কিভাবে Lifestyle Blog খুলবেন ও Income করবেন?

Lifestyle লাইফস্টাইল ব্লগ চালানো বেশ জনপ্রিয় এবং সম্মানজনক কাজ। এজন্য আজ আপনাদের জানাবো কিভাবে লাইফস্টাইল ব্লগ তত্ত্বাবধান করতে হয়।
MD Rizwan KhanMD Rizwan KhanJan 6, 2021 – 12:00Updated: Jan 6, 2021 – 13:07075
Facebook Twitter
কিভাবে লাইফস্টাইল ব্লগ খুলবেন ও ইনকাম করবেন?কিভাবে লাইফস্টাইল ব্লগ খুলবেন ও ইনকাম করবেন?

বর্তমানে সর্বাপেক্ষা জনপ্রিয় ব্লগগুলোর মধ্যে লাইফস্টাইল ব্লগ অন্যতম।
একটি ব্লগ সৃষ্টি করা কখনোই সহজ কাজ কখনোই নয়, এমনকি অনেকের কাছে এটা অন্যতম কঠিন চ্যালেঞ্জ বলে মনে হতে পারে। ব্লগ তৈরি করতে প্রথমত বিষয় নির্ধারণ করতে হয়, কোন কোন বিষয়ে, কিরকম বয়স বা পেশার পাঠকদের উদ্দেশ্য করে লেখা হচ্ছে, ডোমেইন নাম,কী-ওয়ার্ড ইত্যাদি বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ।

ব্লগ তৈরির সময় প্রতিটি ছোট ছোট পদক্ষেপ দীর্ঘমেয়াদে আপনার লাইফস্টাইল ব্লগের কর্মদক্ষতার উপর প্রভাব ফেলবে। ব্লগ তৈরির ব্যাপারে কোন সিদ্ধান্তই দ্রুত নেওয়া যাবেনা। শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়গুলি দক্ষতার সাথে করতে হবে তাহলেই একটি চমৎকার লাইফস্টাইল ব্লগ শুরু করতে পারবেন।আজ এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্যই আমি লেখা শুরু করেছি।চলুন দেরী না করে শুরু করা যাক।

কিভাবে লাইফস্টাইল ব্লগ শুরু ও সেটি তত্ত্বাবধান করবেনঃ

লাইফস্টাইল ব্লগ এর প্রাথমিক ধারণা এবং বিভিন্ন ধরনের লাইফস্টাইল ব্লগ
লাইফস্টাইল ব্লগে কিছু নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত লেখা হয়। আপনাকে কৌশলের সাথে আকর্ষনীয় ভাবে পাঠকের প্রয়োজনানুযায়ী বিষয় গুছিয়ে এখানে লিখতে হবে। বিভিন্ন বিষয়ে লাইফস্টাইল ব্লগ লেখা হতে পারেন। যেমন-ভ্রমন, রান্না, শরীরচর্চা, ফ্যাশন এবং সম্পর্ক নিয়ে। আপনি চাইলে লাইফস্টাইল ব্লগ এ কোন একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা না করে উপরিউক্ত সকল বিষয়ে আলোচনা করতে পারেন।

তবে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে কোন বিষয়টি নিয়ে ব্লগ সাজাতে চান। একটি সুন্দর ও পরিপূর্ন ব্লগ তৈরীতে আপনাকেই বিষয় নির্ধারণ করতে হবে।

লাইফস্টাইল ব্লগের ডোমেইন তৈরী করুন
প্রথমেই আপনার লাইফস্টাইল ব্লগের জন্য একটি আকর্ষনীয় ডোমেইন তৈরী করতে হবে। যাতে তা ট্রাফিক আকৃষ্ট করতে সমর্থ হয় এবং কোন কারনবশত ডোমেইন নাম পরিবর্তন করলে আগের ট্রাফিক হারিয়ে যায়। তাই ডোমেইন নাম নির্বাচনের পূর্বে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে ডোমেইন নাম সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে ধারনা নিতে পারেন।

আপনার লাইফস্টাইল ব্লগের উদ্দেশ্যের বিবরন দিন

লাইফস্টাইল ব্লগের উদ্দেশ্যের বিবরনে নিম্নোক্ত বিষয়গুলি থাকবেঃ

ব্লগের লেখাগুলি কাদের উদ্দেশ্যে লেখা
আপনার পাঠকদের আপনি কোন বিষয়ে জানাতে চান
আপনার নিজের সম্পর্কে ও ব্লগের বিষয়বস্তু নিয়ে সংক্ষিপ্ত ধারনা

