একটি ব্লগ ওয়েবসাইট হতে পারে আপনার সারা জীবনের ইনকামের উৎস। যদি আপনি একটু কষ্ট করে আপনার ব্লগ(Blog) সাইটটাকে কোনভাবে দাড় করে ফেলতে পারেন। তাহলে এখান থেকে আপনি প্রতি মাসে অনেক ভালো এমাউন্টের একটা অর্থ আয় করতে পারবেন। যা ইতি মধ্যে অনেকে সফলভাবে করচ্ছে ।
আপনি যদি শুরুর দিকে একটু কষ্ট করে নিয়মিত ভালো ভালো আর্টিকেল(Article) লিখে যান তাহলে আপনার ব্লগ(Blog) থেকে প্রতিমাসে ১০০০ ডলার পর্যন্তও আয় করা সম্ভব।
এর জন্য আপনাকে যে অনেক ভালো ইংলিশ জানতে হবে তেমন কিন্তু নয় আপনি ইচ্ছে করলে এখন বাংলা ভাষায়ও ব্লগ সাইট(Blogsite) তৈরি করে এবং বাংলাতেই আর্টিকেল লিখতে পারেন। বাংলা ভাষায় ব্লগ সাইট(Blog site) করেও এখন অনেক ভিজিটর পাওয়া সম্ভব এবং বাংলা ব্লগ সাইট(Blog site) থেকেও এখন একটা ভালো এমাউন্টের টাকা আয় করা সম্ভব ।
সবচেয়ে সস্তিজনক ব্যাপার হলো বাংলা ভাষায় ওয়েবসাইটেও এখন গুগল এডসেন্স এর সার্ভিস দেওয়া শুধু করেছে গুগল। যার ফলে এখন আর বিজ্ঞাপন নিয়ে ব্লগ(Blog) এডমিনদের কোন জামেলায় পরতে হয় না । এবং ইনকামের পরিমাণ ও অনেক বেড়েছে।
তবে হ্যা আপনি যদি ইংরেজিতে ব্লগসাইট(Blog site) তৈরি করতে পারেন তাহলে আপনার সফলতার হার অনেক বেশি থাকবে কারণ বাংলা ভাষার তুলনায় ইংরেজি ভাষার ভিজিটর অনেক বেশি এবং সেই সাথে আপনি যদি ইংরেজি ভাষায় ব্লগ(Blog) তৈরি করেন তাহলে আপনার বেশিরভাগ ভিজিটর আসবে ইউরোপ, আমেরিকা, কানাডা এসব দেশ থেকে যাদের দেশের বিজ্ঞাপনের দাম আমাদের দেশের তুলণায় অনেক বেশি যার ফলে ইংরেজিতে ব্লগ সাইট(Blog site) করলে আপনার ইনকাম এর পরিমাণ অনেক বেড়ে যায় ।
আপনি ইচ্ছে করলে আপনার ব্লগে (Blog) পার্টটাইম(part time) ফুলটাইম(Full time) যে কোন ভিত্তিতেই কাজ করতে পারবেন এমন কি আপনার অবসর সময় গুলোতে আপনার ব্লগে(Blog) লেখা লেখি করে কাটাতে পারেন। মনে রাখা ভালো আপনি আপনার ব্লগে যত বেশি সময় দিবেন আপনার সফল হওয়ার সম্ভাবনা তত বেশি।
তো আজকে আমি আপনাদের এই বিষইটিই বলবো যে কিভাবে আপনারা একটি ব্লগসাইট(Blog site) তৈরি করবেন এবং কিভাবে সেটা দাড় করাতে পারবেন। কিভাবে সেই ব্লগে অনেক ভিজিটর আনবেন এবং কিভাবে আপনার ব্লগ থেকে আয় করবেন একদম A to Z সব কিছু আমি আপনাদের বলে দিবো আজ ।
আপনারা যারা একদম নতুন এবং যারা এই ব্যাপারে কিছুটা হলেও জানেন সকলের জন্যই আর্টিকেলটা কাজে লাগবে আমি আশা করি। এখানে আমি ব্লগসাইট(Blog site) সর্ম্পকে সব কিছু নিয়ে আলোচনা করেছি। আমার এই আর্টিকেলটি থেকে আশা করি আপনারা সকলেই নতুন কিছু জানতে পারবেন এবং আপনিও আয় করতে পারবেন প্রতিমাসে ১০০০ডলার। তাই একটু সময় খরচ করে হলেও সবাই মনোযোগ দিয়ে পুরো পোষ্টি পড়ার চেষ্টা করবেন।
আজকের এই আর্টিকেল থেকে আমরা যা যা শিখবো এবং জানবো
- ব্লগ কি? (what is blog in bangla)
- কিভাবে ব্লগ ওয়েবসাইট তৈরী করব (how to make blog site in bangla)
- কিভাবে ব্লগার হওয়া যায় (How to be a blogger in bangla)
- কিভাবে ব্লগে ভিজিটর আনা যায়(How to get visitors to the blog bangla)
- ব্লগ থেকে কিভাবে আয় করা যায় (how to earn money Blog in bangla)
এই আর্টিকেলটি পড়ার আগে যেসব আর্টিকেল গুলো আপনি অবশ্যই পড়বেন
- কিভাবে একটি ই-মেইল একাউন্ট খুলবেন
- আপনার যেকোন কিছুর পাসওয়ার্ড যেভাবে হ্যাকারদের হাত থেকে বাচাবেন।
- যেভাবে ইংরেজি শিখবেন এবং কথা বলবেন ১০০% কার্যকরী
১/ ব্লগ কি (What is blog?)
