বলিউডের অভিনেত্রীদের কত আয়

বলিউড তারকারা একটি ছবির জন্য কত পারিশ্রমিক নেন? এ নিয়ে জানার আগ্রহ কমবেশি সবারই আছে। কিন্তু সঠিক হিসাব হয়তো অজানাই থাকে। এর পরও তারকাদের পারিশ্রমিকের খবর অনেকটা ঢাক-ঢোল পিটিয়েই দিয়ে থাকে বলিউড। সেই হিসাব মতে দামি ১০ অভিনেত্রীকে নিয়ে এ আয়োজন।

বলিউডের অভিনেত্রীদের কত আয় 1

দীপিকা পাড়–কোন : বর্তমানে বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়–কোন। একজন ভারতীয় অভিনেত্রী যিনি প্রধানত হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে থাকে। ২০০৫ সালে হিমেশ রেশমীয়ার সঙ্গীত ভিডিও “নাম হ্যায় তেরা” এ তার প্রথম দেখা যায়। ঐশ্বর্যা কন্নড় চলচ্চিত্রে নামমাত্র চরিত্রে ২০০৬ সালে প্রথম অভিনয় করেন।[২] পরবর্তীতে ২০০৭ সালে তার প্রথম বলিউড ব্লকবাস্টার চলচ্চিত্র ওম শান্তি ওম মুক্তি পায় যেখানে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেন এবং ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নারী অভিষেক পুরস্কার লাভ করেন। ২০০৮ সালে তাঁর একমাত্র চলচ্চিত্রের চরিত্রটি ছিল বাচনা অ্যায় হাসিনো-এর মধ্যে রণবীর কাপুরের প্রেমের আগ্রহের হিসাবে। সাফল্যের দিক থেকেও অন্য সবার চেয়ে এগিয়ে তিনি। তার পারিশ্রমিক অন্যদের থেকে বেশি হবে- এটাই স্বাভাবিক। ‘ওম শান্তি ওম’ দিয়ে রুপালি পর্দায় পা রাখা এ তারকা এখন ছবিপ্রতি ২৬ কোটি রুপি নিয়ে থাকেন।

বলিউডের অভিনেত্রীদের কত আয় 2

কঙ্গনা রানাউত : ‘ঠোঁটকাটা’ হিসেবে পরিচিত কঙ্গনা। শক্তিশালী অভিনেত্রী হিসেবেও তার বেশ সুনাম রয়েছে। বলিউডে নিজের জায়গাটা আলাদা করে চিনিয়েছেন ‘কুইন’খ্যাত এ তারকা। কঙ্গনা রানাওয়াত (উচ্চারিত [kəŋɡənaː raːɳoːʈʰ]; কঙ্গনা রনৌত, জন্ম: ২৩ মার্চ ১৯৮৭) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। তিনি নিজেকে বলিউড চলচ্চিত্রে অন্যতম একটি জায়গায় অধিষ্ঠিত করেছেন। তিনি মোট চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন, তন্মধ্যে তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ও একবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে। এছাড়াও তিনি ৪টি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছেন। যে কোনো ছবিতে তাকে নিতে হলে ২৫ কোটি রুপি গুনতে হয় প্রযোজকদের।

সবাই যেখানে নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে বলিউডে আসেন, সেখানে প্রথম ছবিতেই প্রিয়াংকা বেছে নিয়েছিলেন খল চরিত্র। ব্যতিক্রম বলেই হয়তো এই বিশ্বসুন্দরীকে নিয়ে পরিচালকদের আগ্রহ তুঙ্গে থাকে। বর্তমানে প্রিয়াংকা ছবিপ্রতি ২২ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন

বলিউডের অভিনেত্রীদের কত আয় 3

কারিনা কাপুর খান : চলচ্চিত্র অঙ্গনে ২০ বছর পার করে ফেলেছেন কারিনা। অনবদ্য অভিনয়শৈলী দিয়ে তিনি জিতে নিয়েছেন অগণিত ভক্তের হৃদয়। জনপ্রিয় এ তারকাকে কোনো ছবিতে তাকে নিতে হলে এখন প্রযোজকদের ২১ কোটি রুপি গুনতে হয়। কারিনা কাপুর উচ্চারিত  জন্ম: ২১ সেপ্টেম্বর ১৯৮০; বিবাহোত্তর কারিনা কাপুর খান নামে পরিচিত) হলেন একজন ভারতীয় বলিউড অভিনেত্রী। তিনি অভিনেতা রণধীর কাপুর ও ববিতা শিবদাসানির কন্যা এবং অভিনেত্রী কারিশমা কাপুরের ছোট বোন। প্রায়ই তাকে ঘরোয়াভাবে বেবো বলা হয়, অভিনয় জীবনে তিনি ছয়টি ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।

