পানির নিচে Phone Charge দিন

পানির নিচে Phone Charge দিন

এবার আপনি পানির নিচেও আপনার মোবাইল ফোনে চার্জ 
দিতে পারবেন। আইফোনে নাকি রয়েছে এমনই এক প্রযুক্তি। আইফোন ৫ হ্যান্ডসেটের
অন্দরমহলকে ‘নুড লাইফপ্রুফ কেস’ দিয়ে ‘সিলড’ করে নাকি পানির নিচেই চার্জ
দেওয়া যায়। একটি ওয়্যারলেস প্যাড ও একটি মোবাইল রিসিভার-এর
সাহায্যে সুইমিং পুলে সাঁতার কাটার সময়ও চার্জ হবে আপনার আইফোন।

এভাবে চার্জ দিলে আপনার ফোন বা চার্জার-কোনওটাই পানিতে নষ্ট হবে না, দাবি ফোন সেলসম্যান ডট কমের। লন্ডনের এই স্মার্টফোন বিশেষজ্ঞ ওয়েবসাইটটি একটি আই কিউ আই মোবাইল রিসিভারের সাহায্যে তাদের এই বক্তব্যকে প্রমাণ করেও দেখিয়েছে। পরীক্ষায় দেখা গিয়েছে, আর পাঁচটা ফোনের মত Iphone ৫-ও চার্জ হচ্ছে, তাও আবার পানির নিচে। তবে ওয়েবসাইটটির সতর্কবার্তা, বাড়িতে এমনটা পরীক্ষা না করাই ভালো।

কারণ, সেক্ষেত্রে উপযুক্ত
সাবধানতা অবলম্বন না করলে বিস্ফোরণ ঘটতে পারে। তারা একটি পানিনিরোধক
মোড়কের আবরণে আইফোন ও চার্জারের তার-দু’টিকেই মুড়ে নিয়েছিলেন।

Online Income bd

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