ব্লগ শব্দটি ইংরেজি Blog এর বাংলা প্রতিশব্দ, যা এক ধরণের অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা। ইংরেজি Blog শব্দটি Weblog এর সংক্ষিপ্ত রূপ। যিনি ব্লগে পোস্ট করেন তাকে ব্লগার বলা হয়। ব্লগাররা প্রতিনিয়ত তাদের ওয়েবসাইটে কনটেন্ট যুক্ত করেন আর ব্যবহারকারীরা সেখানে তাদের মন্তব্য করতে পারেন। এছাড়াও সাম্প্রতিক কালে ব্লগ ফ্রিলান্স সাংবাদিকতার একটা মাধ্যম হয়ে উঠছে। সাম্প্রতিক ঘটনাসমূহ নিয়ে এক বা একাধিক ব্লগাররা তাদের ব্লগ হালনাগাদ করেন। {সূত্র: উইকিপিডিয়া}
ব্লগকে(Blog) আপনি আপনার ডাইরির সাথে তুলনা করতে পারেন । আপনি যেমন অবসর সময় পেলে আপনার ডাইরিতে লেখালেখি করেন তেমনি অবসর সময়ে অনলাইনে কোন একটি সার্ভার ভিত্তিক ওয়েবে লেখালেখি করাই ব্লগ(Blog) যা পুরো ইন্টানেট জুরে বিস্তিত থাকে।
আপনার ডাইরি এবং ব্লগ(blog) এর মধ্যে একটিই পার্থক্য আপনার ব্লগের লেখা গুলো শুধু ইন্টারনেট সংযুগের মাধ্যমেই সবাই দেখতে পারবে পৃথিবীর যেকোন স্থান থেকে। আর আপনার ডাইরির লেখা গুলো আপনি আর আপনার খুব ঘনিষ্ঠজন ছাড়া তেমন কেউ দেখতে পারে না।
তবে হ্যা একটি ডাইরিতে লেখালেখি করতে কিন্তু আপনাকে তেমন কোন খারচ বহন করতে হয় শুধু একটি কাগজের তৈরি ডাইরি হলেই হলো যা খুবই কম মূল্য বহণ করে।
কিন্তু ব্লগে(Blog) লেখালেখি করার জন্য আপনাকে অবশ্যই কিছু খরচ বহণ করতে হবে। যেমন একটি ব্লগ তৈরি করতে হবে যার জন্য লাগবে ডোমেন(domain) নেম, হোস্টিং(Hosting) সার্ভার, থিম আরো অনেক কিছু। যা সবগুলোই কিনে নিতে হয় যদিও বা ফ্রিতেও এসব জিনিস পাওয়া যায় কিন্তু ফ্রি গুলো তেমন টেকসই নয়।
ব্লগ(Blog) হলো এমন একটি জিনিস যেখানে যে কেউ যে কোন বিষয়ের উপর তার নিজের মন খুশি মত লেখালেখি করতে পারে এবং সেটা পুরো ইন্টারনেটে সবসময়ের জন্য থেকে যায় । এবং সেটা যে কেউ তার নিজের প্রয়োজনে পড়তে পারে। এবং মন্তব্য করতে পারে।
২/ কিভাবে ব্লগ ওয়েবসাইট তৈরী করব (how to make blog website in Bangla)
ব্লগওয়েবসাইট(Blog website) তৈরি করার জন্য অনেক উপায় রয়েছে। তার মধ্যে সেরা দুটি হলো ওয়ার্ডপ্রেস থেকে ব্লগ তৈরি করা আর অন্যটি হলোব্লগার থেকে ব্লগ ওয়েবসাইট তৈরি করা।
আপনারা যে কোন একটি থেকেই ব্লগ সাইট(Blog site) তৈরি করতে পারেন। আপনারা ইচ্ছে করলে ফ্রি অথবা কিছু টাকা পয়সা খরচ করে প্রিমিয়াম সাইটও বানাতে পারেন।
আমি আপনাদেরকে আজকে ওয়ার্ডপ্রেস থেকে কিভাবে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করতে হয় সেটি বলবো ।
জেনে রাখা ভালো আপনি যদি সত্যি আয় করার উদ্দেশ্য নিয়ে ব্লগ বানাতে চান তাহলে আমি আপনাকে বলবো আপনি ফ্রি এর দিকে না যেয়ে কিছু টাকা পয়সা খরচ হলেও প্রিমিয়াম ডোমেন হোস্টিং ও থিম নিয়ে কাজ করুন।
যা যা লাগবে আপনার একটি ব্লগ সাইট তৈরি করার জন্য
