একটি ফ্রিল্যান্সিং একাউন্ট কিভাবে খুলবো ? (Freelancer.com এর মাধ্যমে) 2023

(Freelancer.com এর মাধ্যমে) 2023 কিভাবে ফ্রিল্যান্সিং একাউন্ট খুলব? আজকে আমরা এই আর্টিকেলের মাধ্যমে সম্পূর্ণ স্টেপ গুলো সঠিক ভাবে জেনেনিব।

একটি ফ্রিল্যান্সিং একাউন্ট কিভাবে খুলবো ? (Freelancer.com এর মাধ্যমে) 2023 1

ন্ধুরা, বর্তমানে ঘরে বসে অনলাইনে ইন্টারনেট থেকে টাকা আয় করার প্রচলন সাংঘাতিক বৃদ্ধি পেয়েছে।

আর এক্ষেত্রে, ফ্রিল্যান্সিং একটি অনেক লাভজনক ও কার্যকর মাধ্যম হিসেবে প্রমাণিত অবশই হয়েছে।

আজ ঘরে বসে বা যেকোনো জায়গার থেকে নিজের ইচ্ছে হিসেবে লোকেরা কাজ করছেন।

কোনো boss বা job এর চিন্তা না করেই, লোকেরা freelancing থেকে unlimited income করছেন।

আর তাই, আমাদের মধ্যে অনেকেই রয়েছেন, যারা নিজের একটি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে চাচ্ছেন।

তবে, নিজের একটি ফ্রিল্যান্সিং একাউন্ট কিভাবে খুলবো, এই প্রশ্ন নিয়েই তারা এখনো বসে রয়েছেন।

চিন্তা করবেননা, আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা, “ফ্রিল্যান্সিং একাউন্ট খুলার সম্পূর্ণ প্রক্রিয়া” জেনে নিতে পারবেন।

এমনিতে, ফ্রিল্যান্সিং একাউন্ট তৈরি করার জন্য আমাদের কাছে ভালো ভালো ফ্রিল্যান্সিং সাইট রয়েছে।

তবে, আজকে আমরা ফ্রীল্যান্সার কম (freelancer.com) নামের ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে একাউন্ট তৈরি করা শিখবো।

Freelancing কি ?

Freelance বা freelancing, সেই প্রত্যেক ব্যক্তিদের বলা হয় যারা কোনো স্থায়ী চাকরিতে জড়িত নেই ও যারা self-employed হিসেবে কাজ করছেন এবং জীবনযাপন করছেন।

Freelancing এর ক্ষেত্রে আমরা কোনো চাকরি বা দীর্ঘমেয়াদী কাজে জড়িত থাকিনা।

তাই, এক্ষেত্রে আমাদের কোনো boss, organization বা company র নিচে কর্মচারী হয়ে কাজ করতে হয়না।

ফ্রীল্যান্সাররা মূলত নিজের work experience, skills, knowledge ইত্যাদির মাধ্যমে কিছু বিশেষ কাজ করে থাকেন যেগুলো কাজে তারা একজন বিশেষজ্ঞ (expert)।

আর তাই, একজন ফ্রীল্যান্সার হিসেবে আপনি নিজে জানা কাজ গুলো অন্যান্য ব্যক্তি, কোম্পানি বা সংগঠনের জন্য চুক্তি হিসেবে করতে পারবেন।

শেষে, কাজটি করে দেওয়ার পর, আপনি আপনার কাজের বিনিময়ে চুক্তি হিসেবে টাকা আদায় করে নিতে পারবেন।

এখন হয়তো আপনার মনে একটি প্রশ্ন অবশই চলে আসছে,

“একজন ফ্রীল্যান্সার হিসেবে আপনি কি কি কাজ করতে পারবেন ?”

তাই তো …..?

জেনে রাখুন, একজন ফ্রীল্যান্সার হিসেবে আপনি সেই প্রত্যেকটি কাজ করতে পারবেন যেগুলোর চাহিদা মার্কেটে রয়েছে।

ফ্রীল্যান্সার হিসেবে করতে পারা কাজের কোনো সীমাবদ্ধতা নেই।

Freelancer.com কি ?

