012

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