১/ একটি ডোমেন নাম(domain name): ডোমেন নাম হলো আপনার সাইটের নাম যেমন HabibBlog.com । এটি হলো একটি ডোমেন নেম(domain name)। আর এখানের শেষের অংশটাকে বলা হয় ডোমেন(domain) (.Com)। এ রকম আরো অনেক ধরণের ডোমেন(domain) রয়েছে। যেমন { .net, .edu, .org, .mobi, .bd, .in ,.info, .xyz, } এখান থেকে যে কোন একটি ডোমেন(domain) বেছে নিয়ে আপনার ডোমেন(domain) নেমটি তৈরি করতে হবে। এছাড়াও ফ্রি ডোমেন(domain) ও রয়েছে কয়েকটি ফ্রি ডোমেন হলো (.Tk, .Ga, .ml, gq ইত্যাদি) ।
২/একটি হোস্টিং (Hosting): আপনার ব্লগসাইটটির জন্য দরকার একটি হোস্টিং(hosting) সার্ভার । হোস্টিং(hosting) সার্ভার হলো এক ধরণের হার্ডডিক্স বা মেমোরি যা ইন্টানেটে থাকে। আপনি যখন আপনার সাইটি তৈরি করবেন তখন নিশ্চই আপনার সাইটের নানা রকম ফাইল বা ইমেজ ,অডিও ,ভিডিও ইত্যাদি রাখার প্রয়োজন হবে তখন এসব ফাইলগুলো রাখার জন্য নিশ্চই আপনার একটা মেমোরি বা জায়গা দরকার হবে এই মেমোরি বা জায়গাকেই বলা হয় হোস্টিং(hosting) নানা রকম হোস্টিং রয়েছে। যেমন: Shared Hosting , VPS Hosting, Reseller Hosting ইত্যাদি । ব্লগসাইটের জন্য সাধারণত তেমন বেশি হোস্টিং প্রয়োজন হয় না। একবছরের জন্য ১গিগাবাইট হোস্টিং স্পেস হলেই যথেষ্ট তবুও আপনা চাহিদা অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তাই আপনাকে যেকোন একটি সার্ভার থেকে হোস্টিং(hosting) বাড়া নিতে হবে।
৩/ একটি জিমেইল একাউন্ট থাকতে হবে: আপনার অবশ্যই একটি জিমেইল একাউন্ট থাকতে হবে। যদি না থাকে তাহলে অবশ্যই আপনাকে একটি জিমেইল একাউন্ট তৈরি করে নিতে হবে। তার জন্য এই পোস্টের শুরুতে আমি কিভাবে একটি জিমেইল একাউন্ট খুলতে হয় সেই বিষয়ের উপর একটি আর্টিকেল লিংক দিয়েছি সেটা দেকে খুব ভালোবাসে প্রোফেশনালি একটি জিমেইল(Gmail) একাউন্ট খুলে নিতে পারেন।
৪/ একটি প্রিমিয়াম থিম: আপনার সাইটের কি রকম ডিজাইন হবে কোন উপাদানটি কোথায় থাকবে, আপনার আর্টিকেলের টেক্স এর ফন্ট কেমন হবে, সাইজ কত হবে ,কোথায় কি কালার হবে, এক কথায় আপনার সাইটের বাহ্যিক যে আউটলুক সেটিই হলো আপনার থিম। আপনার সাইটের সৌন্দর্য রক্ষা করতে ও ভিজিটরদের আকৃষ্ট করতে একটি প্রিমিয়াম থিমের কোন তুলনা নেই। যদিও ওয়ার্ডপ্রেসে ফ্রি থিমের কোন অভাব নেই তবুও প্রিমিয়াম থিম সবচেয়ে ভালো। তাই আপনার ব্লগ তৈরি কতে একটি প্রিমিয়াম থিম লাগবে।
কিভাবে ব্লগ বানানোর কাজ শুরু করবো(How to make Blog in bangla)
সাইট তৈরি করার প্রথমেই আপনাকে একটি ডোমেননেম(domain name) ও হোস্টিং(hosting) রেজিস্টেশন করে নিতে হবে এর জন্য অসংখ্য ওয়েবসাইট রয়েছে। তার মধ্যে আমার দেখা সেরা হলো Namecheap.com এই সাইটে প্রবেশ করে আপনারা আপনাদের খুশি মত একটি ডোমেন(domain)ও একটি হোস্টিং(Hosting) কিনে নিবেন কিংবা আপনারা আপনাদের পছন্দমত যে কোন ওয়বসাইট থেকে ডোমেন(domain) ও হোস্টিং(hosting) নিতে পারেন এটা কোন ব্যাপার না। তারপর তারা আপনাকে একটি আপনার সাইট কন্ট্রোল করার জন্য সাইট কন্ট্রোল প্যানেল দিবে যেটির মাধ্যমে আপনারা আপনাদের সাইটের সমস্তকিছু কন্ট্রোল করতে পারবেন।
ডোমেইন হোস্টিং নেওয়া হয়ে গেলে আপনাকে সেই কন্ট্রোল প্যানেলে এ লগইন করে সফটওয়্যার অপসন থেকে ওয়ার্ডপ্রেস খুজে বের করেতে হবে।
