রবীন্দ্রনাথের কনে দেখা

রবীন্দ্রনাথের কনে দেখা

রবীন্দ্রনাথের কনে দেখা…….জানো আমার একটি বিদশী অর্থাৎ অন্য province-এর মেয়ের সাথে বিয়ের কথা হয়েছিল৷ সে এক পয়সাওয়ালা লোকের মেয়ে, জমিদার আর কি, বড় গোছের৷ সাত লক্ষ টাকার উত্তরাধিকারীণী সে ৷

আমরা কয়েকজন গেলুম মেয়ে দেখতে৷ দুটি অল্প বয়সী মেয়ে এসে বসলেন, একটি নেহায়েত সাদাসিধে, জড়ভরতের মত এক কোণে বসে রইল৵ আর একটি যেমন সুন্দরী , তেমনি চটপটে ৷ চমৎকার তার স্মাটনেস৷ একটু ও জড়তা নেই৷ বিশুদ্ধ ইংরেজী উচ্চারণ৷ পিয়ানো বাজালো ভাল, তারপর music সম্বস্ধে আলোচনা শুরু হল ৷

আমি ভাবলাম এর আর কথা কি? এখন পেলেই হয়! এমন সময় বাড়ীর কর্তা এসে ঘরে ঢুকলেন৷ বয়েস হয়েছে, কিস্তু সৌখিন লোক ৷ ঢুকেই পরিচয় করিয়ে দিলেন-মেয়েদের সংগে ,সুন্দরী মেয়েটিকে দেখিয়ে বলেলন-Here is my wife- এবং জড়ভরতটিকে দেখিয়ে -Here is my daughter ! আমরা আর করব কি, পরস্পর মুখ চাওয়াচাওয়ি করে চুপ করেই রইলাম৵ আর তাই যদি হবে তবে ভদ্র লোকদের ডেকে এনে নাকাল করা কেন! তবে শুনেছি- ওই মেয়ে নাকি বিয়ের বছর দুই পরেই বিধবা হয়৷ তাই ভাবি ভালোই হয়েছে, কারণ স্ত্রী বিধবা হলে আবার প্রাণ রাখা শক্ত৷ Easy Income

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