কম দামে ভালো মোবাইল (২০১৯) – বন্ধুরা, যখন অল্প দামে একটি ভালো স্মার্টফোন (smartphone) কেনার কথা আসে, তখন অবশই আমাদের কিছু গুরুত্বপূর্ণ features বা functions দেখেই মোবাইল কেনা দরকার। তা নাহলে, আপনি একটি সেরা এবং ভালো এন্ড্রয়েড মোবাইল কিনতে অসমর্থ হোতে পারেন।
আজকাল কম থেকে কম দামের মধ্যে আপনারা অনেক ভালো ভালো এন্ড্রয়েড মোবাইল (Android mobile) কিনতে পারবেন, যেগুলিতে সব রকমের নতুন features বা functions দেয়া থাকে। (New budget android mobiles of 2019).
অবশই, আপনি যদি স্মার্টফোনের সেই নতুন ফিচারস বা ফাঙ্কশন এর ব্যাপারে না জেনে থাকেন, তাহলে হয়তো এখনকার দিনে ঠক খেয়ে যেতে পারেন।
তাই, সবচে আগেই “মোবাইল কেনার আগে কোন ৯ টি জিনিস দেখবেন” সেটা অবশই জেনেনি
যদি আপনারা, ৫ হাজার থেকে ১০ হাজারের মধ্যে একটি ভালো android mobile কেনার কথা ভাবছেন, তাহলে অনেক ভালো ভালো মোবাইল (smartphone) পেয়েযাবেন।
এবং, আমি যেগুলি এন্ড্রয়েড স্মার্টফোনের কথা বলবো, সেগুলির সবগুলোই ২০১৯ এর নতুন এবং সেরা মোবাইল।
এই আর্টিকেলে, আমি আপনাদের ৫ হাজার থেকে ১০ হাজার টাকার ভেতরে ৭ টি নতুন এবং সব থেকে ভালো মোবাইলের ব্যাপারে বলবো।
২০১৯ এর এই নতুন এন্ড্রয়েড মোবাইল গুলিতে আপনারা সব ধরণের নতুন features বা functions পেয়েযাবেন। (7 Best budget android smartphones of 2019).
অল্প দামের মধ্যে ৭ টি নতুন এবং ভালো এন্ড্রয়েড মোবাইল – (২০১৯)
আমি আমার তালিকা, সবচেয়ে কম দামের মোবাইলের থেকে শুরু করে সবচে বেশি দামি স্মার্টফোনের রিভিউ দিয়ে শেষ করবো।
আশা করি, আমি যেগুলি মোবাইলের রিভিউ (review) এখানে করবো সেগুলির সবগুলোই আপনারা অনলাইন স্টোরে বা লোকাল মোবাইলের দোকানে পেয়েযাবেন।
৫ থেকে ১০ হাজার টাকার মধ্যে ৭ টি সেরা মোবাইলের রিভিউ
এমনিতে, আমি আমার আগের আর্টিকেলে, “কম দামের ৫ টি শাওমি মোবাইলের নতুন মডেল ও দাম” এর ব্যাপারে বলেছি। তাই, আপনি যদি Redmi MI smartphone এর অনেক বড়ো ফ্যান, তাহলে আর্টিকেলটি অবশই পড়েনিবেন।
১. আসুস জেনফোন (Asus zenFone) lite L১
আপনারা যদি ৫ হাজার টাকার ভেতরে একটি ভালো স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাহলে আমি প্রথমেই আসুস জেনফোনের এই মডেল “ZenFone LITE L ১” এর কথাই বলবো। এমনিতে, Flipkart.com এর ওয়েবসাইটে এই smartphone এখনো আপনি কেবল Rs.৫০০০/- টাকাতেই পেয়ে যাচ্ছেন।
FLIPKART এর ওয়েবসাইটে মোট ৯১৭৩০ জন লোকেরা এই মোবাইলকে রেটিং (Rating) দিয়েছেন এবং ৫ এর মধ্যে ৪.২ রেটিং আসুসের এই বাজেট মোবাইলের মডেল পেয়েছে।
আমি যখন আসুসের এই মোবাইল অর্ডার (order) করেছিলাম, তখন কেবল সাধারণ ব্যবহারের কথা ভেবেই মোবাইলটি কিনতে চেয়েছিলাম।