তারপর সেখান থেকে ওয়ার্ডপ্রেস ইনিস্টল করে নিতে হবে আর এই ইনিস্টল করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন একটি ব্লগ সাইট(blog site) যেখানে আপনি আপনার ইচ্ছে মত যে কোন ধরনের আর্টিকেল(Article) বা পোষ্ট লিখতে পারেন ।
আপনি যদি ওয়েবডিজাইন(web design) ও ডেভোলপমেন্ট(web development) এর কাজ জানেন তাহলে আপনার জন্য আর তেমন কষ্ট করতে হবে না। আপনি নিজেই আপনার ব্লগটিকে(Blog) খুবভালোভাবে ডেভোলপ(develop) ও কাস্টমাইজ করে নিতে পারবেন । কিন্তু আপনি যদি কাজ না জানেন তাহলে কিন্তু আপনাকে হয় ডেভলপার বাড়া করে কাজ করিয়ে নিতে হবে না হয় যে কোন কাস্টম থিম কিনে নিতে হবে।
এ ক্ষেত্রে বলে রাখা ভালো যে আপনি যতি ডেভলপার বাড়া করে এই কাজ করাতে চান তাহলে আপনার অনেক খরচ বহণ করতে হবে । যা অনেকের পক্ষে বহন করা সম্ভব নাও হতে পারে। তাই আমি মনে করি কম দামের মধ্যে অনেক ভালো ভালো কাস্টম থিম পাওয়া যায় যার মধ্যে থেকে একটি থিম ক্রয় করে আপনাদের ব্লগে(Blog) ইনিস্টল করে নিতে পারেন।
এতে আপনার খরচ অনেক অংশে কমে যাবে এবং আপনার থিম আপনি নিজের খুশি মত সাজাতে ও কাস্টমাইজ করতে পারবেন । কারণ এখনকার প্রিমিয়াম থিম গুলো কাস্টমাইজ করতে এখন আর কোডিং জানা দরকার হয় না ।
আপনি ওয়ার্ডপ্রেস থেকে থিম কাস্টমাইজ অপসনে গেলেই সব কিছু কাস্টমাইজ করতে পারবেন। সব কিছু না করেত পারলে ও বেশিরভাগ কাজই আপনি সেখান থেকেই নিয়ন্ত্রণ করতে পারবেন কোন রকম কোডিং জ্ঞান ছাড়াই।
কিভাবে ব্লগে পোস্ট করবেন
আপনার ব্লগে লগইন করে ড্যাসবোর্ডে প্রবেশ করার পর দেখতে পারবেন পোস্ট নামে একটি ওপশন আছে সেখান থেকে নিউ পোস্টে ক্লিক করলেই আপনি একটি ফাকা বক্স দেখতে পারবেন। সেখানে আপনার পোষ্টটি লিখতে হবে তারপর সেই পোষ্টের একটি টাইটেল দিতে হবে এবং আপনার পোষ্ট বা আর্টিকেলের একটি থাম্বনিল দিতে হবে যাতে পোষ্টা দেখতে সুন্দর হয় । তারপর পোস্টের বৈশিষ্ট অনুযায়ী কেটাগরি নির্ধারণ করে পাবলিশ বাটনে ক্লিক করলেই পোস্টি পাবলিশ হয়ে যাবে।
৩/ কিভাবে ব্লগার হওয়া যায় (How to be a blogger in bangla )
আপনি তখনি কোন বিষয়ে লিখতে পারবেন যখন আপনি সেই বিষয়টা সর্ম্পকে খুব ভালোভাবে জানবেন। এরজন্য আপনাকে অবশ্যই ব্লগের(blog) বিষয় নির্ধারনের সময় একটু মাথায় রাখতে হবে যে আপনি যে বিষয়ের উপর ব্লগ(blog) বানাবেন ভাবছেন সেই বিষয়ে আপনি কেমন জানেন ।
ধরুন আপনি দেখলেন টেকনোলজি(Technology) বিষটা খুব ভালো ব্লগ(blog) এ লেখালেখি করার জন্য কারণ টেকনোলজি(Technology) বিষয়ে প্রতিটি মানুষের প্রচুর আগ্রহ রয়েছে তাই এই বিষয়ে আপনি যদি লেখালেখি করে করেন তাহলে প্রচুর ভিজিটর(visitors) পাবেন ।
এই কথা ভেবেই আপনি কিছু টাকা পয়সা খরচ করে একটি ব্লগ(blog) বানিয়েও ফেললেন এখন আপনার একটি ব্লগ আছে সেটি খুব সুন্দর সবাই পছন্দ করার মত কোন জামেলা নাই ।
এখন কাজ হলো হলো সাইটে পোস্ট করা কিন্তু আপনি পোস্ট করতে গিয়ে দেখলেন আপনার ব্লগ(blog) যে বিষয়ের সেই টেকনোলজি(Technology) বিষয়ে আপনি তেমন কিছু নিজেই জানেন না তাহলে আপনি অন্যের জন্য কি করে কিছু লিখবেন আপনার ব্লগে(Blog) ।