উদ্দেশ্যের বিবরন থেকে আপনি গুরুত্বপূর্ণ কী-ওয়ার্ডগুলি একত্রিত করতে পারেন যা আপনি ডোমেইন নামে ব্যবহার করতে পারবেন। এখানে ব্যবহৃত শব্দ ও এদের সমার্থক শব্দগুলি মিলিয়ে সিদ্ধান্ত নিতে পারেন। এখান থেকে কী-ওয়ার্ড গুলি একত্রিত করে বা তাদের সমার্থক শব্দ নিয়ে আপনি ব্লগের নামকরন করতে পারেন। আপনি যেকোন শব্দ ও এদের বিশেষ্য বা বিশেষন ব্যবহার করতে পারেন। এ ব্যাপারে আপনি সাহায্য নিতে পারেন “Combinatorics” থেকে, এটি সম্পূর্ন ফ্রি একটি শব্দ জেনারেটর।

ব্র‍্যান্ড উপযোগী ডোমেইন নাম রেজিষ্ট্রেশন করুন
সঠিকভাবে অফিসিয়ালি আপনার লাইফস্টাইল ব্লগের নাম হোস্টিং এবং রেজিষ্ট্রেশন করুন। তবে ডোমেইন নাম নির্বাচনের পূর্বে আপনাকে যাচাই করতে হবে এটা ব্যবহার করতে পারবেন কিনা। অন্য কোন ব্লগে ইতোমধ্যে ব্যবহার হচ্ছে এমনকোন ডোমেইন নাম ব্যবহার করতে পারবেন না। “Domainer” একটি ফ্রি টুল যা দিয়ে ডোমেইন নাম ব্যবহারযোগ্য কিনা তা যাচাই করতে পারবেন। ডোমেইন নামের শেষে “.com” “.net” “.org” প্রভৃতি থাকে। তবে ডোমেইন নামের শেষে “.com” ব্যবহার করা সবচেয়ে ভাল।
ডোমেইন রেজিষ্ট্রেশন এর জন্য “Namecheap” ব্যবহার করতে পারেন।

ওয়ার্ডপ্রেস ইন্সটল করুন
যারা নিজেরা ব্লগ লিখবেন তাদের জন্য সবচেয়ে জনপ্রিয় “content management system” হচ্ছে “WordPress”। এখানে অনেক ফিচার রয়েছে। নতুন ব্যবহারকারীদের জন্য এটা খুবই সুবিধাজনক। WordPress সম্পুর্ন বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। অনেক ব্যবহারকারী সয়ংক্রিয় ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন টুলস ব্যবহার করেন। যেমন- “Installatron”

লাইফস্টাইল ব্লগের জন্য উপযুক্ত থিম নির্বাচন করুন
ওয়ার্ডপ্রেস এতবেশী জনপ্রিয় কারন এতে অগনিত প্রফেশনাল লুকিং থিম নির্বাচনের সুযোগ রয়েছে। আপনি ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল থিম লাইব্রেরি থেকে হাজারেরও বেশী থিম পছন্দ করতে পারবেন। প্রথমে ওয়ার্ডপ্রেস আপনাকে সেই সকল থিমের তালিকা দেখাবে যা আপনার জন্য ইতোমধ্যে ইন্সটল করা হয়েছে।

আপনি চাইলে WordPress এর প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে পারেন, এখানে আপনি আরো চমৎকার সব প্রফেশনাল লুকিং থিম পাবেন যা আপনার ব্লগ কে খুবই আকর্ষনীয় করে তুলবে। সর্বোত্তম ব্লগের জন্য উপযুক্ত “plugins” ব্যবহার করুন, এটা আপনাএ জন্য খুবই সুবিধাজনক হবে।

থিম ছাড়াও WordPress এ আপনার লাইফস্টাইল ব্লগের জন্য হ্যান্ডি plugins অফার রয়েছে। অফিসিয়াল ওয়ার্ডপ্রেস রিপোজিটরি অনেক ফ্রি plugin অফার করে। আপনি plugins সার্চ করতে পারেন plugins সাব মেনু তে এবং এড নিউ তে ক্লিক করে। আপনি আরো plugin খুজে পেতে এই সংক্রান্ত ওয়েবসাইট ভিজিট করতে পারেন। তাহলে আরা চমৎকার সব ধারনা পেয়ে যাবেন।

অন্যান্য ধাপ
লাইফস্টাইল ব্লগ তৈরির পর এটি তত্ত্বাবধান করার জন্য আপনি প্রস্তুত তো?