অন্যান্য জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোর মতোই freelancer.com হলো একটি অনেক জনপ্রিয় এবং ট্রাস্টেড মার্কেটপ্লেস

এখানে, হাজার হাজার freelancer রা নিজের একটি free account তৈরি করে বিভিন্ন ধরণের কাজ পেয়ে থাকেন।

মানে, এখানে আপনারা একজন freelancer হিসেবে account তৈরি করে অনলাইনে কাজ খুঁজে সেগুলোকে করে টাকা আয় করতে পারবেন।

আবার, একজন client হিসেবে account বানিয়ে অন্যান্য freelancers দের দ্বারা টাকার বিনিময়ে নানা ধরণের কাজ করিয়ে নিতে পারবেন।

সোজা ভাবে বললে,

Freelancer ওয়েবসাইটটি হলো, একটি অনলাইন সংগঠন (মার্কেটপ্লেস) যেখানে আপনি নতুন নতুন skills, talents এবং ideas নিয়ে কাজ করা লোকেদের পাবেন।

এটা এমন একটি অনলাইন মার্কেটপ্লেস, যেখানে বিভিন্ন talent, skills, ideas নিয়ে কাজ করা freelancers এবং কাজ করানোর জন্য আগ্রহী companies / clients দের মধ্যে সংযোগ স্থাপন হয়ে থাকে।

Freelancer.com ওয়েবসাইটটি এমন ভাবে তৈরি করা হয়েছে যে আপনি এর ওপরে সম্পূর্ণ বিশ্বাস রেখে কাজ করতে পারবেন।

তাছাড়া, এই অনলাইন ফ্রীল্যান্সার মার্কেটপ্লেস প্রায় ৬ বছর থেকেও অধিক সময় থেকে সক্রিয় রয়েছে।

  • আউটসোর্সিং কি ?

আমি কেন ফ্রীল্যান্সার একাউন্ট বানাবো ?

দেখুন এই প্রশ্নের উত্তর কিন্তু আপনার আগের থেকেই জানা রয়েছে।

যদি আপনার মধ্যে কোনো বিশেষ skill, talent বা knowledge রয়েছে যেগুলোর ব্যবহার করে আপনি অন্যান্য লোকেদের কাজ গুলো করতে পারবেন,

তাহলে অবশই আপনার একটি freelancer account খুলে সেখানে কাজ খুজা দরকার।

এতে, আপনি ঘরে বসে অনলাইনে নিজের জানা কাজ গুলো করে টাকা আয় করতে পারবেন।

তবে, এই কাজ আপনি পার্ট-টাইম বা ফুল-টাইম যেকোনো মাধ্যমেই করতে পারবেন।

Freelancer এর ওয়েবসাইটে সারা বিশ্বজুড়ে অসংখক লোকেরা বিভিন্ন বিষয়ে কাজ করানোর উদ্দেশ্যে আসেন।

তাই, আপনার মধ্যে যেই talent, skill বা knowledge রয়েছে, সেটা নিয়ে এখানে প্রচুর কাজ পাওয়ার সম্ভাবনা থাকছে।

কি কি কাজ ফ্রীল্যান্সার মার্কেটপ্লেসে পাওয়া যাবে ?

দেখুন কি কি কাজ আপনারা এই অনলাইন মার্কেটপ্লেসে পাবেন সেবিষয়ে সম্পূর্ণটা বলা সম্ভব না।

কেননা, আমি আগেই বলেছি যে সম্পূর্ণ বিশ্বজুড়ে লোকেরা এখানে কাজ করানোর উদ্দেশ্যে freelancers দের খুজেঁ থাকে।

তাই, আলাদা আলাদা লোকেরা আলাদা আলাদা রকমের কাজ নিয়ে এই মার্কেটপ্লেসে আসেন।

তবে, এই প্লাটফর্মের কিছু জনপ্রিয় এবং অধিক করানো কাজ গুলো হলো

  • Logo designing 
  • Graphics designing 
  • Digital marketing 
  • Content writing 
  • Website development
  • WordPress
  • HTML, CSS, Java
  • Android development 
  • App development
  • Branding
  • Video editing
  • Professional video creation
  • Server management

ইত্যাদি আরো হাজার হাজার রকমের কাজ রয়েছে, যেগুলো এই freelancer.com এর মাধ্যমে আপনারা পাবেন।

ফ্রিল্যান্সিং একাউন্ট কিভাবে খুলবো ? (Step by step)

চলুন, এখন বেশি সময় নষ্ট না করে আমরা জেনেনেই ফ্রীল্যান্সার ওয়েবসাইটে নিজের একটি ফ্রিল্যান্সিং একাউন্ট কিভাবে খুলবো।

বন্ধুরা, সবচেয়ে প্রথমে আপনাদের যেতে হবে “freelancer.com” এর ওয়েবসাইটে।

এবার ওয়েবসাইটে যাওয়ার পর,

নিচে দেওয়া স্টেপস গুলো সঠিক ভাবে ফলো করলে, আপনার একটি ফ্রি ফ্রীল্যান্সার একাউন্ট তৈরি হয়ে যাবে।

স্টেপ ১.