তাই ব্লগ(blog) তৈরি কারর সময় অবশ্যই আপনার সামর্থের কথাটা মাথায় রাখবেন। আপনি কি জানেন না জানেন সেই দিকেও খেয়াল রাখবেন। আপনি যেই বিষটা খুব সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবেন সেই বিষয়টাকেই আপনার ব্লগের(blog) বিষয় হিসেবে নির্ধারণ করুন।
আর আপনি যদি মনে করেন আমি তো কিছুই জানি না তাহলে কি করবো তাহলে কি আমি ব্লগ সাইট (blog site) থেকে আয় করতে পারবো না কিংবা কোন বিষযয়েই লিখতে পারবো না।
এই কথা যদি আপনি ভেবে থাকেন তাহলে আমি আপনাকে বলবো হ্যা অবশ্যই পারবেন। কিন্তু এরজন্য আপনাকে একটি নিয়ম অনুসরণ করতে হবে।
এর জন্য আপনি যে বিষয়ে আপনার ব্লগ সাইটটি (Blog site) তৈরি করবেন সেই বিষয়ে উপর কিছু কিওয়ার্ড(keyword) নির্ধারণ করুন তারপর সেই (কিওয়ার্ড(keyword) গুলো দিয়ে গুগল এ সার্চ করুন দেখবেন কিছু ভালো ভালো এবং বড় বড় ব্লগ সাইট(blog site) পেয়ে যাবেন যেখানে অনেক অভিজ্ঞ ব্যক্তিরা সেই সব ব্লগে(blog) অনেক আর্টিকেল(Article) লিখে রেখেছে সেই আর্টিকেল(Article) গুলো আপনি খুব মনোযোগ দিয়ে পড়ে নিবেন তারপর সেই বিষয়গুলোর উপর মুটামুটি একটু ধারণা লাভ করার পর আপনি সেই সবগুলো আর্টিকেলের চেয়ে আরো ভালো ভাবে আপনার আর্টিকেলটি লেখার চেষ্টা করবেন তাহলেই আপনি তাদের অভিজ্ঞাকে কাজে লাগিয়ে এবং আপনার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে অনেক মান সম্মত আর্টিকেল (Article) আপনার ব্লগে লিখতে পারবেন এবং তা পাবলিশ করতে পারবেন। এতে আপনার লেখা আর্টিকেলগুলো সবাই পছন্দ করতে থাকবে।
আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার ব্লগে(blog) অবশ্যই এমন কিছু দেওয়ার চেষ্টা করতে হবে যাতে সবাই আপনার কাছ থেকে নতুন কিছু শিখতে ও জানতে পারে। এবং আপনার লেখাগুলো যাতে অনেক গুছানো হয় এবং যে বিষয়ে লিখবেন সেই বিষয়টা সর্ম্পকে বিস্তারিত দেওয়ার চেষ্টা করবেন।
যাতে সবাই তা বুজতে পারে এবং কোন না কোন উপকার পায় তাহেলেই আপনার ব্লগটি আসতে আসতে মানুষের পছেন্দের তালিকায় পৌছাতে থাকবে।
এভাবেই আপনি একজন পরিপূর্ণ ব্লগার(blogger) হিসেবে গড়ে উঠবেন।
কিভাবে ব্লগে ভিজিটর আনা যায়(How to get visitors to the blog)
ভিজিটর(visitors) হলো একটি ওয়েবসাইটের বা ব্লগের(blog) প্রাণ। একটি সাইটের সবচেয়ে বড় চ্যালেন্জের কাজ হলো সেই সাইটে ভিজিটর(visitor) আনা।
বেশিরভাগ ব্লগের এডমিনরা এখানে এসেই হাল ছেড়ে দেয় কারণ তারা অনেক চেষ্টার পর যখন তাদের ব্লগে ভিজিটর(visitors) আনতে অক্ষম হন তখন তারা ভেবেই নেয় যে ব্লগে ভিজিটর আনা অসম্ভব। কারণ একটা মানুষকে আপনার ব্লগ সর্ম্পকে বুজানো যে আপনার ব্লগে আসলেই মানস্মত লেখা রয়েছে যা দেখে আসলেই কেউ কিছু শিখতে পারবে সেটা করা আসলেই অনেক কঠিন একটি কাজ যদি আপনি আসলেই সঠিক উপায় না জেনে থাকেন ।
একবার ভেবে দেখুন আপনি কষ্ট করে টাকা পয়সা খরচ করে ব্লগ সাইট (blog site) বানালেন সেই সাইটে কষ্ট করে নিয়মিত অনেক ভালো ভালো লেখা লিখে যাচ্ছেন কিন্তু সেই লেখা পড়ার জন্য কেউ আপনার সাইটে প্রবেশ করছে না । মানে আপনার আসল উদ্দেশ্যটাই হাসিল হচ্ছে না।