কিন্তু, যখন এই মোবাইল আমি ব্যবহার করে দেখি, তখন এর performance, ভালো ক্যামেরা কোয়ালিটি, অধিক RAM এবং মোবাইলের স্পিড (speed) আমাকে অনেক আকর্ষিত কোরে তোলে।
Asus zenfone l ১ স্মার্টফোনের ব্যাটারী ব্যাকআপ খুবি ভালো এবং এখানে আপনারা PUBG র মতো game low settings এ ভালো ভাবেই খেলতে পারবেন।
HD+ display quality এবং ৫.৪৫ ইঞ্চি display size এই দামের মোবাইলে পাওয়াটা অনেক বড়ো বেপার। তাছাড়া, Asus company র ব্র্যান্ড এবং কোয়ালিটির ব্যাপারে আমরা সবাই জানি।
Some features I liked in Asus zenfone L ১
- ২ জিবি রেম (RAM) আপনার মোবাইল সব সময় দ্রুত এবং smooth রাখে।
- ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ (internal storage) দেয়া হয়েছে জেখানে অনেক apps বা games ইনস্টল করতে পারবেন। এমনিতে, স্টোরেজ আপনারা ২৫৬ জিবি অব্দি বাড়িয়ে নিতে পারবেন।
- ৫.৪৫ ইঞ্চি (inch) HD + ডিসপ্লে, যেখানে ভিডিও দেখে বা গেম খেলে আপনার একটি প্রিমিয়াম (premium) মোবাইলের ভাব আসবে।
- কম দামের এই মোবাইলে আপনারা অনেক ভালো ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ১৩ mp পেছনের ক্যামেরা (back camera) এবং ৫ mp ফ্রন্ট ক্যামেরা (front camera).
- ৩০০০ maH ব্যাটারী যে অধিক সময় অব্দি মোবাইলকে charged রাখবে।
- Qualcomm snapdragon octa core processor ১.৪ GHz, যে মোবাইলে যেকোনো কাজ অনেক দ্রুত ভাবে করতে সাহায্য করবে।
- Face unlock functionএখানে আপনারা পাবেন।
- এই মোবাইলে ৩জি (3G) এবং ৪জি (4G) দুটো নেটওয়ার্ক সাপোর্ট করে।
- Notch display দেয়া হয়নি যদিও FULL VIEW DISPLAY পাবেন।
- Asus zenfone lite l1 মোবাইলের দাম – Rs.4999/- (buy from flipkart).
শেষে বন্ধুরা, যদি আপনাদের হাথে বাজেট (budget) অনেটাই কম এবং কেবল ৫ হাজারের ভেতরে একটি ভালো স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাহলে “আসুসের জেনফোন লাইট এল ১” সব থেকে সেরা।
২. Honor 7S (সেভেন এস) smartphone
হোনার মোবাইলের (Honor mobile) মধ্যেও আজকাল অনেক ভালো ভালো smartphone লোকেদের অনেক পছন্দ হচ্ছে।Honor এর এই ভালো ভালো স্মার্টফোন গুলির মধ্যে আপনারা অল্প দামে কিনে নিতে পারেন Honor সেভেন এস. এমনিতে, Flipkart এর ওয়েবসাইটে এই স্মার্টফোনের দাম প্রায় Rs.৫৯৯৯ টাকা।
সত্যি বললে, আসুস জেনফোন লাইট এল ১ এর তুলনায় এ একটু বেশি দামি হলেও অনেক ক্ষেত্রে একে তার থেকে বেশি ভালো বলা যাবেনা।
হোনোরের এই মোবাইলের ডিসপ্লে এবং স্ক্রিন কোয়ালিটি খুবি ভালো। কম বাজেটের মধ্যে এই মোবাইলে অনেক ধরণের features এবং functions দেয়া হয়েছে।
১৩ mp ব্যাক এবং ৫ mp ফ্রন্ট ক্যামেরা হলেও ক্যামেরা কোয়ালিটি (camera quality) তেমন একটা ভালো মনে হলোনা যদিও, এর ৫.৪৫ ইঞ্চির বড়ো TFT ডিসপ্লে অনেক ব্রাইট (bright), ক্লিয়ার (clear) এবং দেখতে অনেক আকর্ষণীয়।