একটি ফ্রিল্যান্সিং একাউন্ট কিভাবে খুলবো ? (Freelancer.com এর মাধ্যমে) 2023 2

Freelancer.com ওয়েবসাইটে যাওয়ার সাথে সাথেই প্রথম পেজ মানে হোম পেজে আপনারা “earn money freelancing” একটি link দেখতে পাবেন।

সোজা, সেই লিংকে ক্লিক করে একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য জরুরি ফর্ম ফিলাপ এর পেজ আপনারা দেখতে পাবেন।

স্টেপ ২.

একটি ফ্রিল্যান্সিং একাউন্ট কিভাবে খুলবো ? (Freelancer.com এর মাধ্যমে) 2023 3

এবার আপনারা একটি sign up page দেখতে পাবেন যেখানে দুটি মাধ্যমে নিজের ফ্রীল্যান্সার একাউন্ট তৈরি করার অপসন রয়েছে।

  • নিজের Facebook account ব্যবহার করে।
  • নিজের Email ID ব্যবহার করে।

আমি আপনাদের পরামর্শ দিবো যে, নিজের ইমেইল আইডি ব্যবহার করে একাউন্ট তৈরি করুন।

তাই,

  • প্রথম বক্সে নিজের ইমেইল আইডি লিখুন
  • দ্বিতীয় বক্সে একটি স্ট্রং পাসওয়ার্ড লিখুন
  • এবার, “I agree to Freelancer user agreement and privacy policy” অপশনে সিলেক্ট করুন।
  • শেষে, নিচে থাকা “Join Freelancer” বাটনে ক্লিক করুন।

স্টেপ ৩.

একটি ফ্রিল্যান্সিং একাউন্ট কিভাবে খুলবো ? (Freelancer.com এর মাধ্যমে) 2023 4

এবার আপনাকে একটি username দিতে বলা হবে।

Suggestions: এর ভাগে আপনাকে কিছু username এর পরামর্শ এমনিতে দিয়ে দেওয়া হয়েছে।

আপনারা চাইলে সেখান থেকেও username ব্যবহার করতে পারবেন।

এক্ষেত্রে, আপনি একটি professional username ভেবে সেটাকে লিখুন এবং নিচে থাকা “Next” বাটনে ক্লিক করুন।

স্টেপ ৪.

একটি ফ্রিল্যান্সিং একাউন্ট কিভাবে খুলবো ? (Freelancer.com এর মাধ্যমে) 2023 5

এবার আপনাকে নিজের একাউন্ট এর প্রকার বেছে নিতে হবে।

মানে, আপনি যদি কাজ করে টাকা আয় করার উদ্দেশ্যে freelancer account তৈরি করছেন, তাহলে “I want to work” অপশনে ক্লিক করতে হবে।

কিন্তু, যদি আপনি অন্যান্য freelancers দের দ্বারা কাজ করানোর উদ্যেশ্যে account তৈরি করার কথা ভাবছেন, তাহলে “I want to hire” অপশনে ক্লিক করতে হবে।

তাই, আপনি সোজা, “I want to work” অপশনে ক্লিক করুন।

স্টেপ ৫. Sign up process সম্পূর্ণ করুন 

একটি ফ্রিল্যান্সিং একাউন্ট কিভাবে খুলবো ? (Freelancer.com এর মাধ্যমে) 2023 6

এবার আপনার একাউন্ট সাইন আপ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে।

তবে, এখন আপনাকে একটি পেজ দেখানো হবে যেখান থেকে আপনি আপনার skills গুলোকে সিলেক্টর করতে পারবেন।

মানে, আপনি কি কি কাজ জানেন এবং কোন কাজ গুলো করে টাকা আয় করতে চাচ্ছেন, সেই কাজ গুলো সিলেক্ট করতে হবে।

আপনি যেই কাজ গুলো সিলেক্ট করবেন, সেই হিসেবেই আপনাকে ফ্রীল্যান্সার এর তরফ থেকে projects গুলো দেখানো হবে।

