কম্পিউটারের গতি বাড়ানোর জন্য কয়েকটি প্রয়োজনীয় টিপস Best a Speed 3

বর্তমানে সবচেয়ে Latest অপারেটিং সিষ্টেম হচ্ছে Windows 8. কিন্তু এখনো আমাদের বাঙলাদেশ তথা বিশ্বের কোটি মানুষ ব্যবহার করে Windows XP. অবশ্য Windows 7 এবং Windows 8 এর জন্য Hardware Configuration একটু High হতে হয়। যাই হোক , বিশেষ করে Windows XP ব্যবহারকারীদের জন্য এই কয়েকটি টিপস।

1. PrefetchClean: Start ->Run এ গিয়ে টাইপ করুন “Prefetch” এবং Enter চাপুন। Prefetch উইন্ডো ওপেন হলে Ctrl+A কী-দ্বয় একসাথে চেপে সবগুলো Select করুন। তারপর নিশ্চিন্ত মনে Shift+Delete চাপুন। আপনার অপ্রয়োজনীয় ফাইলগুলো Clean হয়ে যাবে

2. %temp% folder Clean: Start ->Run এ ক্লিক করো %temp% টাইপ করুন এবং Enter চাপুন। একই ভাবে সবগুলো Delete করুন। কয়েকটি ফাইল না মুছতে পারে, তাতে ভয় পাওয়ার কিছু নাই। পরেরবার সেগুলো মুছে যাবে।

এই কাজ দুইটি কয়েকদিন পরপর করুন। আপনার ঢ়ৈ অঋউ হবে।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