বাংলাদেশের ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের এক প্লাটফরমে একত্র করার জন্য ফেসবুক গ্রপ ওয়ার্ডপ্রেস ডেভেলপার গ্রুপ বাংলাদেশএর জন্ম। সকল নবিন, আগ্রহি ও অভিজ্ঞ দের এই গ্রুপ এ যুক্ত হবার জন্য অনুরধ করছি।
ওয়ার্ডপ্রেস হল PHP এবং MySQL ভিত্তিক একটি ফ্রি এবং ওপেন সোর্স ব্লগিং টুল ও সিএমএস (content management system)। ওয়ার্ডপ্রেস বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটি অত্যন্ত ইউজার ফ্রেন্ডলি হওয়ায় ব্লগিং এর ক্ষেত্রে ব্লগাররা ওয়ার্ডপ্রেসকে প্রথম চয়েজ হিসেবে রাখে।এটি অন্যান্য কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম জুমলা, ড্রুপাল বা মডএক্স এর চেয়ে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি এবং SEO সহায়ক। সিএমএস ব্যবহার করে বর্তমানে যেসব ওয়েবসাইট তৈরি হয় তার প্রায় ৬০ শতাংশই ওয়ার্ডপ্রেসে তৈরি হচ্ছে। এটি ব্যবহার সহজ হওয়ার ব্যক্তিগত থেকে শুরু করে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাদের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে তৈরি করছে।
Comments (No)