আসসালামুআলাইকুম ।
আগের পোস্টে বলেছিলাম কোন টপিক নিয়ে কাজ করে ব্লগ থেকে ভালো আয় করতে পারবেন।
আজ বলবো RevenueHits এর Ads ব্যবহার করে ভালো আয় করবেন।
revenueHits কি?
এটা Google Adsense এর alternative!! আর যারা Adsense কি জানেন না তারা ভাই এ পোস্টের জন্য Allowed না।
কিভাবে আয় করা যায় revenueHits থেকে?
আপনাকে revenuehits.com থেকে Publisher হিসেবে জয়েন করবেন এরপর নিজের ওয়েবসাইট এ্যাড করে ভালো আয় করবেন
Sign up: http://support.revenuehits.com/support/signup
কিভাবে Revenuehits এর ads লাগাবেন?
এর জন্য ইউটিউব এর হেল্প নেন।
এ ভিডিও দেখেন (আমার না, আমি নিজে নিয়ে আপনাদের দিচ্ছি)
: https://www.youtube.com/watch?v=lSKeQ5SoXJ4
আশা করি বাকিটা ভিডিও দেখে করে নিবেন।
ব্লগ থেকে ভালো আয় করতে নিয়মিত পোস্ট দিবেন এবং কোনো ভুয়া কিছু দিবেন না। মানুষ কে আনতে হলে ঠিক তাই করতে হবে যা করলে উভয়ের লাভ হবে । SEO করলে বেশি ভালো। আসলে কোনোকিছুকে সবার নিকটে আনতে হলে তা সম্পর্কে মানুষকে জামাতে হবে। SEO হচ্ছে এমন একটি উপায় যা দ্বারা মানুষকে জানানো যায়। ONLINE / OFFLINE এসইও দু রকম আছে। আপনি অনলাইন টা করতে পারেন । যেমন – REDDIT.COM DELICIOUS.COM FACEBOOK TWITTER এ পোস্ট শেয়ার করলেন। ভালো ভালো ফোরামে পোস্ট দিলেন। আর অফলাইন টাা আরেকটু কঠিন। আপনি ১ বাই ১ করতে থাকেন । মানুষ করতে করতে শিথে। ব্লগ এ লাইফটাইম ইনকাম করতে পারবেন।
Comments (No)