তখন আপনার কেমন লাগবে। এতে আপনার যেমন কোন দোষ নেই তেমনি এতে আপনার ভিজিটরদেরও তেমন কোর দোষ নেই কারণ আপনার সাইটের কথা হয়ত বেশিরভাগ মানুষ জানেই না। যার ফলে আপনার সাইটে কেউ প্রবেশ করে না।
তাই আপনার প্রথম কাজ হলো অনেক মানুষকে আপনার সাইট সর্ম্পকে জানানো যে আপনার সাইটে এই এই বিষয়গুলো রয়েছে যা সত্যি তাদের কাজে আসতে পারে ।
যা অনেক কঠিন কাজ হিসেবে গন্য করে থাকে আমাদের দেশের বেশিরভাগ নতুন ব্লগ(blog) এডমিনরা।
কিন্তু একটু নিয়ম মেনে কাজ করলে এটাও অনেক সহজ হয়ে যাবে আর সেই নিয়ম গুলোই আমি আপনাদের এখন বলবো আশা করি আপনারা যদি সেই নিযমগুলো অনুসরণ করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনি আপনার বিজিটরদের মন জয় করতে পারবেন এবং আপনার ব্লগে প্রচুর ভিজিটর(visitors) নিয়ে আসতে পারবেন খুব অল্প সময়েই।
যেভাবে আপনার ব্লগে ভিজিটর আনবেন
১. সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা: আপনার ব্লগের প্রিতিটি আর্টিকেল(Article) প্রচুর পরিমাণে আপনার ভিবিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম প্রোফাইলে শেয়ার করুন। আশা করি আপনি খুব ভালো করে জানেন যে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম সাইটগুলোর ব্যবহারকারী কত। আপনার আশে পাশে সকল লোক এবং আপনার সকল বন্ধুবান্ধব কোন না কোন সামাজিক যোগাযোগ মাধ্যম সাইটের সাথে যুক্ত রয়েছে। তাই আপনি যদি সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম সাইটগুলোতে যেমন(ফেসবুক, টুইটার, গুগলপ্লাস, ইন্সটাগ্রাম, লিংকডিংইত্যাদি) এই সবগুলো সাইটে আপনার সকল বন্ধুদের সাথে আপনার আর্টিকেলটি শেয়ার করেন তাহলে আপনি এখান থেকে মুটামুটি অনেক ভিজিটর(visitors) পাবেন ।
আর তারা যদি আপনার ব্লগে(blog) প্রবেশ করে আপনার লেখা পছন্দ করে থাকে তাহলে আপনার কোন চিন্তাই নেই কারণ তারা এখন থেকে আপনার সাইটে নিয়মিত প্রবেশ করবে আপনার লেখা আর্টিকেল(Article) পড়ার জন্য এর জন্য আপনাকে অবশ্যই মানসম্মত আর্টিকেল লিখতে হবে যাতে আপনার বন্ধুরাও আপনার লেখা আর্টিকেল(Article) থেকে কিছূ শিখতে আগ্রহী হয় ।
এভাবে আপনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট(website) থেকে প্রচুর ভিজিটর পেতে পারেন আপনার ব্লগের(blog) জন্য । তাই যত বেশি পারেন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইটে আপনার আর্টিকেলগুলো শেয়ার করতে পারেন।
{বিঃদ্রঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার আর্টিকেল শেয়ার করার সময় অবশ্যই মাত্রারিক্ত কিছু করতে যাবেন না। অবশ্যই এক্ষেত্রে আপনার বিবেগ বুদ্ধিকে কাজে লাগাতে হবে। মনে রাখবেন কোন কিছুই অতিরিক্ত ভালো না আপনার শেয়ার করার ধরণ যেন কোন ভাবেই আপনার বন্ধুর জন্য বিরক্তির কারণ না হয় তাহলে আপনার লাভের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি।}
২/ সার্চ ইন্জিন আপটিমাইজেশন(SEO) করা: আপনার ব্লগটিকে সার্চ ইন্জিন অপটিমাইজেশণ(SEO) করুন। এতে আপনা ব্লগটিকে ভিবিন্ন সার্চ ইন্জিন খুব ভালোভাবে বুজতে পারবে এবং তারা আপনার সাইটটিকে তাদের সার্চ রেসাল্ট এ যথাসম্ভব উপরের দিকে দেখাবে।