নিজের জানা কাজ গুলো সিলেক্ট করে নিচে থাকা “Next step” অপশনে ক্লিক করুন।

স্টেপ ৬. Complete your profile 

একটি ফ্রিল্যান্সিং একাউন্ট কিভাবে খুলবো ? (Freelancer.com এর মাধ্যমে) 2023 7

এবার আপনারা একটি পেজ দেখতে পাবেন, যেখানে আপনাকে আপনার profile এর সাথে জড়িত কিছু details দিতে বলা হবে।

  • সবচেয়ে প্রথমেই আপনি নিজের একটি প্রোফাইল পিকচার আপলোড করতে হবে। (এই স্টেপ পরেও করা যাবে)
  • এবার আপনার সম্পূর্ণ নাম দিয়ে দিতে হবে।
  • এখন আপনি কোন কোন ভাষা জানেন সেই ভাষা গুলো দিয়ে দিন।
  • শেষে, আপনি আপনার work experience এর বিষয়ে বলে দিতে হবে। আপনি, আপনার কাজে একজন beginner, intermediate না advanced (এক্সপার্ট) সেটা সিলেক্ট করুন।
  • এবার নিচে থাকা “next step” বাটনে ক্লিক করুন।

স্টেপ ৭. Select a payment method 

একটি ফ্রিল্যান্সিং একাউন্ট কিভাবে খুলবো ? (Freelancer.com এর মাধ্যমে) 2023 8

এবার পরের পেজে আপনাদের একটি payment method যোগ করে সেটাকে verify করার জন্য বলা হবে।

পেমেন্ট মেথড এর ক্ষেত্রে আপনারা নিজের credit / debit card বা PayPal account ব্যবহার করতে পারবেন।

তবে, এই কাজ আমরা পরেও করতে পারবো।

তাই, এখনের জন্য নিচে থাকা “Skip for now” লিংকে ক্লিক করুন।

স্টেপ ৮. Freelancer membership option 

একটি ফ্রিল্যান্সিং একাউন্ট কিভাবে খুলবো ? (Freelancer.com এর মাধ্যমে) 2023 9

এবার আমাদের একটি promotion পেজ দেখানো হবে।

মানে, কিছু টাকা দিয়ে যদি আপনারা freelancer ওয়েবসাইটের তরফ থেকে plus membership নিয়ে থাকেন,

তাহলে, আপনাকে কিছু বিশেষ ও প্রিমিয়াম সুবিধে দদেওয়া হবে।

তবে, প্রথম অবস্থায় এসব এর দরকার আমি মনে করিনা।

তাই, নিচে থাকা “skip for now” অপশনে ক্লিক করুন।

স্টেপ ৯. ফ্রীল্যান্সার একাউন্ট তৈরি হয়ে গেছে

একটি ফ্রিল্যান্সিং একাউন্ট কিভাবে খুলবো ? (Freelancer.com এর মাধ্যমে) 2023 10

আপনারা ওপরে ছবিতে দেখতেই পারছেন, আমাদের freelancer account সফলতাপূর্বক তৈরি হয়ে গেছে

আশা করছি, “কিভাবে ফ্রিল্যান্সিং একাউন্ট খুলব” এই প্রশ্নের উত্তর এখন আপনারা পেয়ে গেছেন।

একাউন্ট তৈরি হওয়ার সাথে সাথেই, ফ্রীল্যান্সার এর তরফ থেকে আপনাকে আপনার বেছে নেওয়া skills, work বা talent হিসেবে projects (work) গুলো দেখানো হবে।

এবং, আপনি যেই প্রজেক্ট বা কাজ গুলো করতে চাইবেন, সেগুলোতে ক্লিক করে বিড (bid) করতে হবে।

তবে, project bidding করার আগে আপনার কিছু অন্যান্য জরুরি স্টেপ গুলো সম্পূর্ণ করতে হবে।

একাউন্ট তৈরি করার পর আপনার কি কি করতে হবে ?

নিজের Freelancer account তৈরি হয়ে যাওয়ার পর, আপনাকে নিচে দেওয়া এই স্টেপ গুলোকে সম্পূর্ণ করতে হবে।

এই স্টেপ গুলো সম্পূর্ণ না করলে, আপনি কোনো ধরণের project গুলোতে bidding করতে পারবেননা।

  • প্রথমেই, আপনাকে নিজের email ID verify করার কথা বলা হবে। তাই, নিজের ইমেইল একাউন্টে লগইন করে freelancer এর তরফ থেকে চলে আসা verification link এর মধ্যে ক্লিক করুন।
  • আপনাকে নিজের mobile number যোগ করে SMS এর দ্বারা account verify করার কথা বলা হবে। তাই, নিজের country এবং mobile দিয়ে একাউন্ট verify করুন।
  • এবার, আপনাকে নিজের profile এর মধ্যে গিয়ে, আপনার ঠিকানা (address) ভরতে হবে।
  • এখন আপনার ফ্রীল্যান্সার একাউন্ট সম্পূর্ণ ভাবে activate হয়ে গেছে।