১.এফিলিয়েট মার্কেটিং
এফিলিয়েট মার্কেটিং বলতে বোঝায় অন্য ব্র‍্যান্ডের পন্যের প্রচার করে অর্থ আয় করা। এফিলিয়েট পন্য প্রচারে আপনার প্রয়োজন হবে “affiliate link”যেটা আপনার প্রয়োজনীয় ট্রাফিক অর্জনে সহায়তা করবে। যেমন “amazon associates” “Rewardstyle”

২.বিজ্ঞাপন প্রদর্শন
আপনার লাইফস্টাইল ব্লগে বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে অর্থ আয় করতে পারেন। এটি আরো ভালভাবে করতে পারেন “Adsense” এর মাধ্যমে। তবে আপনাকে সঠিক জায়গায় বিজ্ঞাপন দিতে হবে যাতে তা পাঠকদের বিরক্তির কারন না হয়। অতিরিক্ত বিজ্ঞাপন লাভের বদলে পাঠকদের বিরক্ত করে ফলে ভিজিটর কমে যেতে পারে। তাই সঠিক স্থানে বিজ্ঞাপন দিন।

৩.বিজ্ঞাপনের জন্য নির্ধারিত স্পেস বিক্রয়
বিজ্ঞাপন নেটওয়ার্কের মাধ্যমে না দিয়ে আপনি সরাসরি বিজ্ঞাপনের জন্য লাইফস্টাইল ব্লগের জন্য জায়গা বিক্রয় করতে পারেন বিভিন্ন ব্র‍্যান্ডের বিজ্ঞাপন দেওয়ার জন্য। এক্ষেত্রে বিজ্ঞাপন আর্টিকেল এর কোথায় দেওয়া হবে এ বিষয়ে শুধুমাত্র আপনার নিয়ন্ত্রণ থাকবে।

৪.স্পনসরড বিষয়বস্তু প্রকাশ করা
আপনার লাইফস্টাইল ব্লগে স্পনসরদের লেখা প্রকাশ করে অর্থ আয় করতে পারেন। আপনার অংশীদার ব্র‍্যান্ড আপনার জন্য লেখা সরবরাহ করতে পারে৷ আপনাকে লেখাগুলি ওয়ার্ডপ্রেস পোস্ট এডিটরে পেস্ট করে প্রকাশ করতে হবে।

৫.নিজের পন্য বিক্রয় করুন
লাইফস্টাইল ব্লগের মাধ্যমে আপনার নিজের পন্যের বিজ্ঞাপন দিয়েও বিক্র‍য় করতে পারবেন। আপনি যদি খাবার নিয়ে ব্লগ লেখেন রেসিপি বই বিক্রয় করতে পারেন। ফ্যাশন নিয়ে ব্লগ লিখলে আপনার কোম্পানির ব্র‍্যান্ডের পন্য বিক্রয় করতে পারেন। ব্লগ এর সাথে যদি নিজের ব্যবসায়ের প্রচার এবং বিক্রয় বাড়ানো সম্ভব হয় তাহলে এর চেয়ে ভাল আর কিছুই হতে পারে না, তাই নয় কি পাঠক?

উপসংহার
প্রিয় পাঠক উপরিউক্ত উপায়ে লাইফস্টাইল ব্লগ তৈরী ও ব্লগের তত্ত্বাবধানে আর্টিকেলটি আপনার উপকারে আসবে আশা করি। ব্লগ তৈরি জটিল হলেও এই নিয়মগুলি অনুসরন করলে কাজটি অপেক্ষাকৃত সহজ হয়ে যাবে। লাইফস্টাইল ব্লগ বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ব্লগ। এটাতে বিভিন্ন বিষয়ে লেখা একসাথে পাঠকরা পড়তে পারেন।

তাই ব্লগটি সঠিকভাবে সাজালে ভিজিটর যেমন পাবেন, তেমনি ব্যবসায়িক বা আর্থিক দিক দিয়েও লাভবান হবেন।আজকের মত এখানেই শেষ করছি।কোন মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাদের জানান। আমরা আপনার মতামত গুরুত্বসহকারে গ্রহন করে যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