ব্যাটারী ব্যাকআপ এবং কর্মক্ষমতা (performance) খুব ভালো। ১.৫ GHz quad core প্রসেসর এবং ২ জিবি রেম থাকার জন্য, মোবাইলটি অনেক smooth এবং fast কাজ করবে।
Honor এর কম বাজেটের এই মোবাইল আমার মতে খুবি ভালো, যদি আপনারা ক্যামেরার বেপারে বেশি ধ্যান দিচ্ছেননা।
যাই হোক, সব মিলিয়ে ৬ হাজার টাকার মধ্যে এর থেকে ভালো একটি মোবাইল আপনারা পাবেননা।Flipkart ওয়েবসাইটে মোট ১,০৫,২৪৫ লোকেরা এই মোবাইলকে রেটিং (rating) দিয়েছেন। এবং, ৫ থেকে ৪.১ রেটিং হোনারের এই স্মার্টফোনের মডেল পেয়েছে।
Some features of Honor 7S
- ২ জিবি (2GB) রেম এই মোবাইলকে দ্রুত কাজ করতে সাহায্য করে।
- ৫.৪৫ ইঞ্চি TFT ডিসপ্লে ক্লিয়ার এবং স্পষ্ট VISUAL এর জন্য।
- ১৩ MP ব্যাক এবং ৫ MP ফ্রন্ট ক্যামেরা।
- ৩০২০ MaH ব্যাটারী অধিক সময় চার্জ ছাড়া মোবাইল ব্যবহারের জন্য।
- Android ভার্সন “Android oreo ৮.১.০” দেয়া হয়েছে।
- Mediatek quad core প্রসেসর এর কর্ম ক্ষমতা অধিক বাড়িয়ে দেয়।
- ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকতে অনেক apps ইনস্টল করতে পারবেন।
- Dual 4G sim ব্যবহার করতে পারবেন।
- Full view ডিসপ্লে দেয়া হয়েছে।
- Honor 7S মোবাইলের দাম প্রায় – ৫৯৯৯/- (Flipkart থেকে অনলাইন কিনুন).
যদি আপনারা ৬ হাজার টাকার থেকে বেশি খরচ করতে চাননা, তাহলে হোনারের সেভেন এস বাজেটের ভেতরে খুবি ভালো একটি smartphone.
৩. Xiaomi Redmi 7 smartphone
কেবল কিছু সময়ের মধ্যেই, শাওমি রেডমি MI কোম্পানির মোবাইল এবং তার চর্চা দেশ বিদেশে ছড়িয়ে গেছে।
শাওমি কোম্পানির মোবাইল বিশেষ ভাবে অল্প টাকার মধ্যেই ভালো এবং সব থেকে বেশি features এবং functions থাকা মোবাইল বানানোতে এক্সপার্ট।
এমনিতে, ১০ হাজার টাকার মধ্যে কেবল Rs.৮৯৯৯/- টাকাতেই শাওমি বের করেছে Redmi 7 android smartphone যার সত্যি কোনো জবাব নেই।
১২ mp + ২ mp ডুয়াল রেয়ার ক্যামেরা (dual rear camera) এবং ৮ mp ফ্রন্ট ক্যামেরা রেডমির এই মডেলে রয়েছে যার দ্বারা High quality ছবি তুলতে পারবেন।
ক্যামেরা কোয়ালিটি ভালো হওয়ার সাথে সাথে এর ৬.২৬ ইঞ্চির (inch) ডিসপ্লে অনেক ক্লিয়ার এবং স্পষ্ট। এখানে ভিডিও দেখে বা গেম খেলে অনেক মজা পাবেন।
Display নিয়ে সব থেকে বড়ো যে বিষয়টি এখানে রয়েছে সেটা হলো, “Notch display view“. মানে, মোবাইলের স্ক্রিন পুরো ওপর অব্দি দেয়া থাকবে।
এখানে android এর সব থেকে লেটেস্ট ভার্সন “Android Pie v9.0 operating system” দেয়া হয়েছে।
Features of Redmi 7 smartphone
- ক্যামেরা আছে ১২ mp + ২ mp ডুয়াল ক্যামেরা এবং ৮ mp ফ্রন্ট ক্যামেরা।
- ৬.২৬ ইঞ্চের ১৫২০*৭২০ pixels resolutions এর ডিসপ্লে।
- ৩ জিবি রেম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে।
- ১.৮ GHz এর octa core processor.