আপনি এখন, নিজের freelancer account dashboard এর থেকে যেকোনো project এর ওপরে bidding করতে পারবেন।

Note : অধিক কাজ পাওয়ার জন্য 

মনে রাখবেন আপনাকে এখানে কেবল বিশ্বাস এর ওপরেই কাজ দেওয়া হবে। লোকেরা যখন আপনাকে বিশ্বাস করতে পারবে তখন আপনি প্রচুর কাজ পেয়ে থাকবেন। তাই, আপনি প্রথমেই নিজের একটি profile picture, work experience, qualification, education, personal headline ইত্যাদি ভালো করে fill-up করুন। আপনার প্রফাইলটি দেখতে যত বেশি professional লাগবে ততটাই বেশি কাজ আপনি পাবেন।

Project bid / bidding মানে কি ?

Freelancer ওয়েবসাইটে যখন আপনার একটি তৈরি হয়ে যাবে, তখন আপনার freelancer dashboard এর মধ্যে আপনি বিভিন্ন কাজ (projects) দেখতে পাবেন।

এই কাজ বা projects গুলো করানোর জন্য কোনো ব্যক্তি বা কোম্পানি ফ্রীল্যান্সারে project টি পাবলিশ করেছেন।

এখন, যারা যারা কাজটি করতে চাইবেন তারা তারা কাজটি করার জন্য প্রথমে এপলাই (apply) করতে হবে। 

আর project গুলো করার জন্যে এপলাই করার জন্য যেটা আপনার করতে হবে সেটাই হলো “project bidding“.

  • যেই প্রজেক্ট করার জন্য আপনি আগ্রহী সেটাতে ক্লিক করতে হবে। 
  • Project টিতে ক্লিক করার সাথে সাথে project এর সাথে জড়িত তথ্য আপনাকে দেখিয়ে দেওয়া হবে। 
  • এবার, প্রজেক্ট এর সাথে জড়িত আপনার কি কি অভিজ্ঞতা, দক্ষতা ও জ্ঞান রয়েছে সেই বিষয়ে লিখে দিতে হবে। 
  • কেন আপনাকে এই কাজ দেওয়া উচিত সেটা ভালো করে লিখতে হবে। 
  • কাজটি করার জন্য আপনি কত টাকা নিবেন এবং কত দিনে প্রজেক্ট জমা দিবেন, সেটাও আপনাকে লিখে দিতে হবে। 

এই প্রত্যেক বিষয়ে ভালো করে লিখে দেওয়ার পর আপনি নিচে থাকা “Place Bid” অপশনে ক্লিক করতে হবে। 

এবার, আপনার প্রস্তাব বা আবেদনটি সঠিক ভাবে পাঠিয়ে দেওয়া হবে যিনি প্রজেক্ট পাবলিশ করেছেন তার কাছে।

এটাকেই বলা হয়, প্রজেক্ট বিডিং (project bidding).

অন্যান্য অনেক লোকেরাও একি project এর ওপরে bidding করে থাকেন।

তাই, project publish করা ব্যক্তির মতে যে কাজটির জন্য সেরা ফ্রীল্যান্সার, তাকেই সে কাজটি করার জন্য বলবেন।  

আমাদের শেষ কথা,

তাহলে বন্ধুরা আশা করছি আপনারা সঠিক ভাবে বুঝতে পেরেছেন যে, কিভাবে একটি ফ্রীল্যান্সার একাউন্ট বানাতে হবে (How To Create A Freelancer Account in Bangla).

এমনিতে যদি আপনারা মোবাইল থেকে একাউন্ট তৈরি করতে চাচ্ছেন, তাহলেও প্রক্রিয়া এটাই। 

আমার সব সময় এটাই চেষ্টা রয়েছে, আমি যাতে আপনাদের সম্পূর্ণ কাজের তথ্য প্রদান করতে পারি। 

আর তাই, যদি আজকের আর্টিকেল “freelancer.com একাউন্ট তৈরির নিয়ম” যদি আপনাদের ভালো লেগে থাকে,

তাহলে অবশই আর্টিকেলটি অন্যদের সাথে শেয়ার করবেন। 

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