এসইও এর জন্য ৯টি গুরুত্বপূর্ণ SEO এক্সটেনশন

সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি ওয়েবকোড ইন্সটিটিউট এর পক্ষ থেকে। আমি সজীব রহমান আজ আপনাদের সামনে হাজির হয়েছি কিছু গুরুত্বপূর্ণ এসইও টুলস এর রিভিউ নিয়ে। যা আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর কাজে সব সময় লাগবে।

আজ যেসকল এডঅন্স নিয়ে কথা বলবো সেগুল হলোঃ

  1. SEO Quacke,
  2. PageRank Status,
  3. Moz Bar,
  4. WooRank,
  5. SEO SERP Workbench,
  6. SEO Global For Google Search,
  7. Majestic SEO Backlink Analyzer,
  8. Meta SEO Inspector,
  9. Alexa toolbar,

এবার দেখে নেয়া যাক কোন কোন এডঅন্স এর কি কি কাজ।

এসইও এর জন্য ৯টি গুরুত্বপূর্ণ SEO এক্সটেনশন

এক নজরে বিস্তারিত

  • SEO Quake
  • PageRank Status
  • Moz Bar
  • WooRank
  • SEO SERP Workbench
  • SEO Global For Google Search
  • Majestic SEO Backlink Analyzer
  • Meta SEO Inspector
  • Alexa Toolbar

SEO Quake

ডাউনলোড লিংক

Meta SEO Inspector

এই এডঅন্সটি অনেক মজাদার! আপনার ওয়েবসাইট এর হেডার এ কোন সমস্যা আছে কিনা তা নিমিষেই পরীক্ষা করে নিতে পারেন। আপনার মেটা ট্যাগ থেকে শুরু করে Open Graph এ যে কোন ধরনের সমস্যা যদি থেকে থাকে তাহলে এই এডঅন্স দিয়ে খুব সহজেই বের করে ফেলতে পারবেন। এর জন্য আপনাকে এডঅন্সটি ইন্সটল করে যে ওয়েবসাইটটি পরীক্ষা করবেন সেই ওয়েবসাইট ভিজিট করে এডঅন্স এ ক্লিক করুন। দেখবেন যদি কোন সমস্যা থেকে থাকে তাহলে তা Warning হিসাবে দেখাবে।

ডাউনলোড লিংক

Alexa Toolbar

আপনারা জানেন যে এলেক্সা একটি এনালাইটিক্স ওয়েবসাইট যারা সারা বিশ্বের ওয়েবসাইট গুলোর জনপ্রিয়তার উপর ভিত্তি করে একটি র‍্যাংক প্রদান করে। আর এই টুলবারটি ব্যবহার করা হয় দ্রুত সেই এলেক্সা দেখার জন্য। আপনার ওয়েবসাইটের এলেক্সা র‍্যাঙ্ক  কত তা এই এডঅন্স এর মাধ্যমে দেখে নিতে পারবেন। এছাড়া আপনার ওয়েবসাইট এর পেজ ভিউ, কোন দেখের ভিজিটর বেশি এবং সেসকল দেশে আপনার ওয়েবসাইট এর র‍্যাংক সহ আরো বিস্তারিত কিছু জানতে পারবেন। এটি সরাসরি কোন এসইও টুল নয় তবে একটি এন্যালাইসিস ধরনের টুল। তাই এই টুল ব্যাবহার করা হয় নিজের এবং কম্পিটিটরদের ওয়েবসাইটের তথ্য বের করার জন্য।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