সুজলা সুফলা শষ্য শ্যমলা এই আমাদের সোনার বাংলা। আমাদের বাংলাদেশ ৬৪টি জেলা নিয়ে গঠিত। তার মধ্যে একটি জেলা হচ্ছে অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি এই রাঙ্গামাটি। ইতিপূর্বে এটি বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের একটি অংশ ছিল। বর্তমানে রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি তিনটি অালাদা জেলা হয়েছে। বেড়িয়ে আসুন বাংলাদেশের অন্যতম সুন্দর স্থান- রাঙ্গামাটি
চট্টগ্রাম শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই রাঙ্গামাটি জেলা। বর্তমানে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। চট্টগ্রাম থেকে বিআরটিসি (এসি এবং নন এসি) বাস রাঙ্গামাটি আসে। ভাড়া ১১৫ টাকা। এছাড়া পাহাড়ীকা নামে একটি বিরতিহীন বাস সার্ভিস রয়েছে, তা অক্সিজেন নামক স্থান থেকে ছাড়ে। ভাড়া একই।অবশ্য বর্তমানে ঢাকা থেকে এসআলম, সৌদিয়া, হানিফ, Unit সার্ভিস এবং ডলফিন চেয়ারকোচ সরাসরি রাঙ্গামাটি আসে। ভাড়া ৫৮০ থেকে ৬৫০ টাকার মধ্যে। বর্তমানে অনেক উন্নত আবাসিক হোটেল এবং রেষ্টুরেন্ট রয়েছে রাঙ্গামাটি।
বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ প্রকল্পটি রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত। তাছাড়া তবলছড়ি পর্যটন এলাকায় রয়েছে আকর্ষনীয় দৃষ্টি নন্দন ঝুলন্ত ব্রীজ।
সর্বোপরি রাঙ্গামাটি শহরের চারদিকেই দেখতে পাবেন কাপ্তাই লেকের নৈসর্গিক সৌন্দর্য। সব মিলিয়ে আকাশ, পাহাড় আর পানির এক অদ্ভুত মিলনস্থল রাঙ্গামাটি। এছাড়া রয়েছে শুভলং প্রাকৃতিক ঝরণা, আপনার ভাল লাগবেই।
বিস্তারিত তথ্য সেবার জন্যঃ ০১৮১৮৯৩৮৮৮৯, ০১৯১৪৯৮৬৭৯১
মেইল: satyade2011@yahoo.com, satyade2011@gmail.com
Comments (No)