- ৪০০০ maH ব্যাটারী (BATTERY) অনেক সময় মোবাইল চার্জ না দিয়ে ব্যবহার করার জন্য।
- Face unlock এবং finger print unlock অপসন আপনারা পাবেন।
- Android Pie v9.0 operating system (OS) রয়েছে।
- Stylish এবং attractive looks.দেখতে দারুন সুন্দর।
- অনলাইন রেডমি সেভেন এর দাম প্রায় Rs.৮৯৯৯/- .
- Buy Redmi 7 from Official website
যদি আপনারা অল্প বেশি টাকা দিয়ে ১০ হাজারের ভেতরে এমন একটি মোবাইল কিনতে চান, যেটা দেখতে অনেক আকর্ষণীয় এবং যেটাতে সব ধরণের নতুন ফাঙ্কশন বা ফিচারস থাকে, তাহলে রেডমি সেভেন মোবাইল একটি ভালো অপসন।
৪. REDMI GO (বাজেটের মধ্যে স্মার্টফোন)
আপনারা যদি ৫ হাজার থেকেও কম টাকার মধ্যে ভালো স্মার্টফোন (smartphone) কেনার কথা ভাবছেন, তাহলে শাওমি রেডমি গো (Redmi Go) মোবাইলটি আপনার জন্য ভালো হবে।
কেবল, Rs.৪৪৯৯/- টাকায় আপনারা এই মোবাইল অনলাইন MI Redmi র অফিসিয়াল ওয়েবসাইট থেকে order করতে পারবেন।
তাছাড়া, Amazon বা flipkart এর ওয়েবসাইটেও একি দামের মধ্যে এই মোবাইল পাওয়া যাবে।
যদি আপনার বাজেট অনেক কম, তাহলে কেবল ৫ হাজারের ভেতোরে রেডমি গো সেরা মোবাইল হিসেবে প্রমাণিত হবে।
Features of MI Redmi GO
- ৩০০০ MAh এর ব্যাটারী power আপনার মোবাইলের ব্যাটারিকে অনেক সময় অব্দি charged রাখবে।
- Android ৮.১ oreo (Go edition) OS দেয়া হয়েছে।
- Qualcomm Snapdragon 425 Quad-core প্রসেসর আপনার মোবাইলকে দ্রুত ভাবে কাজ করতে সাহায্য করবে।
- ৫.০ ইঞ্চি (inch) HD ডিসপ্লে দেয়া হয়েছে।
- ৮ mp ব্যাক ক্যামেরা এবং ৫ mp ফ্রন্ট ক্যামেরা এখানে থাকবে।
- RAM থাকবে ১ জিবি এবং ইন্টারনাল স্টোরেজ ৮ জিবি আপনি পাবেন।
- Black এবং blue দুটো color এ পেয়েযাবেন।
- Redmi Go Price – Rs.4499/- (approx).