বলিউডের অভিনেত্রীদের কত আয় 4

শ্রদ্ধা কাপুর : রুপালি পর্দায় অভিষেকেই শ্রদ্ধা বুঝিয়ে দিয়েছেন, অল্পতেই হারিয়ে যাওয়ার পাত্রী নন তিনি। অভিনয় দক্ষতার পাশাপাশি তার সুরেলা কণ্ঠ আর ফ্যাশনের কারণে মুগ্ধ সবাই। বর্তমানে ছবিপ্রতি পারিশ্রমিক নেন ১৮ কোটি রুপি এই অভিনেত্রী।শ্রদ্ধা কাপুর, জন্ম মার্চ ৩, ১৯৮৯) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং সঙ্গীতশিল্পী, যিনি মূলত বলিউডে কাজ করে থাকেন। তিনি অভিনেতা শক্তি কাপুরের মেয়ে। তিনি ২০১০ সালে টিন পাট্টি চলচ্চিত্রে একটি সংক্ষিপ্ত ভূমিকায় প্রথম অভিনয় করেন এবং পরবর্তীতে ২০১১ সালে লাভ কা দ্য ইন্ড চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেন।

আলিয়া ভাট : এ মুহূর্তে বলিউডের ‘অলিখিত রানি’ আলিয়া। আট বছরের ক্যারিয়ারে মহেশ ভাটকন্যা বারবার প্রমাণ করেছেন, তিনি লম্বা রেসের ঘোড়া। বর্তমানে এ তারকাকে কোনো ছবিতে নিতে হলে ১৭ কোটি রুপি গুনতে হয় প্রযোজকদের।

ক্যাটরিনা কাইফ : প্রতিটি ছবিতে শুটিং শুরুর আগেভাগেই অনেক বিষয়ে প্রস্তুতি নিতে দেখা যায় ক্যাটরিনাকে। ‘এক থা টাইগার’-এ বিশেষ ‘বেলি ড্যান্স’ শেখার জন্য সময় বেঁধে প্রস্তুতি নিয়েছিলেন। এমনকি ‘শিলা কি জাওয়ানি’ গানের শুটিংয়ের আগেও তিনি কঠোর ডায়েট কন্ট্রোল করেছিলেন। এতটা ডেডিকেশন আছে বলেই হয়তো তাকে নিয়ে পরিচালক-প্রযোজকদের আগ্রহ তুঙ্গে থাকে। বর্তমানে ছবিপ্রতি ‘ব্যাং ব্যাং’ তারকা পারিশ্রমিক নেন ১৫ কোটি রুপি।

বিদ্যা বালান : ২০০৫ সালে ‘পরিণীতা’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় আসেন বিদ্যা। এর পর তিনি অভিনয় করেছেন ‘লাগে রহো মুন্না ভাই’, ‘ভুল ভুলাইয়া’, ‘ইশকিয়া’, ‘নো ওয়ান কিলড জেসিকা’, ‘কাহানি’, ‘পা’, ‘ডার্টি পিকচার’-এর মতো আলোচিত ছবিতে। বর্তমানে এই তারকাকে কোনো ছবিতে নিতে হলে ১৩ কোটি রুপি গুনতে হয় প্রযোজকদের।

আনুশকা শর্মা : ‘ব্যান্ড বাজা বারাত’ দিয়ে বলিউডের রুপালি পর্দায় যাত্রা শুরু আনুশকার। এর পর একে একে অভিনয় করেন ‘রিকি ভার্সেস রিকি বহেল’, ‘যব তক হ্যায় জান’, ‘পিকে’-এর মতো জনপ্রিয় ছবিতে। বর্তমানে ছবিপ্রতি ‘ব্যাং ব্যাং’ তারকা পারিশ্রমিক নেন ১২ কোটি রুপি।

কিয়ারা আদভানি : এখন পর্যন্ত কিয়ারার সেরা সাফল্য ‘কবির সিং’। ছবিটি বক্স অফিসে বেশ ভালো আয় করে। ‘গুড নিউজ’ ও ‘লক্ষ্মী বোম্ব’ ছবিতে অভিনয় করা এ তারকাকে ছবিতে নিতে হলে সাড়ে ৫ কোটি রুপি গুনতে হয় প্রযোজকদের।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