আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি ভাল আছেন। ইন্টারনেট থেকে টাকা আর্ন করা আর যুদ্ধে জয়ী হওয়া একই কথা । যে সকল বন্ধুরা ভাবছেন online থেকে টাকা উপার্জন করবেন তাদেরকে বলছি শুধু পোস্টটি পড়ে টাকা আর্ন করতে পারবেন না। এর জন্য আপনাকে যথেষ্ট পরিশ্রমী হতে হবে এবং ধৈর্য সহকারে কাজ করতে হবে। যে সকল বন্ধুরা পড়াশোনা করছেন তারা পড়াশোনার পাশাপাশি এ কাজটি চালিয়ে যেতে পারেন। বকবক অনেক করলাম চলুন এবার কাজের কথায় আসা যাক।
আজকে আমি আপনাদের যে সাইটের সাথে পরিচয় করিয়ে দিব সেটা হচ্ছে 2captcha. com। এটি একটি বিশ্বস্ত সাইট। আপনি এই সাইটে কাজ করে পর্যাপ্ত পরিমান অর্থ উপার্জন করতে পারেন।
captcha কি
captcha হচ্ছে একটি ইমেজ এর মধ্যে এলোমেলো প্যাঁচানো বর্ণ থাকবে। তা দেখে টাইপ করতে হবে। এভাবে একাধিক বর্ণ টাইপ করতে হবে। আপনার টাইপিং স্পিড যদি ভাল হয় তাহলে আপনি প্রতি মাসে 5 থেকে 8 হাজার টাকা অনায়াসেই ইনকাম করতে পারবেন। প্রতি 1000 ক্যাপচা টাইপ করলে আপনাকে এক ডলার প্রদান করা হবে। কোম্পানিভেদে টাকার অংকটা কমবেশি হতে পারে। captcha solve কোম্পানির মধ্যে সবচাইতে জনপ্রিয় এবং বিশ্বস্ত সাইট হচ্ছে 2captcha. com। এখানে একাউন্ট ভেরিফাই করতে কোন ঝামেলা হয় না। একাউন্ট রেজিষ্ট্রেশন করতে এখানে ক্লিক করুন। এর পর এই রকম পেজ আসাবে।
এই খানে রেজিষ্ট্রেশন করতে হবে। এরপর লগইন করতে হবে। লগইন করার পর আপনি কাজ শুরু করতে পারবেন।
এই কয়েকটি সাইটের মাধ্যমে আপনি আপনার টাকা উঠাতে পারবেন। ধৈর্য্য সহকারে কাজ করলে আপনিও এখান থেকে সফল হতে পারবেন।
ধন্যবাদ পোষ্টটি পরার জন্য । অারো নতুন কিছু পেতে আমাদের সাথেই থাকুন।
Comments (No)