মোবাইল টির features দেখে আপনারা একটা জিনিস অবশই লক্ষ করেছেন যে এর রেম (RAM) কেবল ১ জিবি। কিন্তু, ৫ হাজার থেকেও কম টাকায় আজকাল এন্ড্রয়েড মোবাইল পাওয়াটা অনেক বড়ো বেপার। তাছাড়া, ব্যাটারী power, ক্যামেরা, প্রসেসর এবং স্ক্রিন কোয়ালিটি এই দামের অন্য মোবাইলের তুলনায় Redmi Go অনেক বেশি ভালো।
সাধারণ ইন্টারনেট এবং ইউটিউবের ব্যবহার, ভয়েস ও ভিডিও কলিং, সাধারণ apps ব্যবহার করার জন্য এই মোবাইল বেশ অনেক ভালো।
৫. রেডমি নোট সেভেন ( Xiaomi Redmi note 7 )
কেবল ১০ হাজার টাকার মধ্যে রেডমির এতো সুন্দর এবং এতো ভালো ভালো features সহ মোবাইল বের হয়েছে বলে ভাবাই যায়না। কেবল কিছু দিন আগেই শাওমির এই smartphone বাজারে এসেছে। ২০১৯ এর এ শাওমির সেরা নতুন মোবাইল।
এই মোবাইলের মডেলে আপনারা quick charge এর সুবিধা পাবেন যেটা আজকালকার দামি smartphone গুলিতে দেয়া থাকে। এতে আপনার মোবাইল অনেক তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে।
৬.৩ ইঞ্চের Full HD + display আপনাকে এতো আকর্ষণীয় এবং এতো ভালো স্ক্রিন কোয়ালিটি দেবে, যে আপনি ভাবতেও পারবেননা।এখানে, HD video, HD movies দেখে বা PUBG র মতো গেম খেলে অনেক মজা পাবেন। সত্যি বন্ধুরা, এই হ্যান্ডসেটটির ডিসপ্লে কোয়ালিটি দারুন।
এমনিতে flipkart এর ওয়েবসাইটে এর দাম Rs.৯৯৯৯/- ধরে দেয়া হয়েছে। আপনি চাইলে, MI র অফিসিয়াল ওয়েবসাইট থেকেও এই মোবাইল অনলাইন অর্ডার করতে পারবেন।
এমনিতে, রেডমি ৭ এবং রেডমি নোট ৭ এর দামের পার্থক্য বিশেষ কিছু নেই। কিন্তু, রেডমি নোট সেভেন শাওমির নতুন মডেল এবং কিছু features এবং functions এখানে বেশি দেয়া হয়েছে। তাই টাকায় নোট সেভেন একটু বেশি দামি।
Features of xiaomi redmi note ৭
- এখানে দেয়া হয়েছে ৩ জিবি রেম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। এমনিতে, ৪ জিবি এবং ৬৪ জিবি র মডেল ও অল্প বেশি টাকা দিয়ে পেয়েযাবেন।
- ৬.৩ ইঞ্চি (inch) Full HD + ডিসপ্লে।
- ১২ mp + ২ mp ডুয়াল ক্যামেরা এবং ১৩ mp ফ্রন্ট ক্যামেরা।
- ৪০০০ mAh এর অধিক ব্যাকআপ দেয়া ব্যাটারী।
- Quick charge ৪.০ support করবে।
- 2.2 GHz Qualcomm Snapdragon octa-core processor দ্বারা মোবাইল smooth এবং দ্রুত কাজ করবে।
- Build quality এবং design অনেক সুন্দর।
- Face unlock এবং finger print unlock এর অপসন পাবেন।
তাহলে, যদি আপনারা ১০ হাজার টাকা দিয়ে রেডমির নতুন মডেল কিনতে চাচ্ছেন, তাহলে রেডমি নোট ৭ (redmi note ৭) সব দিক দিয়েই বেস্ট এবং সেরা। সব ধরণের নতুন functions এই হ্যান্ডসেট টিতে পেয়েযাবেন।
- Redmi note seven price: Rs.9999/-
- Buy online from flipkart
৬. Samsung galaxy M 10 (3 GB / 32 GB)
যখন কথা হচ্ছে, “২০১৯ এর নতুন এবং সেরা এন্ড্রয়েড মোবাইলের” তখন স্যামসাং গ্যালাক্সি m10 কেন পেছনে থাকবে।
জানুয়ারী ২০১৯ এ প্রথম বারের জন্য স্যামসাং মোবাইলের এই নতুন মডেল m১০ বাজারে এসেছে। Samsung galaxy M10 মোবাইলে এন্ড্রয়েড ৮.১ OS দেয়া আছে। এই স্মার্টফোনে দুটো color option দেয়া হয়েছে। Charcoal Black এবং Ocean Blue এর দুটি color.
