ঘুরে দাঁড়ানো আরিফুলআগের তিন ম্যাচের একটিতে ব্যাটিংয়ের সুযোগ পাননি আরিফুল ইসলাম। বাকি দুটিতে দলের প্রত্যাশা মেটাতে পারেননি এই মিডল অর্ডার ব্যাটার। তবে সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে ঠিকই বুক চিতিয়ে দাঁড়িয়ে গেছেন আরিফুল। গতকাল আরিফুল যখন উইকেটে নামেন, ২১ রানে ২ উইকেট নেই বাংলাদেশের যুবাদের।
ভারতের যুবাদের অল্পতে বেঁধে ফেললেও চাপ তখন বাংলাদেশের কাঁধে। সেটা আরো ঘনীভূত হয় যখন ১৩ রান পর আরিফুলের সঙ্গে ভুল-বোঝাবুঝিতে রান আউট হন এবারের আসরে বাংলাদেশের সেরা ব্যাটার আশিকুর রহমান শিবলি। রানে ফিরতে আরিফুল বেছে নেন কঠিন মঞ্চটা। চতুর্থ উইকেটে আহরার আমিনের সঙ্গে ১৩৮ রানের জুটি, যেটি এখন পর্যন্ত এবারের টুর্নামেন্টের সর্বোচ্চ।
ওই মুহূর্তে তাঁর মনে কী কাজ করছিল, ৯৪ রানের ইনিংসের পর আরিফুল শুনিয়েছেন সেই গল্প, ‘মিডল অর্ডার ব্যাটার হিসেবে সব সময় আমার লক্ষ্য থাকে, দল কী চায়? আমি যখন উইকেটে যাই, ৩৪ রানে আমরা ৩ উইকেট হারাই। তখন আমার লক্ষ্য ছিল, যত লম্বা সময় ধরে খেলা যায়। চেষ্টা ছিল উইকেটে শেষ পর্যন্ত থাকা। সেটা করতে পেরে ভালো লাগছে।
Comments (No)