সার্চ ইন্জিন অপটিমাইজেশ(SEO) হলো এমন একটি কাজ যেটি করার মাধ্যমে আপনার সাইটিকে এমনভাবে অপটিমাইজ করতে হবে যেন যেকোন সার্চ ইন্জিন আপনার সাইটটিকে সহজেই বুজতে পারে আপনার সাইটের কোথায় কি আছে আপনার লেখা আর্টিকেল গুলো কেমন সেগুলো ভিজিটরদের জন্য কতটা কাজে লাগবে এবং আপনার সাইটটি বা ব্লগটি কতটা তথ্যবহুল সেইসব বিষয়গুলো সার্চ ইন্জিনকে বুজানো এতে কোন একটি ভিজিটর যখন সার্চ ইন্জিন এ গিয়ে কোন একটি কিওয়ার্ড(keyword) লিখে সার্চ করবে তখন আপনা সাইটটিকে সেই সার্চ রেসাল্ট এ সবার উপরে দেখাবে এতে সেই ভিজিটরটি আপনার সাইটে প্রবেশ করার সম্ভাবনা বেড়ে যায় এবং আপনার ব্লগ(blog) সাইটে প্রবেশ করলে তো আপনার একটি ভিজিটর(visitors) বেড়ে গেলো ।
এভাবে ও আপনি আপনার ব্লগে প্রচুর ভিজিটর পেতে পারেন। এর জন্য আপনাকে অবশ্যই সার্চ ইন্জিন অপটিমাইজেশন(SEO) সর্ম্পকে জ্ঞান লাভ করতে হবে এবং সেই গুলো প্রতিনিয়ত প্রয়োগ করে যেতে হবে তাহলে আপনি একটা সময় পর এর ফল পেতে থাকবেন। যদিও এটি একটি খুবই সময় সাপেক্ষ ও ধৈর্য্যশীল ব্যাপার। তাও আপনি নির্ভুলভাবে কাজ করতে পারলে সফলতার হার শতভাগ।
৩. ফ্রাম পোস্ট করা: আপনি বিভিন্ন জনপ্রিয় ফ্রাম সাইটে পোস্ট করতে পারেন এবং সেই পোস্টের নিচে আপনার সাইটের লিংকটা দিয়ে দিতে পারেন এতে সেই ফ্রামের কিছু ভিজিটর(visitors) আপনিও আপনার ব্লগের জন্য পেয়ে যাবেন। আপনি যদি নিয়মিত অনেক গুলো জনপ্রিয় ফ্রাম সাইটের সাথে যুক্ত থাকেন তাহলে এই ফ্রাম পোস্টের মাধ্যমে আপনি আপনার ব্লগে প্রচুর ভিজিটর নিয়ে আসতে পারবেন।
এর জন্য আপনাকে সেরা কয়েকটি ফ্রাম সাইট খুজে বের করতে হবে তারপর সেখানে আপনার নিজের নামে রেজিস্টিশেন করে একটি করে একাউন্ট খুলে ফেলতে হবে। তারপর দেখবেন সেখানে অনেক মানুষ তাদের নানা অজানা বিষয়গুলোর উপর প্রশ্ন করে রেখেছে আপনি যদি সেই বিষয়টার উপর জ্ঞান থাকে তাহলে আপনি সেই ব্যক্তিটির প্রশ্নের জবাব দিতে পারবেন এবং সেই জবাবের শেষে আপনি আপনার ব্লগের লিংটা দিয়ে দিতে পারেন। এভাবে আপনি নিয়মিত অনেক ভিজিটর(visitors) পাবেন।
৪. অন্য ব্লগের সাথে লিংক শেয়ার করা: ধরুন আপনার ব্লগটিতে মাজারি ভিজিটর(visitors) রয়েছে । এবং আপনার মতই আরো একটি ব্লগ যেটিরও মাজারি ভিজিটর রয়েছে কিন্তু সেই ব্লগটি আপনার ব্লগের আর্টিকেল এর বিষয়ের থেকে অন্য একটি বিষয়ের উপর আর্টিকেল(Article) পাবলিশ করে থাকে।
তাহলে আপনি সেই ব্লগের এডমিনের সাথে কথা বলে আপনার ব্লগের লিংক তার ব্লগে এবং তার ব্লগের লিংক আপনার ব্লগে শেয়ার করতে পারেন। যেহুতু দুইটি ব্লগ(blog) দুই বিষয়ের উপর তাই এতে কারোই তেমন ক্ষতি হওয়ার কথা নয় বরং উপকার হবে ।
তবে এটা কাজ করতেও পারে আবার নাও করতে পারে কারণ বেশির ভাগ এডমিনরা এটা করাতে চায় না। তাও চেষ্টা করে দেখেতে পারেন।
তবে আপনি যদি কয়েকটি ব্লগের সাথে এরকম চুক্তি করে ফেলতে পারেন তাহলে কিন্তু এই ভাবে আপনার ব্লগে প্রচুর ভিজিটর নিয়ে আসতে পারেবেন।
ব্লগ থেকে কিভাবে আয় করা যায় (how to earn money Blog in bangla)