Security এবং lock features এ আপনি পেয়ে যাবেন fingerprint sensor এবং face unlock . তাছাড়া, GPS, 3G, 4G এবং wifi এর মতো সাধারণ features তো আছেই।
স্যামসাং গ্যালাক্সি m10 এর ৩জিবি /৩২ জিবি মডেলের এখনের দাম প্রায় Rs.৮৯৯০/- এবং ২জিবি/১৬ জিবি মডেলের দাম প্রায় Rs.৭৯৯৯/- .
ব্যাটারী power, ক্যামেরা quality, performance এবং style সব দিক দিয়েই সমসাঙের এই মোবাইল সেরা।
- 13MP+5MP ডুয়াল ultra-wide angle ক্যামেরা এবং 5MP f2.0 ফ্রন্ট ক্যামেরা।
- 15.8cm (6.22″) HD+ Infinity V ডিসপ্লে।
- 3GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ (internal memory).
- Fast face unlock এবং notch display .
- 3400 mAh lithium-ion ব্যাটারী।
- Dual SIM (nano+nano).
- 1.6GHz Exynos 7870 octa-core processor.
- Android Oreo v8.1 OS.
- Amazon.in এ Samsung galaxy m10 এর দাম – Rs.৮৯৯০/-.
স্যামসাং গ্যালাক্সি m10 একটি নতুন এবং অনেক সুন্দর মোবাইল। এ দেখতে যতটা সুন্দর এর performance (কর্মক্ষমতা) ও তেমনি বেশি। ১০ হাজার টাকার ভেতরে স্যামসাং এর এ অনেক ভালো মডেল।
৭. Vivo Y91 (32 GB/2GB) smartphone
ভিভো Y৯১ (Vivo Y91) এন্ড্রয়েড মোবাইল মার্কেটে ২০১৯ এ এসেছে। এই মোবাইলটি বড়ো ৬.২২ ইঞ্চি HD+ টাচ স্ক্রিন (touchscreen) এবং ৭২০*১৫২০ pixels resolution দ্বারা তৈরি।
ভিভো ওয়াই ৯১ মোবাইলে octa-core MediaTek Helio P22 (MTK6762R) প্রসেসর দেয়া আছে যাতে সব ধরণের কাজ আপনি দ্রুত এবং smooth ভাবে কোরতে পারেন।
সব থেকে ভালো জিনিস যেটা সেটা হলো এর মজার ব্যাটারী পাওয়ার। এখানে, আপনারা ৪০৩০ mah ব্যাটারী পাবেন।
Vivo Y91 হ্যান্ডসেট টিতে android ৮.১ OS দেয়া হয়েছে।
ফোনটি দেখতে যেমন দারুন তেমনি তার কাজ এবং performance.
Features of Vivo Y91
- 2 GB RAM | 32 GB ইন্টারনাল স্টোরেজ | স্টোরেজ আপনি ২৫৬ জিবি অব্দি বাড়িয়ে নিতে পারবেন।
- 15.8 cm (6.22 inch) HD+ Display এবং notch ডিসপ্লে।
- 13MP + 2MP ব্যাক ক্যামেরা এবং 8MP Front Camera.
- 4030 mAh Li-ion শক্তিশালী Battery.
- Face unlock এবং fingerprint sensor .
- শক্তিশালী Octa core 2.0 GHz প্রসেসর।
- Flipkart এ এর দাম Rs.৮৯৯০/- (approx).
- Buy from Flipkart
২০১৯ এর ভিভোর এই নতুন স্মার্টফোনে আপনি design, style, সুন্দর color, স্পিড, performance, build quality, display quality অনেক বেশি ভালো পেয়ে যাবেন। কেবল ৯ হাজার টাকার মধ্যে ভিভো Y91 মোবাইলের মডেল আমার জন্য সেরা।
Comments (No)