ধরুন আপনার সাইটের সব কিছু ঠিক আছে এখনো পর্যন্ত আমি যা যা বলেছি তা সবই সম্পন্ন করেছেন।
আপনার ব্লগ(blog) সাইট তৈরি করেছেন ভালো ভালো পোস্ট করেছেন অনেক শেয়ার এবং সঠিকভাবে অপটিমাইজেশন(SEO) করার মাধ্যমে আপনার ব্লগে এখন বেশ ভালোই ভিজিটর প্রতিদিন প্রবেশ করে ।
ধরুন আপনার সাইটে আপনি ৩০-৫০টা আর্টিকেল পাবলিশ করে ফেলেছেন এবং সেই আর্টিকেল গুলো পড়ার জন্য প্রতিদিন প্রায় ১০০০ এর মত ভিজিটর(visitors) প্রবেশ করে তারপমানে আপনার সাইটে বলা চলে মুটামুটি কেউ না কেউ ঢুকে।
তো এখন কথা হলো এত কিছু করার পরও কোন টাকা তো এখনো পেলাম না। এটাই প্রশ্ন থাকে সবার । যারা যারা এই প্রশ্নটা করবে তারা হয়ত জানেই না যে ব্লগে কেন টাকা ইনকাম হয় এবং কারাই বা টাকা গুলো দিয়ে থাকে।
তাই তাদের জন্যই প্রথমে বুজতে হবে ব্লগে টাকা কেন ইনকাম হয় এবং কারাই বা টাকা দেয় এবং কি লাভেই বা টাকাগুলো তারা টাকা দিয়ে থাকে । নতুনদের মধ্যে অনেকে ভেবে থাকে বা ধারণা করে থাকে ইন্টারনেট চালিয়ে অনেকে টাকা খরচ করে তার সাইটে প্রবেশ করে দেখে তাই টাকা পাওয়া যায় আসলে কিন্তু তা নয় ইন্টারনেটে থেকে কোন টাকাই পাওয়া যায় না।
তাহলে কোথা থেকে টাকা পাওয়া যায় এবং কারা দেয় সেই টাকা?
তাহলে আমি আপনাকে বুজিয়ে বলছি এই টাকা গুলো দেয় বিভিন্ন বিজ্ঞাপন কম্পানিগুলো । তারা তাদের বিজ্ঞাপন আপনার ব্লগে প্রচার করার মাধ্যমে তাদের কম্পানির বা তাদের কোন পণ্যের প্রচার প্রচারণা করে থাকে যার বিনিময়ে আপনাকে তারা টাকা দিয়ে থাকে।
ফলে বুজতেই পারছেন তারা কি লাভে আপনাকে টাকা দেয় এবং কেনাই বা টাকা দেয় ।
তাই আপনার সাইটে যত বেশি ভিজিটর প্রবেশ করবে তত বেশি মানুষ সেই বিজ্ঞাপন দেখতে পারবে এবং তত বেশি পণ্য বিক্রি হবে সেই বিজ্ঞাপর দাতা কম্পানির ফলে তত বেশি টাকা সেই বিজ্ঞাপন কম্পানি আপনাকে দিবে।
বিজ্ঞাপন কোথা থেকে নিবো
বিজ্ঞাপন নেওয়ার জন্য আপনাকে তেমন কষ্ট করতে হবে না কারণ বিজ্ঞাপন দেওয়ার জন্য এখন বিভিন্ন রকম সাইট রয়েছে যেখান থেকে আপনি আপনার সাইটের জন্য বা ব্লগের জন্য বিজ্ঞাপন নিতে পারেন ।
এমনি একটি ওয়েবসাইট হলো গুগল এডসেন্স। গুগল এডেসেন্স হলো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও বিশ্বস্ত বিজ্ঞাপন দাতা কম্পানি।
এছাড়াও আপনি আপনার আসে পাশে বিভিন্ন লোকাল কম্পানির সাথে যোগাযোগ করতে পারেন এবং তাদের বিজ্ঞাপন আপনার ব্লগে প্রচাররের মাধ্যমে আয় করতে পারেন।
এছাড়ােও আপনার ব্লগ যখন অনেক জনপ্রিয় হয়ে যাবে তখন আপনি বিভিন্ন সাইট বা ইউটিউব চ্যানেল প্রমোট করেও টাকা আয় করতে পারবেন আরো নানা উপায় রয়েছে টাকা আয় করার এক কথায় আপনি যদি আপনার সাইট সেই ভাবে জনপ্রিয় করতে পারেন তাহলে টাকার পিছনে আপনাকে দৌড়াতে হবে না টাকাই আপনার পিছনের দৌড়াবে। তাই প্রথমেই টাকা কথা চিন্তা না করে সাইট বড় করার ব্যাপারটা মাথায় রাখলেই বেশি ভালো।
সর্বশেষ
সকলকে অসংখ্য ধন্যবাদ যারা পুরো পোষ্টি খুব মনোযোগ দিয়ে পরেছেন । আশা করি নতুন কিছু জানতে পারলেন ।
এই পোষ্ট সর্ম্পকে কারো কোন মতামত বা জিজ্ঞাসা থেকে থাকলে কমেন্ট করতে পারেন
Comments (No)